ETV Bharat / sports

স্নেহাশিসের হৃদযন্ত্রেও বসবে স্টেন্ট

author img

By

Published : Jan 18, 2021, 8:33 PM IST

Updated : Jan 18, 2021, 10:22 PM IST

সিএবির যুগ্ম সচিবের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে বিস্মিত সিএবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা । কারণ স্নেহাশিসও সৌরভের মতো যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী । এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করেন ।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

কলকাতা, 18 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ল ৷ বছর 55-র স্নেহাশিসের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে । 22 জানুয়ারি তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসবে । কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়েছেন ।

বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার, সিএবির বর্তমান যুগ্মসচিবের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে বিস্মিত সিএবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা । সৌরভের মতো তাঁর দাদাও যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী । এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করেন । তা সত্ত্বেও এই হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত ক্রীড়ামহল ।

2 জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন । সেই সময় তাঁর হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে । সৌরভের হাসপাতালে থাকার সময় চিকিৎসকরা পরিবারের ইতিহাসে অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যার কথা বলা হয়েছিল । সেদিক থেকে বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়েরও খুব অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার খবর রয়েছে । সেই মতো তাঁর দুই ছেলেও অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হলেন ।

আরও পড়ুন :- সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

সৌরভের হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসেছে । আরও দুটো স্টেন্ট বসবে । চিকিৎসকরা সময় নিয়ে সৌরভের পরবর্তী দুটো স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন । এবার স্নেহাশিসের একটি স্টেন্ট বসানোর পর আর কী ধরনের সতর্কতা দরকার তা চিকিৎসকরা খতিয়ে দেখছেন ।

কলকাতা, 18 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ল ৷ বছর 55-র স্নেহাশিসের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে । 22 জানুয়ারি তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসবে । কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়েছেন ।

বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার, সিএবির বর্তমান যুগ্মসচিবের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে বিস্মিত সিএবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা । সৌরভের মতো তাঁর দাদাও যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী । এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করেন । তা সত্ত্বেও এই হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত ক্রীড়ামহল ।

2 জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন । সেই সময় তাঁর হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে । সৌরভের হাসপাতালে থাকার সময় চিকিৎসকরা পরিবারের ইতিহাসে অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যার কথা বলা হয়েছিল । সেদিক থেকে বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়েরও খুব অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার খবর রয়েছে । সেই মতো তাঁর দুই ছেলেও অল্প বয়সে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হলেন ।

আরও পড়ুন :- সৌরভের তিনটি আর্টারিতে ব্লক, বসানো হল স্টেন্ট

সৌরভের হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসেছে । আরও দুটো স্টেন্ট বসবে । চিকিৎসকরা সময় নিয়ে সৌরভের পরবর্তী দুটো স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন । এবার স্নেহাশিসের একটি স্টেন্ট বসানোর পর আর কী ধরনের সতর্কতা দরকার তা চিকিৎসকরা খতিয়ে দেখছেন ।

Last Updated : Jan 18, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.