ETV Bharat / sports

"ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের শারীরিক সম্পর্ক করার কথা বলা সবচেয়ে ভুল ছিল"

ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের শারীরিক সম্পর্ক করার কথা বলা সবচেয়ে ভুল ছিল । নিজের বইয়ে একথা লিখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন । তবে তিনি বলেন, ম্যাচের আগে শারীরিক সম্পর্কের লাভ নিয়ে তথ্য দিতে গিয়ে রসিকতা করে একথা বলেছিলেন ।

প্যাডি আপটন
author img

By

Published : May 16, 2019, 6:25 AM IST

মুম্বই, ১৬ মে : তাঁর বইয়ের একাধিক বিষয় নিয়ে বিতর্ক বেধেছে । ওই বইয়েই নিজের পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন । আর সেই ভুল হল ভারতীয় ক্রিকেটারদের ম্যাচের আগে শারীরিক সম্পর্ক করার কথা বলা । তবে আপটনের বক্তব্য, ম্যাচের আগে শারীরিক সম্পর্কের লাভ নিয়ে তথ্য দিতে গিয়ে রসিকতা করে একথা বলেছিলেন তিনি ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই মনোবিদ নিজের বই 'দা বেয়ারফুট কোচ'-এ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নানা কথা তুলে ধরেছেন । ওই বইয়ের 'ইগো অ্যান্ড মাই গ্রেটেস্ট প্রফেশনাল এরর' চ্যাপ্টারে পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা উল্লেখ করেছেন তিনি । সেখানে লিখেছেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটারদের কিছু তথ্য দেওয়ার জন্য একটি ডকুমেন্ট তৈরি করেছিলেন । সেখানে ম্যাচের আগের শারীরিক সম্পর্কের লাভ নিয়ে কিছু তথ্য লিখেছিলেন ।

বইয়ে আপটন লিখেছেন, "শারীরিক সম্পর্কের জেরে কি ক্রিকেট মাঠে পারফরম্যান্স ভালো হয় ? উত্তর হ্যাঁ । তাই এগিয়ে যাও । এটাই আকর্ষণীয় উত্তর যা প্রত্যেকে শুনতে চায় ।"

আপটনের বক্তব্য, "প্লেয়ারদের কিছু করার জন্য আমি বলিনি । আমি শুধু তথ্য শেয়ার করেছিলাম । তথ্যটা বাদ দিয়ে প্লেয়ারদের যে জোকস আমি বলেছিলাম সেটাই শুধু মিডিয়া সামনে আনে । ওই জোকস করা আমার ভুল ছিল । ওটা আমার পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুল ।"

ভারতীয় দলের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনেরও বিষয়টি খারাপ লেগেছিল । মিডিয়ায় হাসির পাত্র হয়ে ওঠেন আপটন । এরপর বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি ।

ওই বইয়ে একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে । প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দুর্বল মন ছিল বলে বইয়ে লিখেছেন তিনি। আবার ২০১৩ সালে IPL-এ রাজস্থান রয়্যালসের টিম থেকে বাদ পড়ে নাকি অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দিকে তেড়ে গিয়েছিলেন এস শ্রীসন্থ । সেইসময় রাজস্থান রয়্যালসের হেড কোচ ছিলেন আপটন (এবছরও রাজস্থান রয়্যালসের হেড কোচ তিনি) । শ্রীসন্থ অবশ্য আপটনের বক্তব্য খারিজ করে দেন । রাজস্থান রয়্যালসের হেড কোচকে মিথ্যেবাদী বলেন ।

মুম্বই, ১৬ মে : তাঁর বইয়ের একাধিক বিষয় নিয়ে বিতর্ক বেধেছে । ওই বইয়েই নিজের পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন । আর সেই ভুল হল ভারতীয় ক্রিকেটারদের ম্যাচের আগে শারীরিক সম্পর্ক করার কথা বলা । তবে আপটনের বক্তব্য, ম্যাচের আগে শারীরিক সম্পর্কের লাভ নিয়ে তথ্য দিতে গিয়ে রসিকতা করে একথা বলেছিলেন তিনি ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই মনোবিদ নিজের বই 'দা বেয়ারফুট কোচ'-এ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নানা কথা তুলে ধরেছেন । ওই বইয়ের 'ইগো অ্যান্ড মাই গ্রেটেস্ট প্রফেশনাল এরর' চ্যাপ্টারে পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা উল্লেখ করেছেন তিনি । সেখানে লিখেছেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেটারদের কিছু তথ্য দেওয়ার জন্য একটি ডকুমেন্ট তৈরি করেছিলেন । সেখানে ম্যাচের আগের শারীরিক সম্পর্কের লাভ নিয়ে কিছু তথ্য লিখেছিলেন ।

বইয়ে আপটন লিখেছেন, "শারীরিক সম্পর্কের জেরে কি ক্রিকেট মাঠে পারফরম্যান্স ভালো হয় ? উত্তর হ্যাঁ । তাই এগিয়ে যাও । এটাই আকর্ষণীয় উত্তর যা প্রত্যেকে শুনতে চায় ।"

আপটনের বক্তব্য, "প্লেয়ারদের কিছু করার জন্য আমি বলিনি । আমি শুধু তথ্য শেয়ার করেছিলাম । তথ্যটা বাদ দিয়ে প্লেয়ারদের যে জোকস আমি বলেছিলাম সেটাই শুধু মিডিয়া সামনে আনে । ওই জোকস করা আমার ভুল ছিল । ওটা আমার পেশাদার জীবনের সবচেয়ে বড় ভুল ।"

ভারতীয় দলের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনেরও বিষয়টি খারাপ লেগেছিল । মিডিয়ায় হাসির পাত্র হয়ে ওঠেন আপটন । এরপর বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি ।

ওই বইয়ে একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে । প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দুর্বল মন ছিল বলে বইয়ে লিখেছেন তিনি। আবার ২০১৩ সালে IPL-এ রাজস্থান রয়্যালসের টিম থেকে বাদ পড়ে নাকি অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দিকে তেড়ে গিয়েছিলেন এস শ্রীসন্থ । সেইসময় রাজস্থান রয়্যালসের হেড কোচ ছিলেন আপটন (এবছরও রাজস্থান রয়্যালসের হেড কোচ তিনি) । শ্রীসন্থ অবশ্য আপটনের বক্তব্য খারিজ করে দেন । রাজস্থান রয়্যালসের হেড কোচকে মিথ্যেবাদী বলেন ।


New Delhi, May 15 (ANI): A man interrupted the media briefing by Congress spokesperson Pawan Khera on Wednesday. "Calling Yogi Adityanath Ajay Singh Bisht is an insult of Indian culture, Vande Mataram, Bharat mata ki jai," the man shouted while holding India's flag. He was later held by security personnel.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.