ETV Bharat / sports

বেঙ্গালুরুর 'সেন্টার অব এক্সেলেন্স' তৈরিতে 500 কোটি দেবে BCCI - NCA

সম্প্রতি দেখা গিয়েছে ক্রিকেটারদের চোট-আঘাত বা শারীরিক সমস্যার সঠিক পরীক্ষা করতে ব্যর্থ NCA ৷ জাতীয় অ্যাকাডেমিতে ধরা পড়েনি ভুবনেশ্বর কুমারের হার্নিয়া ৷ পরে ভারতীয় টিমের ফিজ়িও কাছে তা ধরা পড়ে ৷

center of execellence
'সেন্টার অব এক্সেলেন্স'
author img

By

Published : Jan 30, 2020, 10:16 PM IST

মুম্বই, 30 জানুয়ারি: বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্স তৈরিতে 500 কোটি খরচ করবে BCCI ৷ ভবিষ্যতের ক্রিকেটার তৈরির লক্ষ্যে বেঙ্গালুরুতে গড়ে উঠবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ তৈরি হতে সময় লাগবে বছর দুয়েক ৷

বেঙ্গালুরুতে বিশালাকারে গড়ে তোলা হবে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর 'সেন্টার অব এক্সেলেন্স'৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কুর্সিতে আসীন হওয়ার পরপরই এই বিষয়ে NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা সারেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বেঙ্গালুরুতে জমিও দেখে আসেন দু'জনে ৷ তারপরই এই নতুন পরিকল্পনার বাস্তবায়নের তোড়জোড় শুরু হয় ৷ এই বিষয়ে বোর্ডের এই সিনিয়র আধিকারিক বলেছেন, "এরকম একটা প্রকল্পের জন্য কোনও নির্দিষ্ট অর্থ থাকতে পারে না ৷ প্রতিটি কাজের জন্য টেন্ডার ডাকা হবে ৷ তবে প্রাথমিকভাবে এই প্রজেক্টের জন্য যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে তাতে সবচেয়ে কম 500 কোটি টাকার কথা বলা রয়েছে ৷ পুরোদমে কাজ শুরু হয়েছে ৷ আশা করা হচ্ছে আগামী দু'বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড় সক্রিয়ভাবে এই কাজের সঙ্গে যুক্ত ৷" জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জায়গা নেবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ সম্প্রতি দেখা গিয়েছে ক্রিকেটারদের চোট-আঘাত বা শারীরিক সমস্যার সঠিক পরীক্ষা করতে ব্যর্থ NCA ৷ জাতীয় অ্যাকাডেমিতে ধরা পড়েনি ভুবনেশ্বর কুমারের হার্নিয়া ৷ পরে ভারতীয় টিমের ফিজিও কাছে তা ধরা পড়ে ৷

জানা গিয়েছে, বিভিন্ন মেডিকেল সংস্থার সঙ্গে টাই আপ করবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ বিভিন্ন পিচ সহ চারটি মাঠ থাকবে যা বিদেশ সফরের প্রস্তুতিতে ক্রিকেটারদের সাহায্য করবে ৷ প্রয়োজনে এই মাঠগুলিতে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচও খেলা হতে পারে ৷ এমনকী ভারত সফরে আসা বিদেশি টিমগুলি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে এখানে ৷

মুম্বই, 30 জানুয়ারি: বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্স তৈরিতে 500 কোটি খরচ করবে BCCI ৷ ভবিষ্যতের ক্রিকেটার তৈরির লক্ষ্যে বেঙ্গালুরুতে গড়ে উঠবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ তৈরি হতে সময় লাগবে বছর দুয়েক ৷

বেঙ্গালুরুতে বিশালাকারে গড়ে তোলা হবে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর 'সেন্টার অব এক্সেলেন্স'৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কুর্সিতে আসীন হওয়ার পরপরই এই বিষয়ে NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা সারেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বেঙ্গালুরুতে জমিও দেখে আসেন দু'জনে ৷ তারপরই এই নতুন পরিকল্পনার বাস্তবায়নের তোড়জোড় শুরু হয় ৷ এই বিষয়ে বোর্ডের এই সিনিয়র আধিকারিক বলেছেন, "এরকম একটা প্রকল্পের জন্য কোনও নির্দিষ্ট অর্থ থাকতে পারে না ৷ প্রতিটি কাজের জন্য টেন্ডার ডাকা হবে ৷ তবে প্রাথমিকভাবে এই প্রজেক্টের জন্য যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে তাতে সবচেয়ে কম 500 কোটি টাকার কথা বলা রয়েছে ৷ পুরোদমে কাজ শুরু হয়েছে ৷ আশা করা হচ্ছে আগামী দু'বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড় সক্রিয়ভাবে এই কাজের সঙ্গে যুক্ত ৷" জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জায়গা নেবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ সম্প্রতি দেখা গিয়েছে ক্রিকেটারদের চোট-আঘাত বা শারীরিক সমস্যার সঠিক পরীক্ষা করতে ব্যর্থ NCA ৷ জাতীয় অ্যাকাডেমিতে ধরা পড়েনি ভুবনেশ্বর কুমারের হার্নিয়া ৷ পরে ভারতীয় টিমের ফিজিও কাছে তা ধরা পড়ে ৷

জানা গিয়েছে, বিভিন্ন মেডিকেল সংস্থার সঙ্গে টাই আপ করবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ বিভিন্ন পিচ সহ চারটি মাঠ থাকবে যা বিদেশ সফরের প্রস্তুতিতে ক্রিকেটারদের সাহায্য করবে ৷ প্রয়োজনে এই মাঠগুলিতে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচও খেলা হতে পারে ৷ এমনকী ভারত সফরে আসা বিদেশি টিমগুলি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে এখানে ৷

New Delhi, Jan 30 (ANI): The Reserve Bank of India (RBI) has imposed a monetary penalty of Rs one crore on HDFC Bank for non-compliance of Know Your Customer (KYC) norms. "The penalty has been imposed in exercise of powers vested in RBI under the provisions of section 47 A (1) (c) read with section 46 (4) (i) of the Banking Regulation Act 1949, taking into account the failure of the bank to adhere to the aforesaid direction issued by RBI," said the central bank in a statement. It had made observations following an on-site inspection for supervisory evaluation of HDFC Bank for the financial year ended March 31, 2017. A scrutiny of 39 current accounts opened by its customers for bidding in initial public offer was conducted. The RBI said HDFC Bank failed to exercise ongoing due diligence in those accounts. "It was observed that the transactions effected in these current accounts were disproportionate to the declared income and profile of the customers." After considering the reply received from the bank and oral submissions made in the personal hearing, RBI came to the conclusion that the charge of non-compliance with the direction was sustained and warranted imposition of monetary penalty.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.