ETV Bharat / sports

অর্পিতের 100-পূজারার 50, প্রবল চাপে বাংলা - ranji trophy final

অসুস্থবোধ করায় প্রথম দিন মাত্র আট ওভার ব্যাট করে ফিরে যান পূজারা ৷ তবে মঙ্গলবার দ্বিতীয় দিন অর্পিত ভাসাভাদার সঙ্গে মাঠে নামেন সুস্থ পূজারা ৷

arpit vasavada
অর্পিতের সেঞ্চুরি
author img

By

Published : Mar 10, 2020, 2:58 PM IST

রাজকোট, 10 মার্চ: রাজকোটের পিচকে ইতিমধ্যেই "পুওর" আখ্যা দিয়েছেন কোচ অরুণ লাল ৷ তাও রণজি ফাইনালের প্রথম দিন আকাশদীপ, শাহবাজরা বাংলাকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ৷ কিন্তু মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের আউট করার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছে না বাংলার বোলাররা ৷ সুস্থ হয়ে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা ৷ অর্পিত ভাসাভাদার সঙ্গে জুটি বেঁধে সৌরাষ্ট্রের স্কোর তিনশোর উপরে নিয়ে গেলেন পূজি ৷ সেঞ্চুরি হাঁকালেন অর্পিত ৷ অর্ধশতরানের গণ্ডি পার করলেন পূজারাও ৷ বাংলাকে চাপে রেখে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে জয়দেব উনাদকাটের দল ৷

পাঁচ উইকেট হারিয়ে 206 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সৌরাষ্ট্র ৷ অসুস্থবোধ করায় প্রথম দিন মাত্র আট ওভার ব্যাট করে ফিরে যান পূজারা ৷ তবে মঙ্গলবার দ্বিতীয় দিন অর্পিত ভাসাভাদার সঙ্গে মাঠে নামেন সুস্থ পূজারা ৷ বিপক্ষকে প্রথম ইনিংসে তিনশোর মধ্যে বেঁধে ফেলাই ছিল বাংলার উদ্দেশ্য ৷ কিন্তু অর্পিত, পূজারার সাবধানী ব্যাটিংয়ে সেই সুযোগ হয়ে ওঠেনি ৷ মধ্যাহ্নভোজের আগেই দলের রান তিনশোর উপরে নিয়ে যান দুজনে ৷ লাঞ্চের পর 256 বলে শতরান পূর্ণ করেন ভাসাভাদা ৷ সেমিফাইনালের পর ফাইনালেও বাঁ হাতি ব্যাটসম্যানের ব্যাটে রানের বৃষ্টি ৷

ব্যক্তিগত শতরান পূর্ণ করা অর্পিত এ মুহূর্তে 106 রানে অপরাজিত রয়েছেন ৷ ধীরে সুস্থে ব্যাট করলেও বড় স্কোর গড়ার দিকে এগোচ্ছেন পূজারাও ৷ 193 বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত 139 ওভারে সৌরাষ্ট্রের স্কোর 339 ৷ প্রবল চাপে বাংলা ৷

রাজকোট, 10 মার্চ: রাজকোটের পিচকে ইতিমধ্যেই "পুওর" আখ্যা দিয়েছেন কোচ অরুণ লাল ৷ তাও রণজি ফাইনালের প্রথম দিন আকাশদীপ, শাহবাজরা বাংলাকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন ৷ কিন্তু মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের আউট করার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছে না বাংলার বোলাররা ৷ সুস্থ হয়ে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা ৷ অর্পিত ভাসাভাদার সঙ্গে জুটি বেঁধে সৌরাষ্ট্রের স্কোর তিনশোর উপরে নিয়ে গেলেন পূজি ৷ সেঞ্চুরি হাঁকালেন অর্পিত ৷ অর্ধশতরানের গণ্ডি পার করলেন পূজারাও ৷ বাংলাকে চাপে রেখে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে জয়দেব উনাদকাটের দল ৷

পাঁচ উইকেট হারিয়ে 206 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সৌরাষ্ট্র ৷ অসুস্থবোধ করায় প্রথম দিন মাত্র আট ওভার ব্যাট করে ফিরে যান পূজারা ৷ তবে মঙ্গলবার দ্বিতীয় দিন অর্পিত ভাসাভাদার সঙ্গে মাঠে নামেন সুস্থ পূজারা ৷ বিপক্ষকে প্রথম ইনিংসে তিনশোর মধ্যে বেঁধে ফেলাই ছিল বাংলার উদ্দেশ্য ৷ কিন্তু অর্পিত, পূজারার সাবধানী ব্যাটিংয়ে সেই সুযোগ হয়ে ওঠেনি ৷ মধ্যাহ্নভোজের আগেই দলের রান তিনশোর উপরে নিয়ে যান দুজনে ৷ লাঞ্চের পর 256 বলে শতরান পূর্ণ করেন ভাসাভাদা ৷ সেমিফাইনালের পর ফাইনালেও বাঁ হাতি ব্যাটসম্যানের ব্যাটে রানের বৃষ্টি ৷

ব্যক্তিগত শতরান পূর্ণ করা অর্পিত এ মুহূর্তে 106 রানে অপরাজিত রয়েছেন ৷ ধীরে সুস্থে ব্যাট করলেও বড় স্কোর গড়ার দিকে এগোচ্ছেন পূজারাও ৷ 193 বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত 139 ওভারে সৌরাষ্ট্রের স্কোর 339 ৷ প্রবল চাপে বাংলা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.