ETV Bharat / sports

জন্টির চোখে সেরা ফিল্ডার ডিভিলিয়ার্স - সেরা ফিল্ডার এবি ডিভিলিয়ার্স

ডিভিলিয়ার্সের ম্যাচ রিডিং করার ক্ষমতার কথাও তুলে ধরেন জন্টি ৷ বলেন, ‘‘ আমি সুরেশ রায়নাকে ভালোবাসি ৷ কিন্তু বেস্ট ফিল্ডার অবশ্যই এবি ডিভিলিয়ার্স ৷ ওর ম্যাচ রিডিং করার ক্ষমতাও যথেষ্ট ৷‘‘

image
ডিভিলিয়ার্স
author img

By

Published : May 30, 2020, 5:23 PM IST

দিল্লি, 30 মে : তাঁকে বিশ্বের সেরা ফিল্ডার বলা হত ৷ সেই জন্টি রোডসের নজরে বিশ্বের সেরা ফিল্ডার স্বদেশীয় এবি ডিভিলিয়ার্স ৷ প্রাক্তন জিম্বাবোয়ে পেসার প্রমি এমবাঙ্গোয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলছিলেন জন্টি ৷ তাঁকে একজন সেরা ফিল্ডারের নাম করা হলে তিনি ডিভিলিয়ার্সের নাম বলেন ৷

জন্টি বলেন, ‘‘ বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার এবি ডিভিলিয়ার্স ৷ ও উইকেট রক্ষক ৷ স্লিপের দুরন্ত ফিল্ডার, মিড অফে ফিল্ডিং করতে পারে ৷ লং অনে ফিল্ডিং করতে পারে ৷ এই ছেলেটা সর্বকালের সেরা ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘ অ্যান্ড্রু সাইমন্ড ছিলেন প্রথম ব্যক্তি যিনি সব জায়গায় ফিল্ডিং করতে পারতেন ৷ আমি সবসময় দেখি কে সব জায়গায় ফিল্ডিং করতে পারে ৷ সাইমন্ডের হাতের জোরও প্রচুর ৷ বাউন্ডারি থেকে বল দিরুত থ্রো করতে পারতেন ৷ ’’

ডিভিলিয়ার্সের ম্যাচ রিডিং করার ক্ষমতার কথাও তুলে ধরেন জন্টি ৷ বলেন, ‘‘ আমি সুরেশ রায়নাকে ভালোবাসি ৷ কিন্তু বেস্ট ফিল্ডার অবশ্যই এবি ডিভিলিয়ার্স ৷ ওর ম্যাচ রিডিং করার ক্ষমতাও যথেষ্ট ৷‘‘

তিনি যখন খেলতেন তখন তাঁকে পৃথিবীর সেরা ফিল্ডার বলে ধরা হত ৷ ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশন তিনি নিজের বানিয়ে নিয়েছিলেন ৷ এমনকী রোড সেফটি সিরিজেও তাঁর ফিল্ডিং যথেষ্ট নজর কেড়েছিল ৷ চলতি বছরের শুরুর দিকে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন তিনি কামব্যাক করে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চান ৷ কিন্তু কোরোনা ভাইরাসের জেরে তা এখন বিশ বাঁও জলে ৷

দিল্লি, 30 মে : তাঁকে বিশ্বের সেরা ফিল্ডার বলা হত ৷ সেই জন্টি রোডসের নজরে বিশ্বের সেরা ফিল্ডার স্বদেশীয় এবি ডিভিলিয়ার্স ৷ প্রাক্তন জিম্বাবোয়ে পেসার প্রমি এমবাঙ্গোয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলছিলেন জন্টি ৷ তাঁকে একজন সেরা ফিল্ডারের নাম করা হলে তিনি ডিভিলিয়ার্সের নাম বলেন ৷

জন্টি বলেন, ‘‘ বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার এবি ডিভিলিয়ার্স ৷ ও উইকেট রক্ষক ৷ স্লিপের দুরন্ত ফিল্ডার, মিড অফে ফিল্ডিং করতে পারে ৷ লং অনে ফিল্ডিং করতে পারে ৷ এই ছেলেটা সর্বকালের সেরা ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘ অ্যান্ড্রু সাইমন্ড ছিলেন প্রথম ব্যক্তি যিনি সব জায়গায় ফিল্ডিং করতে পারতেন ৷ আমি সবসময় দেখি কে সব জায়গায় ফিল্ডিং করতে পারে ৷ সাইমন্ডের হাতের জোরও প্রচুর ৷ বাউন্ডারি থেকে বল দিরুত থ্রো করতে পারতেন ৷ ’’

ডিভিলিয়ার্সের ম্যাচ রিডিং করার ক্ষমতার কথাও তুলে ধরেন জন্টি ৷ বলেন, ‘‘ আমি সুরেশ রায়নাকে ভালোবাসি ৷ কিন্তু বেস্ট ফিল্ডার অবশ্যই এবি ডিভিলিয়ার্স ৷ ওর ম্যাচ রিডিং করার ক্ষমতাও যথেষ্ট ৷‘‘

তিনি যখন খেলতেন তখন তাঁকে পৃথিবীর সেরা ফিল্ডার বলে ধরা হত ৷ ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশন তিনি নিজের বানিয়ে নিয়েছিলেন ৷ এমনকী রোড সেফটি সিরিজেও তাঁর ফিল্ডিং যথেষ্ট নজর কেড়েছিল ৷ চলতি বছরের শুরুর দিকে এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন তিনি কামব্যাক করে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চান ৷ কিন্তু কোরোনা ভাইরাসের জেরে তা এখন বিশ বাঁও জলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.