ETV Bharat / sports

বেন স্টোকস যে কোনও অধিনায়কের স্বপ্নের খেলোয়াড় : স্মিথ

author img

By

Published : Aug 1, 2020, 8:57 PM IST

স্টিভ স্মিথের আশা ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে তার রাজস্থান রয়ালস সতীর্থরা নিজেদের উজার করে দেবে না । সেরাটা তুলে রাখবেন IPL-এর জন্য ।

BEN
BEN

দিল্লি, 1 আগাস্ট : বেন স্টোকসের প্রশংসা করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভেন স্মিথ । বলেছেন , "ইংলিশ অলরাউন্ডার কঠিন পরিস্থিতিতি সামলাতে সামলেতে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তাঁকে প্রত্যেক অধিনায়ক তাদের দলে নিতে চায় । "

তবে স্মিথ এখন আশা করছেন ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার সফরের সময় স্টোকস যেন ফর্মে না থাকেন । তবে সংযুক্ত আরব আমিরাশাহীতে আসন্ন IPL-এ রয়ালস জন্য স্টোকস যদি তার সেরাটা বাঁচিয়ে রাখেন তাহলে তাঁর আপত্তি নেই ।

"আসন্ন ইংল্যান্ড সফর রোমাঞ্চকর হতে চলেছে । বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারা আমার সৌভাগ্য । ইংল্যান্ডে আমার রয়ালসের কয়েকজন সতীর্থ রয়েছেন জোফরা আর্চার, বেন স্টোকস এবং জোস বাটলার। আশা করি তারা খুব বেশি রান করতে পারবে না বা অনেক বেশি উইকেট নেবে না । নিজেদের সেরাটা IPL-র জন্য বাঁচিয়ে রাখবেন ।" বলেন স্মিথ ।

গত এক বছরে ধরে ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাটে স্বপ্নের ফর্মে রয়েছেন বেন স্টোকস । স্মিথ বলেন, " আমি স্টোকসকে ক্রমশ শক্তিশালি হতে দেখেছি । বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিল এবং সম্প্রতি টেস্ট ম্যাচও খেলেছে । বেন এমন একজন খেলোয়াড়, যে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সব বিষয়ে জড়িত থাকতে চায় । যে কেউ ওর মত খেলোয়াড়কে দলে রাখতে চায় । কারণ ও কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করতে জানে । " বেন স্টোকসের প্রশংসা করে বলেন স্টিভ স্মিথ ।

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের একদিন ও T20 সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্যালেন্ডার আবার শুরু করবে টিম অস্ট্রেলিয়া । স্মিথ বলেছেন , " প্রায় সাত মাস পর কিছুটা ভালো মানের ক্রিকেট খেলার চেয়ে ভালো আর কিছু হয় না । "

দিল্লি, 1 আগাস্ট : বেন স্টোকসের প্রশংসা করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভেন স্মিথ । বলেছেন , "ইংলিশ অলরাউন্ডার কঠিন পরিস্থিতিতি সামলাতে সামলেতে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তাঁকে প্রত্যেক অধিনায়ক তাদের দলে নিতে চায় । "

তবে স্মিথ এখন আশা করছেন ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার সফরের সময় স্টোকস যেন ফর্মে না থাকেন । তবে সংযুক্ত আরব আমিরাশাহীতে আসন্ন IPL-এ রয়ালস জন্য স্টোকস যদি তার সেরাটা বাঁচিয়ে রাখেন তাহলে তাঁর আপত্তি নেই ।

"আসন্ন ইংল্যান্ড সফর রোমাঞ্চকর হতে চলেছে । বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারা আমার সৌভাগ্য । ইংল্যান্ডে আমার রয়ালসের কয়েকজন সতীর্থ রয়েছেন জোফরা আর্চার, বেন স্টোকস এবং জোস বাটলার। আশা করি তারা খুব বেশি রান করতে পারবে না বা অনেক বেশি উইকেট নেবে না । নিজেদের সেরাটা IPL-র জন্য বাঁচিয়ে রাখবেন ।" বলেন স্মিথ ।

গত এক বছরে ধরে ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাটে স্বপ্নের ফর্মে রয়েছেন বেন স্টোকস । স্মিথ বলেন, " আমি স্টোকসকে ক্রমশ শক্তিশালি হতে দেখেছি । বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিল এবং সম্প্রতি টেস্ট ম্যাচও খেলেছে । বেন এমন একজন খেলোয়াড়, যে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সব বিষয়ে জড়িত থাকতে চায় । যে কেউ ওর মত খেলোয়াড়কে দলে রাখতে চায় । কারণ ও কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করতে জানে । " বেন স্টোকসের প্রশংসা করে বলেন স্টিভ স্মিথ ।

সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের একদিন ও T20 সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্যালেন্ডার আবার শুরু করবে টিম অস্ট্রেলিয়া । স্মিথ বলেছেন , " প্রায় সাত মাস পর কিছুটা ভালো মানের ক্রিকেট খেলার চেয়ে ভালো আর কিছু হয় না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.