ওল্ট ট্র্যাফোর্ড, 9 সেপ্টেম্বর : অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে 185 রানে জয় পেল ক্যাঙারু বাহিনী । সেইসঙ্গে এগিয়ে গেল 2-1 ব্যবধানে । হাতে আর মাত্র একটি টেস্ট । সেই টেস্ট ইংল্যান্ড জিতলেও তাদের সিরিজ় জেতার সম্ভাবনা নেই । এদিকে, 2017 সালে শেষবার হওয়া অ্যাসেজে 4-0 ব্যবধানে জয়ী হয়েছিল অজ়িরা ।
ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া চতুর্থ টেস্টে প্রথম থেকেই আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার । প্রথম ইনিংসে তারা তোলে 497 রান । সৌজন্যে স্টিভ স্মিথের দুর্ধর্ষ 211 । জবাবে ব্যাট করতে নেমে 301 তুলতে সক্ষম হয় ইংল্যান্ড । বার্নস 81 ও রুট 71 রান করেন । শেষদিকে বাটলারের 41 তাদের 300 পেরোতে সাহায্য করে । অজ়ি বোলারদের মধ্যে হেজ়লেউড 4টি, স্টার্ক ও কামিন্স 3টি করে উইকেট দখল করেন । প্রথম ইনিংস শেষে 196 রানে এগিয়ে ছিল পেইনের দল ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ডেভিড ওয়ার্নার । তবে, স্টিভ স্মিথের সৌজন্যে এযাত্রাতেও পার পায় অজ়িবাহিনী । দ্বিতীয় ইনিংসে স্মিথ করেন 82 রান । শেষপর্যন্ত 186 রানে (6 উইকেট) ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক পেইন ।
জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 383 রান । 197 রানে অলআউট হয়ে যায় রুট বাহিনী । জো ডেনলি বাদে কেউই 50 টপকাতে পারেননি । রয় 31, রুট 0, স্টোকস 1, বাটলার 34 করে আউট হন । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 4টি, হেজ়লেউড ও লিয়ঁ 2টি করে উইকেট নেন । এছাড়া স্টার্ক ও লেবুশানে 1টি করে উইকেট দখল করেন । 185 রানে জয়ী হয় অস্ট্রেলিয়া ।
দুই ইনিংসেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ ।