ETV Bharat / sports

"অজ়িরা লিফটে থাকলে আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল" - অশ্বিন

সিডনির এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

ashwin compalined about racism he had face in australia
ashwin compalined about racism he had face in australia
author img

By

Published : Jan 24, 2021, 10:18 AM IST

মুম্বই, 24 জানুয়ারি : শুধু সিডনির বাইশ গজেই নয়, মাঠের বাইরেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে অশ্বিনের কথোপকথনে উঠে এসেছে এই তথ্য ৷

সিডনির গ্যালারি থেকে লাগাতার ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে ধেয়ে আসছিল গালিগালাজ ৷ বর্ণবৈষ্যম্যমূলক মন্তব্যের শিকার হন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ৷ যা নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড় হয়েছে ৷ সেই বিতর্কের রেশ থামতে না থামতেই অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের প্রতি আচরণ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দেশে ফিরে এসে নিজের ইউটিউব চ্যানেলে ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে এই সিরিজ় নিয়ে আলোচনায় বসেছিলেন অশ্বিন ৷ সেই কথোপকথনে সিডনিতে ভারতীয়দের সঙ্গে বৈষম্যমূলক আচরণের আরও একটা দিক প্রকাশ্যে এসেছে ৷ তিনি সেখান জানান, অস্ট্রেলিয়া টিমের কেউ লিফটে চাপলে ভারতীয় ক্রিকেটারদের সেখানে ওঠার অনুমতি ছিল না ৷

ঘটনার বিবরণ দিয়ে অশ্বিন বলেন, "সিডনিতে পৌঁছাতেই নানা নিয়মকানুনে আমাদের রীতিমতো বন্দী করে ফেলা হয় ৷ সিডনিতে একটা অদ্ভূত ঘটনা ঘটেছে ৷ সত্যিই অদ্ভুত ৷ অস্ট্রেলিয়া এবং ভারতীয় দল উভয়েই জৈব সুরক্ষা বলয়ে রয়েছে ৷ অথচ অস্ট্রেলিয়ানরা লিফটে উঠলে আমাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হত না ৷" স্বাভাবিকভাবেই এই আচরণ খারাপ লেগেছিল ভারতীয় দলের সদস্যদের ৷ অশ্বিন বলেন, "বিস্মিত করার মতো ব্যাপার ৷ আমাদের তখন ভীষণ খারাপ লেগেছিল ৷ আমরা একই জৈব সুরক্ষা বলয়ে রয়েছি ৷ অথচ লিফট শেয়ার করা নিষিদ্ধ ! ব্যাপারটা ঠিক হজম হয়নি ৷" অশ্বিনের দাবি, অ্যাডিলেড এবং মেলবোর্নে এত কড়া কোয়ারানটিন নিয়ম ছিল না ৷ কিন্তু মেলবোর্নে সিরিজ় 1-1 হতেই নিয়মের জালে বেঁধে ফেলা হয় সফরকারী টিমকে ৷

সিডনিতে ভারতীয় দলের সঙ্গে হওয়া আচরণে হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ এখনও কোনওরকম পদক্ষেপ করা হয়নি তাদের তরফে ৷ এই অবস্থায় সফরকারী দলের সিনিয়র সদস্যের এই অভিযোগ অন্য মাত্রা যোগ করল তা বলাই যায় ৷

মুম্বই, 24 জানুয়ারি : শুধু সিডনির বাইশ গজেই নয়, মাঠের বাইরেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে অশ্বিনের কথোপকথনে উঠে এসেছে এই তথ্য ৷

সিডনির গ্যালারি থেকে লাগাতার ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে ধেয়ে আসছিল গালিগালাজ ৷ বর্ণবৈষ্যম্যমূলক মন্তব্যের শিকার হন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ৷ যা নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড় হয়েছে ৷ সেই বিতর্কের রেশ থামতে না থামতেই অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের প্রতি আচরণ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ দেশে ফিরে এসে নিজের ইউটিউব চ্যানেলে ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে এই সিরিজ় নিয়ে আলোচনায় বসেছিলেন অশ্বিন ৷ সেই কথোপকথনে সিডনিতে ভারতীয়দের সঙ্গে বৈষম্যমূলক আচরণের আরও একটা দিক প্রকাশ্যে এসেছে ৷ তিনি সেখান জানান, অস্ট্রেলিয়া টিমের কেউ লিফটে চাপলে ভারতীয় ক্রিকেটারদের সেখানে ওঠার অনুমতি ছিল না ৷

ঘটনার বিবরণ দিয়ে অশ্বিন বলেন, "সিডনিতে পৌঁছাতেই নানা নিয়মকানুনে আমাদের রীতিমতো বন্দী করে ফেলা হয় ৷ সিডনিতে একটা অদ্ভূত ঘটনা ঘটেছে ৷ সত্যিই অদ্ভুত ৷ অস্ট্রেলিয়া এবং ভারতীয় দল উভয়েই জৈব সুরক্ষা বলয়ে রয়েছে ৷ অথচ অস্ট্রেলিয়ানরা লিফটে উঠলে আমাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হত না ৷" স্বাভাবিকভাবেই এই আচরণ খারাপ লেগেছিল ভারতীয় দলের সদস্যদের ৷ অশ্বিন বলেন, "বিস্মিত করার মতো ব্যাপার ৷ আমাদের তখন ভীষণ খারাপ লেগেছিল ৷ আমরা একই জৈব সুরক্ষা বলয়ে রয়েছি ৷ অথচ লিফট শেয়ার করা নিষিদ্ধ ! ব্যাপারটা ঠিক হজম হয়নি ৷" অশ্বিনের দাবি, অ্যাডিলেড এবং মেলবোর্নে এত কড়া কোয়ারানটিন নিয়ম ছিল না ৷ কিন্তু মেলবোর্নে সিরিজ় 1-1 হতেই নিয়মের জালে বেঁধে ফেলা হয় সফরকারী টিমকে ৷

সিডনিতে ভারতীয় দলের সঙ্গে হওয়া আচরণে হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ এখনও কোনওরকম পদক্ষেপ করা হয়নি তাদের তরফে ৷ এই অবস্থায় সফরকারী দলের সিনিয়র সদস্যের এই অভিযোগ অন্য মাত্রা যোগ করল তা বলাই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.