ETV Bharat / sports

ডোপিংয়ের অভিযোগ, আট মাসের জন্য পৃথ্বী শ'কে সাসপেন্ড BCCI-র - SUSPENSION

পৃথ্বী শ'য়ের নাম জড়াল ডোপিংয়ে ৷  আট মাসের জন্য তাঁকে সাসপেন্ড করল BCCI ৷

BCCI suspends Prithvi Shaw for doping violation
author img

By

Published : Jul 30, 2019, 9:48 PM IST

দিল্লি, 30 জুলাই : ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ'য়ের নাম জড়াল ডোপিংয়ে ৷ আট মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হল BCCI-এর তরফে । মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই একথা জানিয়েছে।

BCCI বলছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসয়েশনে নথিভুক্ত পৃথ্বী শ অজান্তেই তাঁর পাকস্থলিতে এক এমন নিষিদ্ধ বস্তু প্রবেশ করিয়েছেন যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায় ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘’BCCI-এর অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য চলতি বছরের ফেব্রুয়রিতে ইন্দোরে পৃথ্বী মূত্রের নমুনা জমা দেন । তাঁর নমুনায় টার্বুটালাইন মিলেছে । টার্বুটালাইন একটি এমন পদার্থ যা তালিকা অনুযায়ী ঘরে ও বাইরে, দুই প্রতিযোগিতাতেই নিষিদ্ধ ।''

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘গত 16 জুলাই অ্যান্টি-ডোপিং রুল ভায়োলেশন (ADRV) কমিশনের দ্বারা BCCI Anti-Doping Rules (ADR)-এর 2.1 ধারা অনুযায়ী পৃথ্বী শকে অভিযুক্ত করা হয় ৷ বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে সাসপেন্ড করা হয় ।

পৃথ্বী শ বলেন, ''এটা অনিচ্ছাকৃত । সর্দির জন্য কফ সিরাপ খেয়েই এটা হয়েছে। তবে আরও সতর্ক থাকা উচিত ছিল ৷ ''

BCCI পৃথ্বী শ'এর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে যে তিনি সর্দিকাশির চিকিৎসার জন্য অনিচ্ছাকৃতভাবে এটি গ্রহণ করেছিলেন ৷ মাদক হিসেবে ব্যবহার করেননি । বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী BCCI পৃথ্বী শয়ের ব্যাখ্যা মেনে নিয়েছে ৷ ADRV-এর অভিযোগের ভিত্তিতে আট মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে ৷

পৃথ্বী ছাড়াও ঘরোয়া ক্রিকেটের দুই তারকা—বিদর্ভের অক্ষয় দুলারওয়ার এবং রাজস্থানের দিব্য গজরাজকেও একই কারণে সাসপেন্ড করা হয়েছে ।

দিল্লি, 30 জুলাই : ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ'য়ের নাম জড়াল ডোপিংয়ে ৷ আট মাসের জন্য তাঁকে সাসপেন্ড করা হল BCCI-এর তরফে । মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই একথা জানিয়েছে।

BCCI বলছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসয়েশনে নথিভুক্ত পৃথ্বী শ অজান্তেই তাঁর পাকস্থলিতে এক এমন নিষিদ্ধ বস্তু প্রবেশ করিয়েছেন যা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায় ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘’BCCI-এর অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য চলতি বছরের ফেব্রুয়রিতে ইন্দোরে পৃথ্বী মূত্রের নমুনা জমা দেন । তাঁর নমুনায় টার্বুটালাইন মিলেছে । টার্বুটালাইন একটি এমন পদার্থ যা তালিকা অনুযায়ী ঘরে ও বাইরে, দুই প্রতিযোগিতাতেই নিষিদ্ধ ।''

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘গত 16 জুলাই অ্যান্টি-ডোপিং রুল ভায়োলেশন (ADRV) কমিশনের দ্বারা BCCI Anti-Doping Rules (ADR)-এর 2.1 ধারা অনুযায়ী পৃথ্বী শকে অভিযুক্ত করা হয় ৷ বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে সাসপেন্ড করা হয় ।

পৃথ্বী শ বলেন, ''এটা অনিচ্ছাকৃত । সর্দির জন্য কফ সিরাপ খেয়েই এটা হয়েছে। তবে আরও সতর্ক থাকা উচিত ছিল ৷ ''

BCCI পৃথ্বী শ'এর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে যে তিনি সর্দিকাশির চিকিৎসার জন্য অনিচ্ছাকৃতভাবে এটি গ্রহণ করেছিলেন ৷ মাদক হিসেবে ব্যবহার করেননি । বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী BCCI পৃথ্বী শয়ের ব্যাখ্যা মেনে নিয়েছে ৷ ADRV-এর অভিযোগের ভিত্তিতে আট মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে ৷

পৃথ্বী ছাড়াও ঘরোয়া ক্রিকেটের দুই তারকা—বিদর্ভের অক্ষয় দুলারওয়ার এবং রাজস্থানের দিব্য গজরাজকেও একই কারণে সাসপেন্ড করা হয়েছে ।

Lucknow, July 29 (ANI): King George's Medical University Hospital's Media in-Charge, Sandeep Tiwari on Unnao rape survivor's condition said that she along with lawyer are on ventilator but they are in stable condition. "Girl has fracture on her leg and a head injury. On the other side lawyer has multiple fractures and head injury," told Hospital official. A case was filed against BJP legislator Kuldeep Sengar after yesterday's accident in Raebareli, in which two women died and a teenager he allegedly raped two years ago, got injured.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.