মেলবোর্ন, 29 ডিসেম্বর : বক্সিং ডে টেস্ট জয়ের আনন্দের মাঝেই জোর ধাক্কা ভারতীয় শিবিরে । কাফ মাসলে চোটের কারণে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তারকা পেসার উমেশ যাদব । যদিও এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি । তবে সূত্রের খবর, সিরিজের চতুর্থ টেস্টে সম্পূর্ণ সুস্থ উমেশকে চাইছে বোর্ড । তাই তৃতীয় টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না । উমেশ এর পরিবর্তে সিডনিতে অভিষেক হতে পারে সীমিত ওভারে দারুণ পারফর্ম দেওয়া টি নটরাজনের ।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পায়ে চোট পান উমেশ । ফিজিওর সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি । যা দেখে চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবিরে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করে । কারণ ইশান্ত, শামির অনুপস্থিতিতে উমেশকে দলের ভীষণ প্রয়োজন । তবে কাফ মাসলের চোট নিয়ে 7 ডিসেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে উমেশকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড । উমেশ নিজেও তা চাইছেন না । 100 শতাংশ সুস্থ হয়ে ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচে নামতে চাইছেন । 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট । তার আগে দুই সপ্তাহ সময় পাচ্ছেন ভারতীয় পেসার ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারে দারুণ পারফর্ম করেছিলেন টি নটরাজন । হাতে বিকল্প কম থাকায় তামিলনাড়ুর এই পেসারকেই টেস্ট টিমে অন্তর্ভুক্ত করতে পারে ভারতীয় বোর্ড ।