কলকাতা, 29 অক্টোবর : মরুদেশে IPL-এর টানটান উত্তেজনা দেখে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে সেরার তকমা দিয়েছেন । দর্শকশূন্য স্টেডিয়াম, কোভিড প্রোটোকল সামলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারফরম্যান্সে ভর দিয়ে IPL তার ছন্দ ফিরে পেয়েছে । কিন্তু IPL দেশের মাটিতে না হওয়ায় আর্থিক ক্ষতির সামনে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো । CAB-র ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি ।
আটমাসের কাছাকাছি ময়দানে বল গড়াচ্ছে না । গত মরশুমে ক্রিকেট সিজ়ন অর্ধেক অবস্থায় বাতিল করতে হয়েছিল । নতুন মরশুম নতুনভাবে শুরু করার কথা CAB প্রেসিডেন্ট বললেও তার বাস্তবায়ন অসম্ভব না হলেও কঠিন । কারণ কোরোনা পরিস্থিতি ৷ ফলে অপেক্ষার পারদ চড়তে শুরু করেছে । ক্রিকেট মরশুমের এই দোদুল্যমান অবস্থায় সমস্যায় পড়েছে ক্লাবগুলো । ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে আতান্তরে ক্রিকেটার, আম্পায়ার, স্কোরাররা । কারণ এই মহামারিতে IPL দেশের মাটিতে না হওয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলাটি ভেস্তে যাওয়ায় CAB আর্থিক ঘাটতির মুখে পড়েছে ।
প্রতি বছর IPL ম্যাচ আয়োজনে CAB-র ভাঁড়ারে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি হয় । আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বোর্ডের তরফেও বিশেষ ফান্ড মেলে । এবার দু'টোই বন্ধ । ফলে ক্লাবগুলোর অনুদান, আম্পায়ারদের বকেয়া পারিশ্রমিক এবং অন্য অনুদান থমকে গিয়েছে । হিসেবে দেখা যাচ্ছে এই মহামারির কারণে প্রায় 16 কোটি টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে CAB । ফলে এই ঘাটতি কোন পথে মেটানো যাবে তা নিয়ে উপায় খোঁজা হচ্ছে ।
ইতিমধ্যে বোর্ডের সঙ্গে এবিষয়ে আলোচনা করেছেন CAB-র পদাধিকারীরা । CAB প্রেসিডেন্ট ইতিমধ্যে সবার সঙ্গে কথা বলেছেন এবং সময় চেয়েছেন । বোর্ডের কাছ থেকে প্রাপ্ত বকেয়া অর্থের অনেকটা হাতে এসেছে । বাকিটা আসবে । তবে ডিসেম্বরে বোর্ডের মিটিংয়ের পরই এই ব্যাপারে সুরাহার ইঙ্গিত মিলতে পারে । তা সত্ত্বেও প্রায় 16 কোটি টাকা ঘাটতি রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থার দপ্তরে । ডিসেম্বরে ছয় দলীয় টুর্নামেন্ট করা হবে । তার আয়োজনের মাধ্যমে CAB আর্থিক ঘাটতির কিছুটা মেটানোর চেষ্টা করছে । কিন্তু ফাঁকা স্টেডিয়াম, কোরোনা পরিস্থিতির মধ্যে বিজ্ঞাপনদাতারা কতটা আগ্রহ দেখাবে তা নিয়ে সংশয় রয়েছে । পাশাপাশি ইংল্যান্ডের ভারত সফরের একটি খেলা ইডেনে আয়োজনের চেষ্টা চালাচ্ছে CAB । তাই আর্থিক ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনই ঘরোয়া ক্রিকেটকে অক্সিজেন জোগানোর দায় CAB-র উপরে । যা আদতে CAB-র বর্তমান প্রশাসনের প্রমাণ করার চ্যালেঞ্জও বটে ৷