ETV Bharat / sports

ভারতকে 37 লাখ অর্থ সাহায্য স্মিথ-ওয়ার্নারদের বোর্ডের - Cricket Australia

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশোহারা ভারতের সাহায্যে এগিয়ে এসেছে ইউনিসেফ ৷ একটি তহবিল গঠন করেছে তারা ৷

Cricket Australia donates USD 50,000 to help india amid covid 19
Cricket Australia donates USD 50,000 to help india amid covid 19
author img

By

Published : May 3, 2021, 3:04 PM IST

মেলবোর্ন, 3 মে : পথ দেখিয়েছিলেন প্যাট কামিন্স ৷ দেশের ক্রিকেটারের দেখানো পথ ধরে করোনা বিধ্বস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়াও ৷ প্রাথমিকভাবে ভারতকে 50 হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য ঘোষণা করেছে স্মিথ-ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড ৷ ইউনিসেফের তহবিলে এই টাকা অনুদান দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 37 লাখ টাকা ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশোহারা ভারতের সাহায্যে এগিয়ে এসেছে ইউনিসেফ ৷ একটি তহবিল গঠন করেছে তারা ৷ সেই তহবিলে করোনায় আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন এবং রোগ নির্ণয়ের বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য এই টাকার অনুদান দিয়েছে সিএ ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ইউনিসেফের এই মহতি উদ্যোগে শামিল হয়েছে ৷ তারা ইউনিসেফের কোভিড 19 বিপর্যয় তহবিলে অনুদানের জন্য অনুরোধ করেছে ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার

এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন চিফ এক্সিকিউটিভ নিক হকলি বলেছেন, "অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতীয়দের স্পেশাল বন্ড রয়েছে ৷ দুটি দেশই ক্রিকেটপ্রেমী ৷ গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি ভারতকে সাহায্য করেছে ৷ ভারতকে সাহায্যের জন্য অর্থ সংগ্রহে নেমেছে ইউনিসেফ অস্ট্রেলিয়া ৷ ভ্যাকসিন, মুমুর্ষু রোগীদের জন্য অক্সিজেন এবং রোগ পরীক্ষার বিভিন্ন সরঞ্জামের জন্য ইউনিসেফের তহবিলে অর্থ দান করতে পেরে গর্বিত বোধ করছি ৷"

এর আগে পিএম কেয়ার ফান্ডে 50 হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য করেছিলেন প্যাট কামিন্স ৷ সাহায্য করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও ৷

মেলবোর্ন, 3 মে : পথ দেখিয়েছিলেন প্যাট কামিন্স ৷ দেশের ক্রিকেটারের দেখানো পথ ধরে করোনা বিধ্বস্ত ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়াও ৷ প্রাথমিকভাবে ভারতকে 50 হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য ঘোষণা করেছে স্মিথ-ওয়ার্নারদের ক্রিকেট বোর্ড ৷ ইউনিসেফের তহবিলে এই টাকা অনুদান দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 37 লাখ টাকা ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশোহারা ভারতের সাহায্যে এগিয়ে এসেছে ইউনিসেফ ৷ একটি তহবিল গঠন করেছে তারা ৷ সেই তহবিলে করোনায় আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন এবং রোগ নির্ণয়ের বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য এই টাকার অনুদান দিয়েছে সিএ ৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ইউনিসেফের এই মহতি উদ্যোগে শামিল হয়েছে ৷ তারা ইউনিসেফের কোভিড 19 বিপর্যয় তহবিলে অনুদানের জন্য অনুরোধ করেছে ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার

এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন চিফ এক্সিকিউটিভ নিক হকলি বলেছেন, "অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতীয়দের স্পেশাল বন্ড রয়েছে ৷ দুটি দেশই ক্রিকেটপ্রেমী ৷ গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি ভারতকে সাহায্য করেছে ৷ ভারতকে সাহায্যের জন্য অর্থ সংগ্রহে নেমেছে ইউনিসেফ অস্ট্রেলিয়া ৷ ভ্যাকসিন, মুমুর্ষু রোগীদের জন্য অক্সিজেন এবং রোগ পরীক্ষার বিভিন্ন সরঞ্জামের জন্য ইউনিসেফের তহবিলে অর্থ দান করতে পেরে গর্বিত বোধ করছি ৷"

এর আগে পিএম কেয়ার ফান্ডে 50 হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য করেছিলেন প্যাট কামিন্স ৷ সাহায্য করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.