ETV Bharat / sports

T20 বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ ডিভিলিয়ার্সের - জাতীয় দলে ফেরার বার্তা এবি ডিভিলিয়ার্সের

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে অভিষেকেই 32 বলে 40 রান করে ব্রিসবেন হিটকে ম্যাচ জিতিয়েছেন ৷ শোনা যাচ্ছে  T20 বিশ্বকাপে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার নতুন সাপোর্ট স্টাফদের সঙ্গে নাকি যোগাযোগ করছেন ডিভিলিয়ার্স । তিনি বলেছেন , "ফিরতে আমি তৈরি । "

বার্তা এবি ডিভিলিয়ার্সের
AB de Villier
author img

By

Published : Jan 14, 2020, 10:18 PM IST


প্রিটোরিয়া, 14 জানুয়ারি : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স । চলতি বছর T20 বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি ৷

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে অভিষেকেই 32 বলে 40 রান করে ব্রিসবেন হিটকে ম্যাচ জিতিয়েছেন ৷ শোনা যাচ্ছে T20 বিশ্বকাপে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার নতুন সাপোর্ট স্টাফদের সঙ্গে নাকি যোগাযোগ করছেন ডিভিলিয়ার্স । তিনি বলেছেন , "ফিরতে আমি তৈরি । বাউচের (মার্ক বাউচার) সঙ্গে আমার কথা হয়েছে , গ্রেম স্মিথ আর ফাফ ( দু প্লেসিস ) সঙ্গে বাড়ি ফিরে কথা বলব । সবাই চাইছে আমি অবসর ভেঙে জাতীয় দলে ফিরি । তবে ফেরার আগে অনেকটা পথ পেরোতে হবে । "

গতমাসেই প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিস স্বীকার করেছিলেন ডিভিয়ার্সকে ফেরানোর জন্য কথা চলছে । ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর জাতীয় দলে ফেরা সহজ হবে না । তবে বর্তমানে প্রোটিয়া ড্রেসিংরুমে তাঁর প্রাক্তন সতীর্থ মার্ক বাউচার ও গ্রেম স্মিথ কাজটা সহজ করে দিয়েছে ।


2018 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন । তার পর থেকেই ক্রিকেট মহলে তাঁর জাতীয় দলে ফিরে আসার জল্পনা ঘুরছে । 2019 সালে তাঁর দলে ফেরার জল্পনা তুঙ্গে ওঠে যদিও সেই সময় তাকে দলে ফেরায়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ।

গত ডিসেম্বরে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হন । তিনি তাঁর প্রথম প্রেস কন্ফারেন্সেই বলেছিলেন , বিশ্বকাপে খেলতে হলে সেরা খেলোয়াড়দের দলে রাখতেই হবে । আমার যদি মনে হয় ও ( এ বি ডিভিলিয়ার্স ) আমদের অন্যতম সেরা প্লেয়ার তাহলে ওর সঙ্গে কেন কথা বলব না ?"


প্রিটোরিয়া, 14 জানুয়ারি : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স । চলতি বছর T20 বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি ৷

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে অভিষেকেই 32 বলে 40 রান করে ব্রিসবেন হিটকে ম্যাচ জিতিয়েছেন ৷ শোনা যাচ্ছে T20 বিশ্বকাপে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার নতুন সাপোর্ট স্টাফদের সঙ্গে নাকি যোগাযোগ করছেন ডিভিলিয়ার্স । তিনি বলেছেন , "ফিরতে আমি তৈরি । বাউচের (মার্ক বাউচার) সঙ্গে আমার কথা হয়েছে , গ্রেম স্মিথ আর ফাফ ( দু প্লেসিস ) সঙ্গে বাড়ি ফিরে কথা বলব । সবাই চাইছে আমি অবসর ভেঙে জাতীয় দলে ফিরি । তবে ফেরার আগে অনেকটা পথ পেরোতে হবে । "

গতমাসেই প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিস স্বীকার করেছিলেন ডিভিয়ার্সকে ফেরানোর জন্য কথা চলছে । ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর জাতীয় দলে ফেরা সহজ হবে না । তবে বর্তমানে প্রোটিয়া ড্রেসিংরুমে তাঁর প্রাক্তন সতীর্থ মার্ক বাউচার ও গ্রেম স্মিথ কাজটা সহজ করে দিয়েছে ।


2018 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন । তার পর থেকেই ক্রিকেট মহলে তাঁর জাতীয় দলে ফিরে আসার জল্পনা ঘুরছে । 2019 সালে তাঁর দলে ফেরার জল্পনা তুঙ্গে ওঠে যদিও সেই সময় তাকে দলে ফেরায়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ।

গত ডিসেম্বরে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হন । তিনি তাঁর প্রথম প্রেস কন্ফারেন্সেই বলেছিলেন , বিশ্বকাপে খেলতে হলে সেরা খেলোয়াড়দের দলে রাখতেই হবে । আমার যদি মনে হয় ও ( এ বি ডিভিলিয়ার্স ) আমদের অন্যতম সেরা প্লেয়ার তাহলে ওর সঙ্গে কেন কথা বলব না ?"

Mumbai, Jan 14 (ANI): Traders booked profit and equity benchmark indices were flat during early hours on Tuesday while Asian markets looked up amid signs of goodwill between China and the United States as the world's two biggest economies prepared to sign the long-awaited phase one of trade deal later this week. Investors also pondered over the possibility of Reserve Bank of India continuing with the status quo on key interest rates at its February meet as inflation is likely to remain similarly elevated in January. Retail inflation print for December came at 7.35 per cent, up from 5.54 percent in November. At 10:15 am, the BSE S-P Sensex was down by 2 points to 41,858 while the Nifty 50 ticked up by 6 points at 12,335. Sectoral indices at the National Stock Exchange were mixed with Nifty metal gaining by 1.3 per cent. Among stocks, Vedanta emerged as the top winner with gains of 2.5 per cent at Rs 164.55 per share. JSW Steel advanced by 1.8 per cent, Tata Steel by 1.6 per cent and Hindalco by 1.3 per cent.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.