ETV Bharat / sports

অবসর ঘোষণা অম্বাতি রায়ডুর - india cricket

ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রাইডু ।

অবসর ঘোষণা অম্বাতি রাইডুর
author img

By

Published : Jul 3, 2019, 1:32 PM IST

Updated : Jul 3, 2019, 2:23 PM IST

দিল্লি, 3 জুলাই : বিশ্বকাপের উপর ফোকাস রাখতে প্রথম শ্রেণি ও টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই । তবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু । 55টি একদিনের ম্যাচে 47.05 ব্যাটিং গড় তাঁর ।

ভারতের বিশ্বকাপ দলে জায়গা না পেলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অম্বাতি রাইডু ও ঋষভ পন্থের নাম ঘোষণা করেছিল BCCI-এর নির্বাচক কমিটি । অম্বাতি রাইডুর বদলে দলে এসেছিলেন বিজয় শঙ্কর । যদি কেউ চোট পেয়ে ছিটকে যান, সেই স্থান পূরণ করবেন যথাক্রমে ঋষভ এবং রায়ডু, এটাই জানানো হয়েছিল । তবে শিখর ধাওয়ানের চোটের কারণে ঋষভ দলে এলেও বিজয়ের বদলে দলে আসেন মায়াঙ্ক আগারওয়াল । এর পরেই আজ নিজের অবসরের কথা ঘোষণা করেন হায়দরাবাদি এই ব্যাটসম্যান ।

এশিয়া কাপে ভালো ফর্মে ছিলেন । চার নম্বরে নেমে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি । এরপর অস্ট্রেলিয়া সফরে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন । তারপর আবার নিউজ়িল্যান্ড সফরে তিনি পাঁচ ইনিংসে করলেন 190 । কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফর্ম করতে পারেননি । যার জেরে তাঁর আগের সব পারফরমেন্স ঢাকা পড়ে যায় । নির্বাচকরা সেই সিরিজ়কেই মাপকাঠি ধরে বিশ্বকাপ দল থেকে ছেঁটে ফেলেন রাইডুকে ।

রাইডুর বদলে দলে বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছিলেন, বিজয়কে আমাদের থ্রি ডায়মেনশন (3D) ক্রিকেটার বলে মনে হয়েছে । প্রসাদের এমন কথার পালটা টুইটে মজা করে রায়ডু লিখেছিলেন, "বিশ্বকাপ দেখব বলে নতুন এক সেট 3D চশমার অর্ডার দিয়েছি ।"

এদিকে গতকালই আইসল্যান্ডের পক্ষ থেকে রায়ডুকে তাদের নাগরিকত্ব প্রদান করা নিয়ে একটি টুইট করা হয় । টুইটে অম্বাতিকে আইসল্যান্ডের হয়ে খেলার প্রস্তাবও দেওয়া হয় । তবে সেই প্রস্তাব পাওয়ার পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রায়ডু ।

দিল্লি, 3 জুলাই : বিশ্বকাপের উপর ফোকাস রাখতে প্রথম শ্রেণি ও টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই । তবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু । 55টি একদিনের ম্যাচে 47.05 ব্যাটিং গড় তাঁর ।

ভারতের বিশ্বকাপ দলে জায়গা না পেলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অম্বাতি রাইডু ও ঋষভ পন্থের নাম ঘোষণা করেছিল BCCI-এর নির্বাচক কমিটি । অম্বাতি রাইডুর বদলে দলে এসেছিলেন বিজয় শঙ্কর । যদি কেউ চোট পেয়ে ছিটকে যান, সেই স্থান পূরণ করবেন যথাক্রমে ঋষভ এবং রায়ডু, এটাই জানানো হয়েছিল । তবে শিখর ধাওয়ানের চোটের কারণে ঋষভ দলে এলেও বিজয়ের বদলে দলে আসেন মায়াঙ্ক আগারওয়াল । এর পরেই আজ নিজের অবসরের কথা ঘোষণা করেন হায়দরাবাদি এই ব্যাটসম্যান ।

এশিয়া কাপে ভালো ফর্মে ছিলেন । চার নম্বরে নেমে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি । এরপর অস্ট্রেলিয়া সফরে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন । তারপর আবার নিউজ়িল্যান্ড সফরে তিনি পাঁচ ইনিংসে করলেন 190 । কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফর্ম করতে পারেননি । যার জেরে তাঁর আগের সব পারফরমেন্স ঢাকা পড়ে যায় । নির্বাচকরা সেই সিরিজ়কেই মাপকাঠি ধরে বিশ্বকাপ দল থেকে ছেঁটে ফেলেন রাইডুকে ।

রাইডুর বদলে দলে বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছিলেন, বিজয়কে আমাদের থ্রি ডায়মেনশন (3D) ক্রিকেটার বলে মনে হয়েছে । প্রসাদের এমন কথার পালটা টুইটে মজা করে রায়ডু লিখেছিলেন, "বিশ্বকাপ দেখব বলে নতুন এক সেট 3D চশমার অর্ডার দিয়েছি ।"

এদিকে গতকালই আইসল্যান্ডের পক্ষ থেকে রায়ডুকে তাদের নাগরিকত্ব প্রদান করা নিয়ে একটি টুইট করা হয় । টুইটে অম্বাতিকে আইসল্যান্ডের হয়ে খেলার প্রস্তাবও দেওয়া হয় । তবে সেই প্রস্তাব পাওয়ার পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রায়ডু ।

New Delhi, July 03 (ANI): India Skipper Virat Kohli could not resist himself from meeting Charulata Patel, an 87-year-old Indian fan, and called her one of the most passionate and dedicated fans, he has ever seen or met. The 87-year old caught everyone's eye, when she was seen ardently cheering for the Indian Team, when the team was batting against Bangladesh during their World Cup on Tuesday. Kohli met Patel after the match and shared pictures with the fan on his Twitter handle. India went on to win the match as they defeated Bangladesh by 28 runs. With the victory, India have sealed their semi-final spot as they have now 13 points and consolidated their second position on the points table. India will now compete against Sri Lanka on July 6.


Last Updated : Jul 3, 2019, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.