ETV Bharat / sports

দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত - দুবাইয়ে IPL 2020

দুবাইয়ে IPL আয়োজন করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
author img

By

Published : Jul 15, 2020, 9:27 PM IST

মুম্বই, 15 জুলাই : ক্রিকেট ফ্যানদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে IPL আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 17 জুলাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

বোর্ডের এই পরিকল্পনা ফাঁস হয়েছে একটি ঘটনায় ৷ ছয় সপ্তাহের জন্য কোহলি ব্রিগেডকে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে BCCI ৷ এত জায়গা থাকতে দুবাই কেন ? এই প্রশ্নেই IPL নিয়ে বোর্ডের ভাবনা প্রকাশ্যে এসেছে ৷ যদিও টি-20 বিশ্বকাপ নিয়ে ICC এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ৷ যা শোনা যাচ্ছে তাতে কুড়ি বিশের বিশ্বকাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি ৷ আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই IPL নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে IPL করতে মরিয়া BCCI দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে ৷ সেক্ষেত্রে প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরশাহী ৷

চারমাস ধরে বাড়িতে বন্দী ক্রিকেটারদের জন্য তাই মাস দেড়েকের একটি শর্ট ক্যাম্প আয়োজন করতে চায় বোর্ড ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, "মুম্বইয়ের পরিস্থিতি নাটকীয়ভাবে না বদলালে এবারের IPL সংযুক্ত আরব আমিরশাহীতেই হচ্ছে ৷ তাই দুবাইয়ে অনুশীলন ক্যাম্প আয়োজন করাটা একেবারে যথার্থ হবে ৷"

মুম্বই, 15 জুলাই : ক্রিকেট ফ্যানদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে IPL আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 17 জুলাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

বোর্ডের এই পরিকল্পনা ফাঁস হয়েছে একটি ঘটনায় ৷ ছয় সপ্তাহের জন্য কোহলি ব্রিগেডকে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে BCCI ৷ এত জায়গা থাকতে দুবাই কেন ? এই প্রশ্নেই IPL নিয়ে বোর্ডের ভাবনা প্রকাশ্যে এসেছে ৷ যদিও টি-20 বিশ্বকাপ নিয়ে ICC এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ৷ যা শোনা যাচ্ছে তাতে কুড়ি বিশের বিশ্বকাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি ৷ আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই IPL নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে IPL করতে মরিয়া BCCI দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে ৷ সেক্ষেত্রে প্রথম পছন্দ সংযুক্ত আরব আমিরশাহী ৷

চারমাস ধরে বাড়িতে বন্দী ক্রিকেটারদের জন্য তাই মাস দেড়েকের একটি শর্ট ক্যাম্প আয়োজন করতে চায় বোর্ড ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, "মুম্বইয়ের পরিস্থিতি নাটকীয়ভাবে না বদলালে এবারের IPL সংযুক্ত আরব আমিরশাহীতেই হচ্ছে ৷ তাই দুবাইয়ে অনুশীলন ক্যাম্প আয়োজন করাটা একেবারে যথার্থ হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.