নয়াদিল্লি, 22 অগস্ট: বাইশ গজে ইতি টেনেছেন বছর দশেক আগে ৷ কিন্তু দেশের জার্সি গায়ে দু'দশকেরও বেশি সময় ধরে যে সকল মণিমানিক্য তিনি কুড়িয়েছেন, তাতে আপামর ভারতবাসীর হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর ৷ ক্রিকেট ঈশ্বরের জনপ্রিয়তাকে তাই এবার কাজে লাগাতে উদ্যোগী হল জাতীয় নির্বাচন কমিশন ৷ দেশের মানুষকে ভোটদানে উৎসাহী করে তুলতে কিংবদন্তি ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিয়োগ করল কমিশন ৷
ভোটারদের সচেতন করতে এবার থেকে সচিনকে 'ন্যাশনাল আইকন' হিসেবে ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ বুধবার অর্থাৎ, 23 অগস্ট নয়াদিল্লির রং ভবনে দু'পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন আন্তর্জাতিক ক্রিকেটে 30 হাজারেরও বেশি রানের মালিক ৷ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে মাস্টার-ব্লাস্টার মউ স্বাক্ষর করবেন বলেই খবর ৷ তবে পরবর্তীতে চুক্তির পুনর্নবীকরণ হতে পারে জানা গিয়েছে ৷
-
Master Blaster, Cricket Legend & Bharat Ratna Awardee #SachinTendulkar
— Spokesperson ECI (@SpokespersonECI) August 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
will begin a new innings tomorrow in his role as National Icon for the Election Commission.
Details : https://t.co/FPT6fSpFgP pic.twitter.com/OAJmXJ8qQO
">Master Blaster, Cricket Legend & Bharat Ratna Awardee #SachinTendulkar
— Spokesperson ECI (@SpokespersonECI) August 22, 2023
will begin a new innings tomorrow in his role as National Icon for the Election Commission.
Details : https://t.co/FPT6fSpFgP pic.twitter.com/OAJmXJ8qQOMaster Blaster, Cricket Legend & Bharat Ratna Awardee #SachinTendulkar
— Spokesperson ECI (@SpokespersonECI) August 22, 2023
will begin a new innings tomorrow in his role as National Icon for the Election Commission.
Details : https://t.co/FPT6fSpFgP pic.twitter.com/OAJmXJ8qQO
আগামী বছর দেশে লোকসভা নির্বাচন ৷ এমতাবস্থায় সচিনকে 'ন্যাশনাল আইকন' বানিয়ে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ বর্তমান যুব সমাজে মাস্টার-ব্লাস্টারের প্রভাব অনস্বীকার্য ৷ সেই যুব সমাজের ভোটদান থেকে বিরত থাকা কাম্য নয় মোটেই ৷ তাই বিশেষ করে যুব সমাজ এবং শহুরে নাগরিকদের গণতন্ত্রের উৎসবে অংশ করতেই নির্বাচন কমিশনের এই উদ্যোগ ৷
আরও পড়ুন: অক্ষরে অক্ষরে ফলে গেল বন্ধুদের কথা, ঘুমর দেখে সায়ামির স্বপ্ন সত্যি করলেন সচিন
দেশের নাগরিকদের ভোটদান উৎসাহিত জাতীয় নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা প্রথম নয় ৷ বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যদের এর আগে জাতীয় আইকন হিসেবে ব্যবহার করেছে তারা ৷ এর আগে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকেও অ্যাম্বাসেডর করেছিল ইসিআই ৷ 2019 লোকসভা নির্বাচনের ঠিক আগে মহেন্দ্র সিং ধোনি, আমির খান, মেরি কমদের জাতীয় আইকন হিসেবে ঘোষণা করেছিল তারা ৷