ETV Bharat / sports

দ্বিতীয় ম্যাচে হারল বাংলা - বাংলা বনাম সার্ভিসেস

নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় বড় জুটি তৈরি হয়নি । সেটিই হারে অন্যতম কারণ বলে মনে করছেন অনুষ্টুপ । তবে, পরাজয়ের ধাক্কা সরিয়ে পরের ম্যাচে ঘুরে দাড়ানোর কথাও বলেছেন তিনি ।

বিজয় হাজারে ট্রফি
বিজয় হাজারে ট্রফি
author img

By

Published : Feb 23, 2021, 8:40 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি :সার্ভিসেসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পরেই দ্বিতীয় ম্যাচে পরাজয়ের অন্ধকারে বাংলা । মঙ্গলবার ইডেনে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে চন্ডীগড় পাচ উইকেটে বাংলাকে হারাল । প্রথমে ব্যাট করতে নেমে বাংলা 9 উইকেটে 253 রান তোলে । শাহবাজ আহমেদের 59রান ছাড়া বাংলার কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি ।

অধিনায়ক অনুষ্টুপ মজুমদার মাত্র এক রান করে ফিরে যান ।সার্ভিসেস ম্যাচের নায়ক কাইফ আহমেদ কুড়ি রান করে আউট হন । শ্রীবৎস গোস্বামী, অভিমন্যু ঈশ্বরন 35 রান দলের ইনিংসের সর্বোচ্চ । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে 48.5 ওভারে চন্ডীগড় জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় । পাচ উইকেটে 257 রানের ইনিংসে আরশ্লান খানের 88 এবং শিভম ভামরির অপরাজিত 71 রান চন্ডীগড়ের জয়ের ভিত গড়ে দেয় ।

পরাজয়ের ধাক্কা সরিয়ে পরের ম্যাচে ঘুরে দাড়ানোর কথা বলেছেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার । তার মতে, "প্রথমে ব্যাট করতে নেমে তিন'শো রান তোলার লক্ষ্য ছিল । কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় বড় জুটি তৈরি হয়নি । তবে লোয়ার মিডল অর্ডারে আকাশদীপ এবং মুকেশ সিংয়ের ভালো ব্যাটিং লড়াই করার মত জায়গা তৈরি করে দিলেও তার সুবিধা নেওয়া যায়নি ।"

আরও পড়ুন : গোলাপি যুদ্ধের অপেক্ষায় মোতেরা ; প্রস্তুত বিরাট বাহিনী

একই সঙ্গে তিনি যোগ করেছেন, "দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক সহজ হয়ে গিয়েছিল । ফলে বোলারদের কাজটি কঠিন হয়েছিল । ব্যাটসম্যানরা সহজে ব্যাট করতে পেরেছে । টস হার ম্যাচের ভাগ্য গড়তে সাহায্য করল ।"

কলকাতা, 23 ফেব্রুয়ারি :সার্ভিসেসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পরেই দ্বিতীয় ম্যাচে পরাজয়ের অন্ধকারে বাংলা । মঙ্গলবার ইডেনে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে চন্ডীগড় পাচ উইকেটে বাংলাকে হারাল । প্রথমে ব্যাট করতে নেমে বাংলা 9 উইকেটে 253 রান তোলে । শাহবাজ আহমেদের 59রান ছাড়া বাংলার কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি ।

অধিনায়ক অনুষ্টুপ মজুমদার মাত্র এক রান করে ফিরে যান ।সার্ভিসেস ম্যাচের নায়ক কাইফ আহমেদ কুড়ি রান করে আউট হন । শ্রীবৎস গোস্বামী, অভিমন্যু ঈশ্বরন 35 রান দলের ইনিংসের সর্বোচ্চ । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে 48.5 ওভারে চন্ডীগড় জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় । পাচ উইকেটে 257 রানের ইনিংসে আরশ্লান খানের 88 এবং শিভম ভামরির অপরাজিত 71 রান চন্ডীগড়ের জয়ের ভিত গড়ে দেয় ।

পরাজয়ের ধাক্কা সরিয়ে পরের ম্যাচে ঘুরে দাড়ানোর কথা বলেছেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার । তার মতে, "প্রথমে ব্যাট করতে নেমে তিন'শো রান তোলার লক্ষ্য ছিল । কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যাওয়ায় বড় জুটি তৈরি হয়নি । তবে লোয়ার মিডল অর্ডারে আকাশদীপ এবং মুকেশ সিংয়ের ভালো ব্যাটিং লড়াই করার মত জায়গা তৈরি করে দিলেও তার সুবিধা নেওয়া যায়নি ।"

আরও পড়ুন : গোলাপি যুদ্ধের অপেক্ষায় মোতেরা ; প্রস্তুত বিরাট বাহিনী

একই সঙ্গে তিনি যোগ করেছেন, "দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক সহজ হয়ে গিয়েছিল । ফলে বোলারদের কাজটি কঠিন হয়েছিল । ব্যাটসম্যানরা সহজে ব্যাট করতে পেরেছে । টস হার ম্যাচের ভাগ্য গড়তে সাহায্য করল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.