ETV Bharat / sports

Cricket Australia on Situation in Sri Lanka : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর ঘিরে অনিশ্চয়তা - Australia

অনিশ্চয়তায় ঘিরে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সিরিজ ৷ দ্বীপরাষ্ট্রে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির জেরে সিরিজ নিয়ে দেখা দিয়েছে সংশয় ? তা ভাবতে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ এই মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে (Cricket Australia Keeping a Close Watch on Situation in Sri Lanka Before One Month Tour) ৷

Cricket Australia Keeping a Close Watch on Situation in Sri Lanka Before One Month Tour
Cricket Australia Keeping a Close Watch on Situation in Sri Lanka Before One Month Tour
author img

By

Published : May 10, 2022, 2:22 PM IST

মেলবোর্ন, 10 মে : আগামী মাসের 7 জুন থেকে শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ৷ কিন্তু, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে সেখানে আদতে ম্যাচ হওয়া সম্ভব কিনা ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে তারা নজর রাখছে (Cricket Australia Keeping a Close Watch on Situation in Sri Lanka Before One Month Tour) ৷

শ্রীলঙ্কায় আর্থিক সংকটকে কেন্দ্র করে মাহিন্দা রাজাপক্ষ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ চরমে পৌঁছেছে ৷ যার ফলে শ্রীলঙ্কার এক সাংসদ-সহ প্রায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ গতকাল ইস্তফা দিয়েছেন ৷ এখনও পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছেন এই গণ আন্দোলনে ৷ এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার ৷ কিন্তু, তা কতটা বাস্তব ? সেই প্রশ্ন উঠছে ৷ 7 জুন থেকে শুরু হওয়া সিরিজে তিনটি টি-20 ম্যাচ, পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ এবং দু’টি টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৷

কিন্তু, এই পরিস্থিতিতে সফর বাতিল করা হবে কি না ? তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কারণ, যেখানে একটা দেশের ভিতরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত ৷ যেখানে কোনও সরকার নেই ৷ সেখানে অজি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ বর্তমানে শ্রীলঙ্কা জুড়ে কার্ফু জারি করা হয়েছে ৷ আর সশস্ত্রবাহিনীকে রাজধানী কলম্বো-তে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৷

আরও পড়ুন : KKR vs MI in IPL 2022 : জলে গেল বুমরা-ঝড়, কামিন্সের এক ওভারেই ‘মুম্বই-বধ’ কলকাতার

তবে, এখনই কোনও সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়া নিচ্ছে না ৷ তারা আরও 16 দিনের একটা সময়সীমা নির্ধারণ করেছে ৷ এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা এখনও সিরিজ খেলানোর পক্ষে আশাবাদী ৷ এমনকি গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি শ্রীলঙ্কার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি দল নিয়ে সে দেশে গিয়েছিলেন ৷ সেই দলও সফর করার পক্ষে মত দিয়েছে ৷ কিন্তু, তার পরে পরিস্থিতি ফের খারাপের দিকে গিয়েছে ৷ ফলে দ্বীপরাষ্ট্রে সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শেষ মুহূর্তে ভাবতে বাধ্য করছে ৷’’

মেলবোর্ন, 10 মে : আগামী মাসের 7 জুন থেকে শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ৷ কিন্তু, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে সেখানে আদতে ম্যাচ হওয়া সম্ভব কিনা ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে তারা নজর রাখছে (Cricket Australia Keeping a Close Watch on Situation in Sri Lanka Before One Month Tour) ৷

শ্রীলঙ্কায় আর্থিক সংকটকে কেন্দ্র করে মাহিন্দা রাজাপক্ষ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ চরমে পৌঁছেছে ৷ যার ফলে শ্রীলঙ্কার এক সাংসদ-সহ প্রায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ গতকাল ইস্তফা দিয়েছেন ৷ এখনও পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছেন এই গণ আন্দোলনে ৷ এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার ৷ কিন্তু, তা কতটা বাস্তব ? সেই প্রশ্ন উঠছে ৷ 7 জুন থেকে শুরু হওয়া সিরিজে তিনটি টি-20 ম্যাচ, পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ এবং দু’টি টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ৷

কিন্তু, এই পরিস্থিতিতে সফর বাতিল করা হবে কি না ? তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ কারণ, যেখানে একটা দেশের ভিতরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত ৷ যেখানে কোনও সরকার নেই ৷ সেখানে অজি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ বর্তমানে শ্রীলঙ্কা জুড়ে কার্ফু জারি করা হয়েছে ৷ আর সশস্ত্রবাহিনীকে রাজধানী কলম্বো-তে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৷

আরও পড়ুন : KKR vs MI in IPL 2022 : জলে গেল বুমরা-ঝড়, কামিন্সের এক ওভারেই ‘মুম্বই-বধ’ কলকাতার

তবে, এখনই কোনও সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়া নিচ্ছে না ৷ তারা আরও 16 দিনের একটা সময়সীমা নির্ধারণ করেছে ৷ এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে সফর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা এখনও সিরিজ খেলানোর পক্ষে আশাবাদী ৷ এমনকি গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি শ্রীলঙ্কার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি দল নিয়ে সে দেশে গিয়েছিলেন ৷ সেই দলও সফর করার পক্ষে মত দিয়েছে ৷ কিন্তু, তার পরে পরিস্থিতি ফের খারাপের দিকে গিয়েছে ৷ ফলে দ্বীপরাষ্ট্রে সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শেষ মুহূর্তে ভাবতে বাধ্য করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.