মুম্বই, 30 জানুয়ারি: বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্স তৈরিতে 500 কোটি খরচ করবে BCCI ৷ ভবিষ্যতের ক্রিকেটার তৈরির লক্ষ্যে বেঙ্গালুরুতে গড়ে উঠবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ তৈরি হতে সময় লাগবে বছর দুয়েক ৷
বেঙ্গালুরুতে বিশালাকারে গড়ে তোলা হবে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর 'সেন্টার অব এক্সেলেন্স'৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের কুর্সিতে আসীন হওয়ার পরপরই এই বিষয়ে NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা সারেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বেঙ্গালুরুতে জমিও দেখে আসেন দু'জনে ৷ তারপরই এই নতুন পরিকল্পনার বাস্তবায়নের তোড়জোড় শুরু হয় ৷ এই বিষয়ে বোর্ডের এই সিনিয়র আধিকারিক বলেছেন, "এরকম একটা প্রকল্পের জন্য কোনও নির্দিষ্ট অর্থ থাকতে পারে না ৷ প্রতিটি কাজের জন্য টেন্ডার ডাকা হবে ৷ তবে প্রাথমিকভাবে এই প্রজেক্টের জন্য যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে তাতে সবচেয়ে কম 500 কোটি টাকার কথা বলা রয়েছে ৷ পুরোদমে কাজ শুরু হয়েছে ৷ আশা করা হচ্ছে আগামী দু'বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ৷ NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড় সক্রিয়ভাবে এই কাজের সঙ্গে যুক্ত ৷" জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জায়গা নেবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ সম্প্রতি দেখা গিয়েছে ক্রিকেটারদের চোট-আঘাত বা শারীরিক সমস্যার সঠিক পরীক্ষা করতে ব্যর্থ NCA ৷ জাতীয় অ্যাকাডেমিতে ধরা পড়েনি ভুবনেশ্বর কুমারের হার্নিয়া ৷ পরে ভারতীয় টিমের ফিজিও কাছে তা ধরা পড়ে ৷
জানা গিয়েছে, বিভিন্ন মেডিকেল সংস্থার সঙ্গে টাই আপ করবে 'সেন্টার অব এক্সেলেন্স' ৷ বিভিন্ন পিচ সহ চারটি মাঠ থাকবে যা বিদেশ সফরের প্রস্তুতিতে ক্রিকেটারদের সাহায্য করবে ৷ প্রয়োজনে এই মাঠগুলিতে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচও খেলা হতে পারে ৷ এমনকী ভারত সফরে আসা বিদেশি টিমগুলি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে এখানে ৷