ETV Bharat / sports

উইকেটের পেছনে রাহুলের ভূমিকার প্রশংসায় সৌরভ - sourav ganguly

ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে রাহুলকে দুটি দ্বায়িত্ব দিয়েছে ৷ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 তে প্রথমে গ্লাভস হাতে উইকেটের পিছনে ও পরে ব্যাট হাতে দুরন্ত খেলেছেন তিনি ৷

image
সৌরভ
author img

By

Published : Jan 25, 2020, 5:39 PM IST

দিল্লি, 25 জানুয়ারি : রাহুলের প্রশংসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় ৷ রাহুলের ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েরও প্রশংসা করেন BCCI সভাপতি ৷ তবে শুধুমাত্র টি-20 তে নয়, একদিনের আন্তর্জাতিক ও টেস্টেও রাহুলকে একই ফর্মে দেখতে চান সৌরভ ৷

ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে রাহুলকে দুটি দ্বায়িত্ব দিয়েছে ৷ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 তে প্রথমে গ্লাভস হাতে উইকেটের পিছনে ও পরে ব্যাট হাতে দুরন্ত খেলেছেন তিনি ৷

রাহুলকে দলে নিয়ে ঋষভকে বাদ দেওয়ার প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘ এটা সম্পূর্ণ অধিনায়ক বিরাট কোহলির সিদ্ধান্ত ৷ বিরাট ও টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলের রোল ঠিক করবেন ৷’’ আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় উইকেট রক্ষকের ভৃমিকায় কাকে দেখা যাবে? প্রশ্ন করা হলে তাঁরও সাবলীল উত্তর দেন মহারাজ ৷ তিনি বলেন, ‘‘নির্বাচকরা, বিরাট ও কোচ রবি শাস্ত্রী এটা ঠিক করবেন ৷ তাঁরা যেমন চাইবেন তেমন হবে৷’’ লোকেশ রাহুলকে তাঁর ব্যাটিং ও উইকেট রক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিষয়টি আমি উপভোগ করছি ৷"

দিল্লি, 25 জানুয়ারি : রাহুলের প্রশংসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় ৷ রাহুলের ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েরও প্রশংসা করেন BCCI সভাপতি ৷ তবে শুধুমাত্র টি-20 তে নয়, একদিনের আন্তর্জাতিক ও টেস্টেও রাহুলকে একই ফর্মে দেখতে চান সৌরভ ৷

ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে রাহুলকে দুটি দ্বায়িত্ব দিয়েছে ৷ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে তাঁকে ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 তে প্রথমে গ্লাভস হাতে উইকেটের পিছনে ও পরে ব্যাট হাতে দুরন্ত খেলেছেন তিনি ৷

রাহুলকে দলে নিয়ে ঋষভকে বাদ দেওয়ার প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘ এটা সম্পূর্ণ অধিনায়ক বিরাট কোহলির সিদ্ধান্ত ৷ বিরাট ও টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলের রোল ঠিক করবেন ৷’’ আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় উইকেট রক্ষকের ভৃমিকায় কাকে দেখা যাবে? প্রশ্ন করা হলে তাঁরও সাবলীল উত্তর দেন মহারাজ ৷ তিনি বলেন, ‘‘নির্বাচকরা, বিরাট ও কোচ রবি শাস্ত্রী এটা ঠিক করবেন ৷ তাঁরা যেমন চাইবেন তেমন হবে৷’’ লোকেশ রাহুলকে তাঁর ব্যাটিং ও উইকেট রক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিষয়টি আমি উপভোগ করছি ৷"

Jaipur (Rajasthan), Jan 25 (ANI): Congress leader, Shashi Tharoor at Jaipur Literature Festival asserted that first advocate of two-nation theory was VD Savarkar. "The first advocate of the two-nation theory was actually VD Savarkar, as head of Hindu Mahasabha, who called upon India to recognise Hindus and Muslims as two separate nations, 3 years before Muslim League passed the Pakistan resolution in Lahore," said Shashi Tharoor.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.