আবু ধাবি, 21 সেপ্টেম্বর : আজ আমিরশাহিতে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে IPL অভিযানে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । তার আগে অভিনব কাজ করলেন অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স । কোরোনা হিরোদের সম্মান জানিয়ে বদলে ফেললেন জার্সির নাম । দুজনে টুইটারেও নিজেদের নাম পরিবর্তন করেছেন । বিরাটের জার্সি ও টুইটারে স্থান পেয়েছে জনৈক সিমরনজিৎ সিংয়ের নাম । অন্যদিকে, এবি তাঁর টুইটার ও জার্সির নাম বদলে দিয়েছেন পরিতোষ পন্থের নামে ।
কিন্তু কে এই সিমরনজিৎ সিং ও পরিতোষ পন্থ ? নাম বদলানোর সঙ্গে পরিচয়ও দিয়েছেন তাঁরা । ডিভিলিয়ার্স লিখেছেন, "আমি পরিতোষকে কুর্নিশ জানাই । লকডাউন চলাকালীন তিনি পূজার সঙ্গে মিলে “প্রজেক্ট ফিডিং ফ্রম ফার” শুরু করেন । যার মাধ্যমে অভাবীদের মুখে অন্ন তুলে দিয়েছেন । এই চ্যালেঞ্জিং মনোভাবের প্রশংসা করে জার্সির পিছনে তাঁর নাম লিখেছি ।" মুম্বইয়ের রেস্তরাঁর মালিক পরিতোষ পন্থ আইনজীবী পূজা রেড্ডির সঙ্গে মিলে “প্রজেক্ট ফিডিং ফ্রম ফার” শুরু করেন । এর মাধ্যমে লকডাউনে মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি ।
ঠিক সেভাবেই কোরোনা প্যানডেমিকের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রয়েছে সিমরনজিৎ সিংয়ের । শ্রবণ প্রতিবন্ধী সিমরনজিৎ সিং তাঁর বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সহায়তা করার জন্য 98 হাজার টাকা জোগাড় করেন। তিনি দরিদ্রদের জন্য এই অনুদান সংগ্রহে লোকের কাছে যান এবং অনেক বধির ব্যক্তি তাঁকে সাহায্য করতে সম্মত হন । এই ব্যক্তিরা কোনও নির্দিষ্ট সংস্থার নয় । তাঁরা নিঃস্বার্থভাবে তহবিলে দান করেছিলেন ।