প্রিটোরিয়া, 14 জানুয়ারি : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স । চলতি বছর T20 বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি ৷
অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে অভিষেকেই 32 বলে 40 রান করে ব্রিসবেন হিটকে ম্যাচ জিতিয়েছেন ৷ শোনা যাচ্ছে T20 বিশ্বকাপে খেলার জন্য দক্ষিণ আফ্রিকার নতুন সাপোর্ট স্টাফদের সঙ্গে নাকি যোগাযোগ করছেন ডিভিলিয়ার্স । তিনি বলেছেন , "ফিরতে আমি তৈরি । বাউচের (মার্ক বাউচার) সঙ্গে আমার কথা হয়েছে , গ্রেম স্মিথ আর ফাফ ( দু প্লেসিস ) সঙ্গে বাড়ি ফিরে কথা বলব । সবাই চাইছে আমি অবসর ভেঙে জাতীয় দলে ফিরি । তবে ফেরার আগে অনেকটা পথ পেরোতে হবে । "
গতমাসেই প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিস স্বীকার করেছিলেন ডিভিয়ার্সকে ফেরানোর জন্য কথা চলছে । ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর জাতীয় দলে ফেরা সহজ হবে না । তবে বর্তমানে প্রোটিয়া ড্রেসিংরুমে তাঁর প্রাক্তন সতীর্থ মার্ক বাউচার ও গ্রেম স্মিথ কাজটা সহজ করে দিয়েছে ।
2018 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন । তার পর থেকেই ক্রিকেট মহলে তাঁর জাতীয় দলে ফিরে আসার জল্পনা ঘুরছে । 2019 সালে তাঁর দলে ফেরার জল্পনা তুঙ্গে ওঠে যদিও সেই সময় তাকে দলে ফেরায়নি দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ।
গত ডিসেম্বরে মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হন । তিনি তাঁর প্রথম প্রেস কন্ফারেন্সেই বলেছিলেন , বিশ্বকাপে খেলতে হলে সেরা খেলোয়াড়দের দলে রাখতেই হবে । আমার যদি মনে হয় ও ( এ বি ডিভিলিয়ার্স ) আমদের অন্যতম সেরা প্লেয়ার তাহলে ওর সঙ্গে কেন কথা বলব না ?"