ETV Bharat / sports

চারদিনের টেস্টের প্রস্তাব নিয়ে অধিনায়ক-কোচের পাশে ভারতীয় বোর্ড - চার দিনের টেস্টে মত নেই BCCI -এর

ICC -র প্রস্তাবিত চারদিনের টেস্ট নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ একই সঙ্গে এই বিষয়ে ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গেই আছে বোর্ড ৷

image
ভারতীয় বোর্ড
author img

By

Published : Jan 10, 2020, 5:52 PM IST

মুম্বই, 10 জানুয়ারি : ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সুরেই সুর মেলাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ICC-র প্রস্তাবিত চারদিনের টেস্টে মত নেই BCCI -এর ৷

মিডিয়াকে BCCI-এর তরফ থেকে জানানো হয়, বোর্ডের পুরস্কার বিরতণী অনুষ্ঠানে আগামী 12 জানুয়ারি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডর সঙ্গে এই বিষয়ে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

image
ভারত অধিনায়ক ও কোচ

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘‘এই বিষয়ে আলোচনার প্রয়োজন ৷ আমরা CA, ECB ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আছি ৷ এছাড়া ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসির মতামত চাওয়া হবে ৷’’

কোহলি ইতিমধ্যেই এই বিষয়ে তাঁর মতামত জানিয়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আমার মতে টেস্ট ক্রিকেটকে পরিবর্তন করা উচিত নয় ৷’’ কোচ শাস্ত্রী আরও একধাপ এগিয়ে বলেন, ‘‘এই প্রস্তাবটা নির্বুদ্ধিতার পরিচয় ৷’’

মুম্বই, 10 জানুয়ারি : ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সুরেই সুর মেলাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ICC-র প্রস্তাবিত চারদিনের টেস্টে মত নেই BCCI -এর ৷

মিডিয়াকে BCCI-এর তরফ থেকে জানানো হয়, বোর্ডের পুরস্কার বিরতণী অনুষ্ঠানে আগামী 12 জানুয়ারি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডর সঙ্গে এই বিষয়ে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

image
ভারত অধিনায়ক ও কোচ

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘‘এই বিষয়ে আলোচনার প্রয়োজন ৷ আমরা CA, ECB ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আছি ৷ এছাড়া ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসির মতামত চাওয়া হবে ৷’’

কোহলি ইতিমধ্যেই এই বিষয়ে তাঁর মতামত জানিয়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আমার মতে টেস্ট ক্রিকেটকে পরিবর্তন করা উচিত নয় ৷’’ কোচ শাস্ত্রী আরও একধাপ এগিয়ে বলেন, ‘‘এই প্রস্তাবটা নির্বুদ্ধিতার পরিচয় ৷’’

New Delhi, Jan 10(ANI): The Reserve Bank of India announced the auction of 63-Day Government of India Cash Management Bill. Auction will be conducted using 'Multiple Price Auction' method. Competitive bids for the auction will be submitted in electronic format on E-Kuber between 10:30 am and 12:00 noon and the result of the auction will be announced on the same day. Cash Management Bills are short term bills issued by the Central Government to meet its immediate cash needs.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.