ETV Bharat / sports

13 বছর পর রণজি ট্রফির ফাইনালে বাংলা

13 বছর পর রণজি ট্রফির ফাইনালে পা দিল বঙ্গ ক্রিকেট টিম ৷ ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে উঠল অভিমন্যু ঈশ্বরণের দল ৷

bengal-enter-in-ranji-trophy-final
রণজি ট্রফির ফাইনালে বাংলা
author img

By

Published : Mar 3, 2020, 11:19 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কথা দিয়েছিলেন বদলে দেবেন বাংলা দলকে ৷ মনোজ-ঈশ্বরনদের দায়িত্ব নেওয়ার পর কঠোর শাসনে টিমকে নতুন করে গড়ে তুলেছিলেন ৷ তারই সুফল পেলেন কোচ অরুণলাল ৷ 13 বছর পর রণজি ট্রফির ফাইনালে পা দিল বঙ্গ ক্রিকেট টিম ৷ ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে উঠল অভিমন্যু ঈশ্বরনের দল ৷ বলতে গেলে বঙ্গ ক্রিকেটে যথার্থ অরুণোদয় হয়েছে ৷

2006-07 মরশুমের পরে ফের রণজি ট্রফির ফাইনালে উঠল বাংলা । ইডেন গার্ডেন্সের মাঠে কর্নাটককে সাড়ে তিনদিনে উড়িয়ে দিয়ে রণজি ট্রফি জয়ের খুব কাছে পৌঁছে গেল অরুণলালের বাংলা । বাংলার জয়ের নায়ক পেসার ত্রয়ী ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ এবং অনুষ্টুপ মজুমদার । ঈশান-আকাশদীপের গতির দাপটে তিন দিনেই নতজানু লোকেশ রাহুল, করুণ নায়ারদের কর্নাটক ।

প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও বঙ্গ পেসারদের গতির সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছে কর্নাটক । লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পাণ্ডের মত বড় নাম কর্নাটককে নির্ভরতা দিতে ব্যর্থ । তিন উইকেট হারিয়ে 98 রান নিয়ে খেলা শুরু করে কর্নাটক ৷ দিনের শুরু থেকে খোঁড়াতে শুরু করেছিল । প্রথম ইনিংসে কর্নাটককে দুমড়ে দেওয়ার কাজটি পাঁচ উইকেট নিয়ে করেছিলেন ঈশান পোড়েল । দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন মুকেশ কুমার ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কথা দিয়েছিলেন বদলে দেবেন বাংলা দলকে ৷ মনোজ-ঈশ্বরনদের দায়িত্ব নেওয়ার পর কঠোর শাসনে টিমকে নতুন করে গড়ে তুলেছিলেন ৷ তারই সুফল পেলেন কোচ অরুণলাল ৷ 13 বছর পর রণজি ট্রফির ফাইনালে পা দিল বঙ্গ ক্রিকেট টিম ৷ ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কর্নাটককে 174 রানে হারিয়ে ফাইনালে উঠল অভিমন্যু ঈশ্বরনের দল ৷ বলতে গেলে বঙ্গ ক্রিকেটে যথার্থ অরুণোদয় হয়েছে ৷

2006-07 মরশুমের পরে ফের রণজি ট্রফির ফাইনালে উঠল বাংলা । ইডেন গার্ডেন্সের মাঠে কর্নাটককে সাড়ে তিনদিনে উড়িয়ে দিয়ে রণজি ট্রফি জয়ের খুব কাছে পৌঁছে গেল অরুণলালের বাংলা । বাংলার জয়ের নায়ক পেসার ত্রয়ী ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ এবং অনুষ্টুপ মজুমদার । ঈশান-আকাশদীপের গতির দাপটে তিন দিনেই নতজানু লোকেশ রাহুল, করুণ নায়ারদের কর্নাটক ।

প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও বঙ্গ পেসারদের গতির সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছে কর্নাটক । লোকেশ রাহুল, করুণ নায়ার, মণীশ পাণ্ডের মত বড় নাম কর্নাটককে নির্ভরতা দিতে ব্যর্থ । তিন উইকেট হারিয়ে 98 রান নিয়ে খেলা শুরু করে কর্নাটক ৷ দিনের শুরু থেকে খোঁড়াতে শুরু করেছিল । প্রথম ইনিংসে কর্নাটককে দুমড়ে দেওয়ার কাজটি পাঁচ উইকেট নিয়ে করেছিলেন ঈশান পোড়েল । দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন মুকেশ কুমার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.