ETV Bharat / sports

প্রেসিডেন্টকে গালিগালাজ ! HCA কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ আজহারউদ্দিনের - Azharuddin files police complaint against Hyderabad Cricket Association employee for 'verbal abuse'

ঝামেলার সূত্রপাত ইউসুফ নামে সংস্থার এক কর্মীর ইনক্রিমেন্ট নিয়ে । পুলিশ সূত্রে খবর, সচিব ও কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়ালকে অন্ধকারে রেখে সরাসরি প্রেসিডেন্টের থেকে ইনক্রিমেন্ট অ্যাপ্রভ করিয়ে নিয়েছিলেন ইউসুফ নামে ওই কর্মী ।

Azharuddin
Azharuddin
author img

By

Published : Sep 9, 2020, 12:40 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর : খোদ সভাপতির উদ্দেশে কটূকথা, গালিগালাজ ! হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন অধিনায়ক তথা HCA প্রেসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন । মঙ্গলবার জানিয়েছেন ক্রিকেট সংস্থার এক কর্তা ।

ঝামেলার সূত্রপাত ইউসুফ নামে সংস্থার এক কর্মীর ইনক্রিমেন্ট নিয়ে । পুলিশ সূত্রে খবর, সচিব ও কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়ালকে অন্ধকারে রেখে সরাসরি প্রেসিডেন্টের থেকে ইনক্রিমেন্ট অ্যাপ্রুভ করিয়ে নিয়েছিলেন ইউসুফ নামে ওই কর্মী । এই বিষয়ে আগরওয়াল ইউসুফকে প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । পরে বিষয়টির মধ্যে ঢুকে আগরওয়াল ও ইউসুফ দুজনকেই কটূ কথা বলেন মইজ নামে অন্য এক কর্মী । এমনকী সভাপতি আজহারউদ্দিনের উদ্দেশে খারাপ কথা বলেন । পরে ঘটনাটি সম্পর্কে আজহারউদ্দিন কে জানায় ইউসুফ ।

তবে পুলিশ জানিয়েছে, সংস্থার সভাপতি আজহারউদ্দিনকে খারাপ কথা বলা হয়েছে তা জেরায় কেউ স্বীকার করেনি ।

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর : খোদ সভাপতির উদ্দেশে কটূকথা, গালিগালাজ ! হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রাক্তন অধিনায়ক তথা HCA প্রেসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিন । মঙ্গলবার জানিয়েছেন ক্রিকেট সংস্থার এক কর্তা ।

ঝামেলার সূত্রপাত ইউসুফ নামে সংস্থার এক কর্মীর ইনক্রিমেন্ট নিয়ে । পুলিশ সূত্রে খবর, সচিব ও কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়ালকে অন্ধকারে রেখে সরাসরি প্রেসিডেন্টের থেকে ইনক্রিমেন্ট অ্যাপ্রুভ করিয়ে নিয়েছিলেন ইউসুফ নামে ওই কর্মী । এই বিষয়ে আগরওয়াল ইউসুফকে প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । পরে বিষয়টির মধ্যে ঢুকে আগরওয়াল ও ইউসুফ দুজনকেই কটূ কথা বলেন মইজ নামে অন্য এক কর্মী । এমনকী সভাপতি আজহারউদ্দিনের উদ্দেশে খারাপ কথা বলেন । পরে ঘটনাটি সম্পর্কে আজহারউদ্দিন কে জানায় ইউসুফ ।

তবে পুলিশ জানিয়েছে, সংস্থার সভাপতি আজহারউদ্দিনকে খারাপ কথা বলা হয়েছে তা জেরায় কেউ স্বীকার করেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.