ETV Bharat / sports

"কুকর্মের সাজা পেয়েছে আফ্রিদি", ইউটিউবারকে অমানবিক বললেন আকাশ চোপড়া - কোরোনা আক্রান্ত শাহিদ আফ্রিদিকে নিয়ে কুমন্তব্য ইউটিউবারের, ভড়কালেন আকাশ চোপড়া

কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন এক ইউটিউবার ৷ যা দেখে ভড়কালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷

shahid afridi
shahid afridi
author img

By

Published : Jun 15, 2020, 6:51 AM IST

Updated : Jun 15, 2020, 7:09 AM IST

মুম্বই, 14 জুন: কুকর্মের সাজা পাচ্ছেন শাহিদ আফ্রিদি ৷ কোরোনায় আক্রান্ত পাকিস্তান ক্রিকেটারের সম্পর্কে এমনই মন্তব্য করলেন এক ইউটিউবার ৷ যা মোটেও ভালো চোখে দেখলেন না দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারভাষ্যকার আকাশ চোপড়া ৷ স্ক্রিনশট শেয়ার করে ওই ইউটিউবারকে এক হাত নিলেন তিনি ৷

কোরোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি ৷ এই খবর চাউর হতেই গোটা ক্রিকেট বিশ্ব তাঁর সুস্থতা কামনা করেছে ৷ সমর্থকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ৷ সমর্থক না হলেও পাকিস্তান ব্যাটসম্যানের আরোগ্য কামনা করছে ক্রিকেট ভক্তরা ৷ তার মধ্যেই ছন্দপতন ৷ ভিডিয়োতে আফ্রিদি সম্পর্কে বাজে মন্তব্য করেন এক ইউটিউবার ৷ যা দেখে ভড়কে যান দেশের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷ টুইটারে ওই ভিডিয়োর স্ক্রিনশট শেয়ার করে ইউটিউবারকে সংবেদনহীন ও অমানবিক বলেন ৷ পাশাপাশি আফ্রিদির দ্রুত আরোগ্যও কামনা করেন বিতর্কিত এই ধারাভাষ্যকার ৷

  • Are we serious?? Sensitivity...humanity...thing of the past?? Wish you a speedy recovery, Shahid. May the force be with you 🙌 pic.twitter.com/RlBBi5zBzs

    — Aakash Chopra (@cricketaakash) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন গৌতম গম্ভীরও ৷ এমনিতে আফ্রিদি ও গম্ভীরের সম্পর্ক ঠিক আদায় কাঁচকলায় ৷ সুযোগ পেলে কেউ কাউকে খোঁচা দিতে ছাড়েন না ৷ তা ক্রিকেট হোক বা রাজনীতি ৷ এই দুই ক্রিকেটারের মধ্যে টুইট যুদ্ধ লেগেই থাকে ৷ কিন্তু আফ্রিদির অসুস্থতা সম্পর্কে জানার পর তাঁর সুস্থতা কামনা করেছেন গম্ভীর ৷ বলেছেন, এই বিশ্বে কেউ যেন কোরোনায় আক্রান্ত না হন ৷

মুম্বই, 14 জুন: কুকর্মের সাজা পাচ্ছেন শাহিদ আফ্রিদি ৷ কোরোনায় আক্রান্ত পাকিস্তান ক্রিকেটারের সম্পর্কে এমনই মন্তব্য করলেন এক ইউটিউবার ৷ যা মোটেও ভালো চোখে দেখলেন না দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারভাষ্যকার আকাশ চোপড়া ৷ স্ক্রিনশট শেয়ার করে ওই ইউটিউবারকে এক হাত নিলেন তিনি ৷

কোরোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি ৷ এই খবর চাউর হতেই গোটা ক্রিকেট বিশ্ব তাঁর সুস্থতা কামনা করেছে ৷ সমর্থকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ৷ সমর্থক না হলেও পাকিস্তান ব্যাটসম্যানের আরোগ্য কামনা করছে ক্রিকেট ভক্তরা ৷ তার মধ্যেই ছন্দপতন ৷ ভিডিয়োতে আফ্রিদি সম্পর্কে বাজে মন্তব্য করেন এক ইউটিউবার ৷ যা দেখে ভড়কে যান দেশের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷ টুইটারে ওই ভিডিয়োর স্ক্রিনশট শেয়ার করে ইউটিউবারকে সংবেদনহীন ও অমানবিক বলেন ৷ পাশাপাশি আফ্রিদির দ্রুত আরোগ্যও কামনা করেন বিতর্কিত এই ধারাভাষ্যকার ৷

  • Are we serious?? Sensitivity...humanity...thing of the past?? Wish you a speedy recovery, Shahid. May the force be with you 🙌 pic.twitter.com/RlBBi5zBzs

    — Aakash Chopra (@cricketaakash) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন গৌতম গম্ভীরও ৷ এমনিতে আফ্রিদি ও গম্ভীরের সম্পর্ক ঠিক আদায় কাঁচকলায় ৷ সুযোগ পেলে কেউ কাউকে খোঁচা দিতে ছাড়েন না ৷ তা ক্রিকেট হোক বা রাজনীতি ৷ এই দুই ক্রিকেটারের মধ্যে টুইট যুদ্ধ লেগেই থাকে ৷ কিন্তু আফ্রিদির অসুস্থতা সম্পর্কে জানার পর তাঁর সুস্থতা কামনা করেছেন গম্ভীর ৷ বলেছেন, এই বিশ্বে কেউ যেন কোরোনায় আক্রান্ত না হন ৷

Last Updated : Jun 15, 2020, 7:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.