মুম্বই, 14 জুলাই: রাহুল জোহরির পদত্যাগের পর অন্তবর্তীকালীন CEO হিসেবে হেমাঙ্গ আমিনকে নিযুক্ত করল BCCI ৷ হেমাঙ্গ এতদিন IPL-এর চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন ৷ যতদিন না নতুন CEO নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত BCCI-এর CEO পদে কাজ করবেন হেমাঙ্গ ৷
গত বৃহস্পতিবার রাহুল জোহরির পদত্যাগ স্বীকার করে বোর্ড অফিশিয়ালরা ৷ তারপরই অন্তর্বর্তীকালীন CEO হিসেবে আমিনকে নিয়োগ করার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এই বিষয়ে BCCI-এর তরফে জানানো হয়েছে, "এই পদের চার্জ নেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হলেন হেমাঙ্গ আমিন ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডে হেমাঙ্গের অবদান রাহুল জোহরির থেকে কয়েকগুণ বেশি ৷ বোর্ডের হয়ে যতরকম কমার্শিয়াল ডিল হয়েছে তাতে ওর অবদান পূর্ণমাত্রায় রয়েছে ৷" গত দুবছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করছেন হেমাঙ্গ ৷
গতবছর পুলওয়ামার ঘটনার কারণে জাঁকজমকভাবে IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান করেনি BCCI ৷ তার পরিবর্তে পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারগুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বোর্ড ৷ এই ভাবনা প্রথমে এসেছিল হেমাঙ্গের মাথায় ৷