ETV Bharat / sports

ICC World Cup 2023: কাপ জয়ের সাক্ষী হতে বাবরদের সঙ্গে ঘুরে বেড়ান পাক দম্পতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 11:01 PM IST

পাকিস্তানের ম্যাচে বরাবরই উপস্থিত থাকেন জেইন জিওয়ানজি এবং ফরজানা জিওয়ানজি ৷ এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম হল না ৷ ইডেনে তাঁরা গলা ফাটালেন বাবরদের হয়ে ৷

Pakistan vs Bangladesh
জেইন জিওয়ানজি এবং ফরজানা জিওয়ানজি

কলকাতা, 31 অক্টোবর: প্রায় 28 হাজার দর্শকের মধ্যে কয়েক জন পাকিস্তানি সমর্থককে খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খুঁজে বের করার মতোই কঠিন কাজ । পাকিস্তানের বিশ্বকাপ লড়াইয়ের সাক্ষী হতে সে দেশের মানুষ ভারতে খুব একটা আসতে পারেননি ৷ গ্যালারিতে দাঁড়িয়ে দেশের জন্য গলা ফাটানোর সাধ পূর্ণ হয়নি অনেকেরই ৷ তবে বিভিন্ন বাধা সত্ত্বেও এই সুযোগ জুটেছে কারও কারও ৷ তেমনই এক দম্পতি জেইন জিওয়ানজি এবং ফরজানা জিওয়ানজি ৷

জেইন ও ফরজানা আদতে করাচির বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরেই তাঁরা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে । মাঠে বসে ক্রিকেট দেখতে ভালোবাসেন দু'জনেই । বিশেষ করে পাকিস্তান দলের খেলা হলে তো, কথাই নেই । পাকিস্তানের বেশিরভাগ ম্যাচেই তাঁরা গ্যালারিতে বসে দলের হয়ে গলা ফাটান ৷

2003 সাল থেকেই সমস্ত ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সমর্থনে মাঠে উপস্থিত থেকেছে এই দম্পতি । চলতি বিশ্বকাপও তার ব্যতিক্রম নয় । ভারতের যে স্টেডিয়ামেই বাবর আজমরা খেলেছেন সেখানেই তাঁরাও পৌঁছে গিয়েছেন পাকিস্তানকে সমর্থন করতে। ক্রিকেটের জন্য এক দীর্ঘযাত্রা । ফলে অভিজ্ঞতার ভাঁড়ারও রীতিমতো পরিপূর্ণ।

আরও পড়ুন: বাবরদের জয়ে ইডেনে গ্যালারিতে পাক সুন্দরীদের উচ্ছ্বাস

2003 সালে সচিন তেন্ডুলকরের মহাকাব্যিক ইনিংস কিংবা 2019 সালের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির রান-আউট সবই দেখেছেন জেইন-ফরজানা । আক্ষেপ একটাই, পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকা হয়নি। হাসি-কান্নার বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে তাঁদের ঝুলিতে । চলতি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আবার জয়ের সরণিতে ফিরেছে পাকিস্তান ৷ বাংলাদেশকে হারিয়ে আবারও বাবররা কাটিয়েছেন জয়ের খরা ৷ মঙ্গলবার আবদুল্লাহ শফিক ও ফখর জামান যেভাবে খেলেছেন তাতে মাত্র 32.3 ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় 205 রান তুলে নিয়েছে পাকিস্তান ৷ তবে পাকিস্তান জয়ে ফিরল ঠিকই কিন্তু বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌঁছনোর পথ যে তাতে খুব সুগম হল তা বলা যায় না ৷

কলকাতা, 31 অক্টোবর: প্রায় 28 হাজার দর্শকের মধ্যে কয়েক জন পাকিস্তানি সমর্থককে খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খুঁজে বের করার মতোই কঠিন কাজ । পাকিস্তানের বিশ্বকাপ লড়াইয়ের সাক্ষী হতে সে দেশের মানুষ ভারতে খুব একটা আসতে পারেননি ৷ গ্যালারিতে দাঁড়িয়ে দেশের জন্য গলা ফাটানোর সাধ পূর্ণ হয়নি অনেকেরই ৷ তবে বিভিন্ন বাধা সত্ত্বেও এই সুযোগ জুটেছে কারও কারও ৷ তেমনই এক দম্পতি জেইন জিওয়ানজি এবং ফরজানা জিওয়ানজি ৷

জেইন ও ফরজানা আদতে করাচির বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরেই তাঁরা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে । মাঠে বসে ক্রিকেট দেখতে ভালোবাসেন দু'জনেই । বিশেষ করে পাকিস্তান দলের খেলা হলে তো, কথাই নেই । পাকিস্তানের বেশিরভাগ ম্যাচেই তাঁরা গ্যালারিতে বসে দলের হয়ে গলা ফাটান ৷

2003 সাল থেকেই সমস্ত ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সমর্থনে মাঠে উপস্থিত থেকেছে এই দম্পতি । চলতি বিশ্বকাপও তার ব্যতিক্রম নয় । ভারতের যে স্টেডিয়ামেই বাবর আজমরা খেলেছেন সেখানেই তাঁরাও পৌঁছে গিয়েছেন পাকিস্তানকে সমর্থন করতে। ক্রিকেটের জন্য এক দীর্ঘযাত্রা । ফলে অভিজ্ঞতার ভাঁড়ারও রীতিমতো পরিপূর্ণ।

আরও পড়ুন: বাবরদের জয়ে ইডেনে গ্যালারিতে পাক সুন্দরীদের উচ্ছ্বাস

2003 সালে সচিন তেন্ডুলকরের মহাকাব্যিক ইনিংস কিংবা 2019 সালের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির রান-আউট সবই দেখেছেন জেইন-ফরজানা । আক্ষেপ একটাই, পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকা হয়নি। হাসি-কান্নার বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে তাঁদের ঝুলিতে । চলতি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আবার জয়ের সরণিতে ফিরেছে পাকিস্তান ৷ বাংলাদেশকে হারিয়ে আবারও বাবররা কাটিয়েছেন জয়ের খরা ৷ মঙ্গলবার আবদুল্লাহ শফিক ও ফখর জামান যেভাবে খেলেছেন তাতে মাত্র 32.3 ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় 205 রান তুলে নিয়েছে পাকিস্তান ৷ তবে পাকিস্তান জয়ে ফিরল ঠিকই কিন্তু বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পৌঁছনোর পথ যে তাতে খুব সুগম হল তা বলা যায় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.