ETV Bharat / sports

গাব্বায় জয়ের পর সতীর্থদের কী বলেছিলেন রাহানে ?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে 20 জন ক্রিকেটারকে বিভিন্নভাবে খেলানো হয়েছে ৷ কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ তাঁর মনোবল বাড়াতে দেখা গিয়েছে অজিঙ্ক রাহানেকে ।

bcci shares ajinkya rahane speech after gabba win
bcci shares ajinkya rahane speech after gabba win
author img

By

Published : Jan 24, 2021, 7:46 AM IST

মুম্বই, 24 জানুয়ারি : গাব্বার বধ্যভূমিতে অস্ট্রেলিয়াকেই বধ করে ড্রেসিংরুমে ফিরে দলের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছিলেন স্টপগ্যাপ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই ৷ দলের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে খেলার সুযোগ না পাওয়ায় কুলদীপ যাদবের মনোবলও বাড়ান রাহানে ৷

কী ছিল সেই বার্তা ? হেড কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে পাশে নিয়ে দলের সদস্যদের উদ্দেশে রাহানে বলেন, "এই মুহূর্তটা আমাদের সকলের জন্য মূল্য়বান ৷ অ্যাডিলেডের ব্যর্থতার পর মেলবোর্নে কামব্যাক ৷ তারপর সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেনে জয় ৷ কোনও এক বা দু'জনের জন্য এই সাফল্য আসেনি ৷ এতে সবার অবদান রয়েছে ৷ সকলেই নিজের সেরাটা দিয়েছে ৷" এরপর কুলদীপ যাদব এবং কার্তিক ত্যাগীর কথা উঠে আসে অধিনায়কের মুখে ৷ দু'জনের মনোবল বাড়াতে রাহানে বলেন, "কুলদীপ, আমি জানি এই সময়টা তোমার জন্য কঠিন ৷ একটা ম্যাচও তুমি খেলনি ৷ কিন্তু তোমার দায়বদ্ধতা একইরকম ছিল ৷ তোমার সময়ও আসবে ৷ পরিশ্রম করতে থাক ৷ আর কার্তিক (ত্যাগী) তুমি অসাধারণ ৷"

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পুরস্কার, 6 ক্রিকেটারকে এসইউভি গাড়ি উপহার দেবেন আনন্দ মহিন্দ্রা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে 20 জন ক্রিকেটারকে বিভিন্নভাবে খেলানো হয়েছে ৷ কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ 2019 সালে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় সুযোগ না হলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে কুলদীপ ৷

মুম্বই, 24 জানুয়ারি : গাব্বার বধ্যভূমিতে অস্ট্রেলিয়াকেই বধ করে ড্রেসিংরুমে ফিরে দলের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছিলেন স্টপগ্যাপ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছে বিসিসিআই ৷ দলের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে খেলার সুযোগ না পাওয়ায় কুলদীপ যাদবের মনোবলও বাড়ান রাহানে ৷

কী ছিল সেই বার্তা ? হেড কোচ রবি শাস্ত্রী এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে পাশে নিয়ে দলের সদস্যদের উদ্দেশে রাহানে বলেন, "এই মুহূর্তটা আমাদের সকলের জন্য মূল্য়বান ৷ অ্যাডিলেডের ব্যর্থতার পর মেলবোর্নে কামব্যাক ৷ তারপর সিডনি টেস্ট ড্র এবং ব্রিসবেনে জয় ৷ কোনও এক বা দু'জনের জন্য এই সাফল্য আসেনি ৷ এতে সবার অবদান রয়েছে ৷ সকলেই নিজের সেরাটা দিয়েছে ৷" এরপর কুলদীপ যাদব এবং কার্তিক ত্যাগীর কথা উঠে আসে অধিনায়কের মুখে ৷ দু'জনের মনোবল বাড়াতে রাহানে বলেন, "কুলদীপ, আমি জানি এই সময়টা তোমার জন্য কঠিন ৷ একটা ম্যাচও তুমি খেলনি ৷ কিন্তু তোমার দায়বদ্ধতা একইরকম ছিল ৷ তোমার সময়ও আসবে ৷ পরিশ্রম করতে থাক ৷ আর কার্তিক (ত্যাগী) তুমি অসাধারণ ৷"

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পুরস্কার, 6 ক্রিকেটারকে এসইউভি গাড়ি উপহার দেবেন আনন্দ মহিন্দ্রা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে 20 জন ক্রিকেটারকে বিভিন্নভাবে খেলানো হয়েছে ৷ কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৷ 2019 সালে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় সুযোগ না হলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে কুলদীপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.