ETV Bharat / sports

নিয়মের জাঁতাকলে 'বাদ' সচিন, সৌরভ ; কোচের দৌড়ে এগিয়ে শাস্ত্রীই ! - sourav ganguly

ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর প্রতি বিশ্বাস এখনও অটুট BCCI-এর । জানালেন এক BCCI কর্তা ।

শাস্ত্রী
author img

By

Published : Jul 18, 2019, 7:08 AM IST

মুম্বই, 18 জুলাই : বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছে সেমিফাইনালেই । ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর প্রতি বিশ্বাস এখনও অটুট BCCI-এর । জানালেন এক BCCI কর্তা । নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, "রবি এই দলের জন্য যা করেছে সব ঠিক । ওরা টেস্টে 1 নম্বর । ওয়া‌নডে-তেও 2 নম্বর । ইংল্যান্ডের আগে ওরাই প্রথমস্থানে ছিল । একটা খারাপ ম্যাচেই কেউ খারাপ কোচ হয়ে যায় না । যদি আবার আবেদন করে, ওই প্রাধান্য পাবে ।"

BCCI-এর থেকে 8 কোটি টাকারও বেশি রোজগার করা রবি শাস্ত্রীর আশা তাঁকে ফের সুযোগ দেওয়া হবে । তাই কোচ পদে আবেদন করবেন তিনি । এদিকে বোলিং কোচ ভরত অরুণও আবেদন করবেন । এবারে ভারতীয় দলের প্রধান কোচ বেছে নেওয়ার দায়িত্ব ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির । বর্তমানে কমিটির শীর্ষে রয়েছেন কপিল দেব । অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামীও কমিটিতে রয়েছেন ।

মঙ্গলবার সাতটি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে BCCI । প্রধান কোচ ছাড়া বাকি পদগুলি হল ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজ়িওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক ম্যানেজার । আবেদনের শেষ তারিখ 30 জুলাই ।

এদিকে কোচ হওয়া তো দূরের কথা, কোচ পদের জন্য আবেদনই করতে পারবেন না সচিন, সৌরভ, লক্ষ্মণ, সেহওয়াগদের মতো প্রাক্তন তারকারা । অনিল কুম্বলে যদি ফিরতে চান, নিয়মের জাঁতাকলে আটকে যাবেন তিনি । কারণ এবার ভারতের কোচ হতে গেলে প্রথম শর্ত কোনও টেস্ট খেলিয়ে ICC-র পূর্ণ সদস্য দলকে অন্তত দু'বছরের জন্য কোচিং করাতে হবে । অথবা IPL বা ঘরোয়া কোনও দলের হেড কোচের দায়িত্ব পালন করতে হবে তিন বছর । গতবার শাস্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরলেও এবার আর তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না বীরেন্দ্র সেহওয়াগ ।

এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট কোহলিকে কেবল টেস্টের জন্য অধিনায়ক রেখে দিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের অধিনায়ক করা হতে পারে ।

মুম্বই, 18 জুলাই : বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছে সেমিফাইনালেই । ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর প্রতি বিশ্বাস এখনও অটুট BCCI-এর । জানালেন এক BCCI কর্তা । নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, "রবি এই দলের জন্য যা করেছে সব ঠিক । ওরা টেস্টে 1 নম্বর । ওয়া‌নডে-তেও 2 নম্বর । ইংল্যান্ডের আগে ওরাই প্রথমস্থানে ছিল । একটা খারাপ ম্যাচেই কেউ খারাপ কোচ হয়ে যায় না । যদি আবার আবেদন করে, ওই প্রাধান্য পাবে ।"

BCCI-এর থেকে 8 কোটি টাকারও বেশি রোজগার করা রবি শাস্ত্রীর আশা তাঁকে ফের সুযোগ দেওয়া হবে । তাই কোচ পদে আবেদন করবেন তিনি । এদিকে বোলিং কোচ ভরত অরুণও আবেদন করবেন । এবারে ভারতীয় দলের প্রধান কোচ বেছে নেওয়ার দায়িত্ব ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির । বর্তমানে কমিটির শীর্ষে রয়েছেন কপিল দেব । অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামীও কমিটিতে রয়েছেন ।

মঙ্গলবার সাতটি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে BCCI । প্রধান কোচ ছাড়া বাকি পদগুলি হল ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজ়িওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক ম্যানেজার । আবেদনের শেষ তারিখ 30 জুলাই ।

এদিকে কোচ হওয়া তো দূরের কথা, কোচ পদের জন্য আবেদনই করতে পারবেন না সচিন, সৌরভ, লক্ষ্মণ, সেহওয়াগদের মতো প্রাক্তন তারকারা । অনিল কুম্বলে যদি ফিরতে চান, নিয়মের জাঁতাকলে আটকে যাবেন তিনি । কারণ এবার ভারতের কোচ হতে গেলে প্রথম শর্ত কোনও টেস্ট খেলিয়ে ICC-র পূর্ণ সদস্য দলকে অন্তত দু'বছরের জন্য কোচিং করাতে হবে । অথবা IPL বা ঘরোয়া কোনও দলের হেড কোচের দায়িত্ব পালন করতে হবে তিন বছর । গতবার শাস্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরলেও এবার আর তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না বীরেন্দ্র সেহওয়াগ ।

এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট কোহলিকে কেবল টেস্টের জন্য অধিনায়ক রেখে দিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের অধিনায়ক করা হতে পারে ।

Lucknow (Uttar Pradesh), Jul 18 (ANI): Uttar Pradesh Governor Ram Naik unveiled the statue of Swami Vivekananda in Raj Bhavan, Lucknow. UP Chief Minister Yogi Adityanath was also present at the occasion. UP Raj Bhavan is the first governor's residence in the country to have a statue of Swami Vivekananda.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.