ETV Bharat / sports

স্মিথের ব্যাটে অ্যাসেজ অজ়িদের - steve smith in ashes

অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে 185 রানে জয় পেল ক্যাঙারু বাহিনী । সেইসঙ্গে এগিয়ে গেল 2-1 ব্যবধানে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 9, 2019, 1:07 AM IST

Updated : Sep 9, 2019, 7:48 AM IST

ওল্ট ট্র্যাফোর্ড, 9 সেপ্টেম্বর : অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে 185 রানে জয় পেল ক্যাঙারু বাহিনী । সেইসঙ্গে এগিয়ে গেল 2-1 ব্যবধানে । হাতে আর মাত্র একটি টেস্ট । সেই টেস্ট ইংল্যান্ড জিতলেও তাদের সিরিজ় জেতার সম্ভাবনা নেই । এদিকে, 2017 সালে শেষবার হওয়া অ্যাসেজে 4-0 ব্যবধানে জয়ী হয়েছিল অজ়িরা ।

ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া চতুর্থ টেস্টে প্রথম থেকেই আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার । প্রথম ইনিংসে তারা তোলে 497 রান । সৌজন্যে স্টিভ স্মিথের দুর্ধর্ষ 211 । জবাবে ব্যাট করতে নেমে 301 তুলতে সক্ষম হয় ইংল্যান্ড । বার্নস 81 ও রুট 71 রান করেন । শেষদিকে বাটলারের 41 তাদের 300 পেরোতে সাহায্য করে । অজ়ি বোলারদের মধ্যে হেজ়লেউড 4টি, স্টার্ক ও কামিন্স 3টি করে উইকেট দখল করেন । প্রথম ইনিংস শেষে 196 রানে এগিয়ে ছিল পেইনের দল ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডেভিড ওয়ার্নার । তবে, স্টিভ স্মিথের সৌজন্যে এযাত্রাতেও পার পায় অজ়িবাহিনী । দ্বিতীয় ইনিংসে স্মিথ করেন 82 রান । শেষপর্যন্ত 186 রানে (6 উইকেট) ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক পেইন ।

smith
স্টিভ স্মিথ

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 383 রান । 197 রানে অলআউট হয়ে যায় রুট বাহিনী । জো ডেনলি বাদে কেউই 50 টপকাতে পারেননি । রয় 31, রুট 0, স্টোকস 1, বাটলার 34 করে আউট হন । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 4টি, হেজ়লেউড ও লিয়ঁ 2টি করে উইকেট নেন । এছাড়া স্টার্ক ও লেবুশানে 1টি করে উইকেট দখল করেন । 185 রানে জয়ী হয় অস্ট্রেলিয়া ।

দুই ইনিংসেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ ।

ওল্ট ট্র্যাফোর্ড, 9 সেপ্টেম্বর : অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে 185 রানে জয় পেল ক্যাঙারু বাহিনী । সেইসঙ্গে এগিয়ে গেল 2-1 ব্যবধানে । হাতে আর মাত্র একটি টেস্ট । সেই টেস্ট ইংল্যান্ড জিতলেও তাদের সিরিজ় জেতার সম্ভাবনা নেই । এদিকে, 2017 সালে শেষবার হওয়া অ্যাসেজে 4-0 ব্যবধানে জয়ী হয়েছিল অজ়িরা ।

ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া চতুর্থ টেস্টে প্রথম থেকেই আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার । প্রথম ইনিংসে তারা তোলে 497 রান । সৌজন্যে স্টিভ স্মিথের দুর্ধর্ষ 211 । জবাবে ব্যাট করতে নেমে 301 তুলতে সক্ষম হয় ইংল্যান্ড । বার্নস 81 ও রুট 71 রান করেন । শেষদিকে বাটলারের 41 তাদের 300 পেরোতে সাহায্য করে । অজ়ি বোলারদের মধ্যে হেজ়লেউড 4টি, স্টার্ক ও কামিন্স 3টি করে উইকেট দখল করেন । প্রথম ইনিংস শেষে 196 রানে এগিয়ে ছিল পেইনের দল ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডেভিড ওয়ার্নার । তবে, স্টিভ স্মিথের সৌজন্যে এযাত্রাতেও পার পায় অজ়িবাহিনী । দ্বিতীয় ইনিংসে স্মিথ করেন 82 রান । শেষপর্যন্ত 186 রানে (6 উইকেট) ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক পেইন ।

smith
স্টিভ স্মিথ

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 383 রান । 197 রানে অলআউট হয়ে যায় রুট বাহিনী । জো ডেনলি বাদে কেউই 50 টপকাতে পারেননি । রয় 31, রুট 0, স্টোকস 1, বাটলার 34 করে আউট হন । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 4টি, হেজ়লেউড ও লিয়ঁ 2টি করে উইকেট নেন । এছাড়া স্টার্ক ও লেবুশানে 1টি করে উইকেট দখল করেন । 185 রানে জয়ী হয় অস্ট্রেলিয়া ।

দুই ইনিংসেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ ।

Mumbai, Sep 16 (ANI): Mumbai may be drenched in water but there is a Ganpati Bappa who is chilling at -10 degree Celsius in Mumbai. Unique lord Ganesha idol was made using 500 kilogram of natural ice. Ganesha idols made of ice attracting several devotees. This year's theme was also based on the Indian moon mission Chandrayaan-2.
Last Updated : Sep 9, 2019, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.