কলকাতা, 28 ফেব্রুয়ারি : আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তান দুই দেশই এশিয়া কাপে অংশগ্রহণ করবে। আজ সন্ধ্যায় এই খবর জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । 3 মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দুবাই যাচ্ছেন সৌরভ । তার আগে একথা জানালেন তিনি ৷
প্রথমে এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপ খেলবে না আগেই জানিয়েছে । এই অবস্থায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপের স্থান পরিবর্তনে সিলমোহর পড়বে ।
পাশাপাশি মহিলা T-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল ওঠায় খুশি তিনি । হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে অভিনন্দনও জানিয়েছেন। বলেন, “দারুণ ক্রিকেট খেলেছে ভারতীয় মেয়েরা। বিশ্বকাপে কোনও দল ফেভারিট ছিল না। নিজেদের ভালো দল বলে প্রমাণ করেছে। এখন দেখি কোথায় আমাদের মেয়েরা শেষ করে“ । টানা তিন ম্যাচ জিতে ভারতীয় দল ফাইনালে উঠেছে।
বিরাট কোহলির টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন নিয়েও আশাবাদী সৌরভ। বলছেন,“আগেও কামব্যাক করেছে। আমি নিশ্চিত এবারও প্রত্যাবর্তন করবে। এখনও একটা টেস্ট বাকি রয়েছে। “
সন্ধ্যাবেলায় CAB-তে পা দিয়ে সৌরভ ইডেনের পিচ পরীক্ষা করেন। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গেও কথা বলেন।
2006 সালে বাংলা রণজি ট্রফির ফাইনালে উঠলেও জিততে ব্যর্থ হয় । দুই মরশুম আগেও সেমিফাইনাল খেলেছিল তারা । চলতি রণজি ট্রফিতে ফের ঘরের মাঠে সেমিফাইনালে বাংলা । সৌরভ নিজে রণজি ট্রফি জয়ী দলের সদস্য। ইডেনে ফাইনাল ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেক দিনের কথা। দুটো ভিন্ন প্রজন্ম। এখন ফিঙ্গার ক্রস করে রাখছি মাত্র” ।