ETV Bharat / sports

অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা, রাজ্য ক্রিকেট সংস্থাগুলির জন্য SOP জারি BCCI-এর - ঘরোয়া ক্রিকেট পুনরায় শুরুর অনুমতি দিল BCCI

অনুশীলন ও অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ পুনরায় শুরু করতে পারবে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি ৷ তবে কিছু বিধিনিষেধ মেনে ৷ এর জন্য SOP জারি করল BCCI ৷

sports
sports
author img

By

Published : Aug 3, 2020, 8:33 AM IST

Updated : Aug 4, 2020, 9:54 AM IST

মুম্বই, 3 অগাস্ট : দামামা বেজে গেছে IPL-এর ৷ 19 সেপ্টেম্বর মরুদেশে ব্যাটে-বলে ঝড় তুলবে দেশ-বিদেশের ক্রিকেটাররা ৷ তারই মধ্যে রাজ্য সংস্থাগুলিকে পুনরায় ঘরোয়া ক্রিকেট শুরুর অনুমতি দিয়ে SOP জারি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এখন থেকে রাজ্য সংস্থাগুলি অনুশীলন ও নানাবিধ ক্রিকেটীয় কার্যকলাপ শুরু করতে পারবে ৷ তা অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে ৷ যদিও এর জন্য রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নেওয়ার কথা বলেছে BCCI ৷

কোরোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেট শুরুর লক্ষে BCCI-এর জারি করা সেই 100 পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ( SOP )-এ রাজ্য সংস্থাগুলিকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেগুলি হল-

অনুশীলনের SOP
অনুশীলনের SOP

1. মেডিকেল স্টাফসহ একজিন চিফ মেডিকেল অফিসার নিয়োগ করতে হবে ৷ যাঁরা অনুশীলন ও ম্যাচ চলাকালীন জৈব সুরক্ষা নির্দেশিকা মেনে কাজ করবেন ৷

2. অনুশীলন বা অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ শুরুর আগে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নিতে হবে ৷

3. জৈব সুরক্ষিত পরিবেশে ঘরোয়া ক্রিকেট শুরু করার কথা থাকলেও নির্দেশিকা অনুযায়ী অল্প সংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া যাবে ৷ অবশ্যই সেটা COVID-19 প্রোটোকল মেনেই ৷

4. অনুশীলনে ফেরার আগে প্রতিটি রাজ্য সংস্থার মেডিকেল টিমের কাছে খেলোয়াড় ও স্টাফদের অন্তত দু'সপ্তাহের ট্রাভেল ও মেডিকেল হিস্ট্রি জানাতে হবে ৷ অনলাইনের মাধ্যমেই এই কাজ সম্পন্ন হবে ৷

5. কোনেও খেলোয়াড় বা স্টাফের মৃদু কোরোনা উপসর্গ দেখা দিলেই PCR টেস্ট করাতে হবে ৷

6. দু'টি টেস্ট হবে ৷ দু'টি পরীক্ষারই ফল নেগেটিভ এলে তবেই অনুশীলন ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হবে ৷

7. খেলোয়াড়, স্টাফসহ সকলকেই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে ৷

8. জনবহুল জায়গায় প্রতিটি খেলোয়াড় ও স্টাফের রেসপিরেটর ভালভ ছাড়া N-95 মাস্ক ব্যবহার আবশ্যিক ৷ বাড়ি থেকে বেরোনো ও ক্যাম্পে পৌঁছানো পর্যন্ত মাস্ক পরে থাকতে হবে ৷ তবে অনুশীলনের সময় মাস্ক পরাটা আবশ্যিক নয় ৷

9. অনুশীলনে ফেরার আগে সম্মতিসূচক ফর্মে সই করতে হবে ৷ ICC-র নির্দেশিকাতেও এটি রয়েছে ৷

10. তবে ষাট বছরের ঊর্ধ্বে থাকা কোনও স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফকে ক্যাম্পে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে ৷ এছাড়া ইমিউনিটি কম, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে ৷

11. অ্যাকাডেমি বা হোটেলের জিমন্যাসিয়াম, সুইমিং পুল, স্টিম ও সাউনা ব্যবহার করতে পারবেন না ক্রিকেটার ও স্টাফরা ৷

মুম্বই, 3 অগাস্ট : দামামা বেজে গেছে IPL-এর ৷ 19 সেপ্টেম্বর মরুদেশে ব্যাটে-বলে ঝড় তুলবে দেশ-বিদেশের ক্রিকেটাররা ৷ তারই মধ্যে রাজ্য সংস্থাগুলিকে পুনরায় ঘরোয়া ক্রিকেট শুরুর অনুমতি দিয়ে SOP জারি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ এখন থেকে রাজ্য সংস্থাগুলি অনুশীলন ও নানাবিধ ক্রিকেটীয় কার্যকলাপ শুরু করতে পারবে ৷ তা অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে ৷ যদিও এর জন্য রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নেওয়ার কথা বলেছে BCCI ৷

কোরোনা পরবর্তী ঘরোয়া ক্রিকেট শুরুর লক্ষে BCCI-এর জারি করা সেই 100 পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ( SOP )-এ রাজ্য সংস্থাগুলিকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেগুলি হল-

অনুশীলনের SOP
অনুশীলনের SOP

1. মেডিকেল স্টাফসহ একজিন চিফ মেডিকেল অফিসার নিয়োগ করতে হবে ৷ যাঁরা অনুশীলন ও ম্যাচ চলাকালীন জৈব সুরক্ষা নির্দেশিকা মেনে কাজ করবেন ৷

2. অনুশীলন বা অন্যান্য ক্রিকেটীয় কার্যকলাপ শুরুর আগে স্থানীয় প্রশাসনের অনুমতি চেয়ে নিতে হবে ৷

3. জৈব সুরক্ষিত পরিবেশে ঘরোয়া ক্রিকেট শুরু করার কথা থাকলেও নির্দেশিকা অনুযায়ী অল্প সংখ্যক দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া যাবে ৷ অবশ্যই সেটা COVID-19 প্রোটোকল মেনেই ৷

4. অনুশীলনে ফেরার আগে প্রতিটি রাজ্য সংস্থার মেডিকেল টিমের কাছে খেলোয়াড় ও স্টাফদের অন্তত দু'সপ্তাহের ট্রাভেল ও মেডিকেল হিস্ট্রি জানাতে হবে ৷ অনলাইনের মাধ্যমেই এই কাজ সম্পন্ন হবে ৷

5. কোনেও খেলোয়াড় বা স্টাফের মৃদু কোরোনা উপসর্গ দেখা দিলেই PCR টেস্ট করাতে হবে ৷

6. দু'টি টেস্ট হবে ৷ দু'টি পরীক্ষারই ফল নেগেটিভ এলে তবেই অনুশীলন ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হবে ৷

7. খেলোয়াড়, স্টাফসহ সকলকেই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে ৷

8. জনবহুল জায়গায় প্রতিটি খেলোয়াড় ও স্টাফের রেসপিরেটর ভালভ ছাড়া N-95 মাস্ক ব্যবহার আবশ্যিক ৷ বাড়ি থেকে বেরোনো ও ক্যাম্পে পৌঁছানো পর্যন্ত মাস্ক পরে থাকতে হবে ৷ তবে অনুশীলনের সময় মাস্ক পরাটা আবশ্যিক নয় ৷

9. অনুশীলনে ফেরার আগে সম্মতিসূচক ফর্মে সই করতে হবে ৷ ICC-র নির্দেশিকাতেও এটি রয়েছে ৷

10. তবে ষাট বছরের ঊর্ধ্বে থাকা কোনও স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফকে ক্যাম্পে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে ৷ এছাড়া ইমিউনিটি কম, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে ৷

11. অ্যাকাডেমি বা হোটেলের জিমন্যাসিয়াম, সুইমিং পুল, স্টিম ও সাউনা ব্যবহার করতে পারবেন না ক্রিকেটার ও স্টাফরা ৷

Last Updated : Aug 4, 2020, 9:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.