শারজা, 3 অক্টোবর: মরু শহরে ডিআরএস বিতর্ক পিছু ছাড়ছে না আইপিএলের ৷ দিনদু’য়েক আগে পঞ্জাবের বিরুদ্ধে লোকেশ রাহুলের বৈধ ক্যাচ নাকচ হওয়ার মাশুল গুনতে হয়েছিল নাইটদের ৷ সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ রবিবাসরীয় শারজায় পঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচে আবারও বিতর্কে ডিআরএস ৷ এক্ষেত্রে ভুক্তভোগী পঞ্জাব কিংস ৷
এদিন শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির আরসিবি ৷ ব্যাঙ্গালোর ইনিংসের অষ্টম ওভারে পঞ্জাব স্পিনার রবি বিষ্ণোইয়ের ডেলিভারিতে রিভার্স স্যুইপ করতে গিয়ে উইকেটের পিছনে ধরা পড়েন দেবদূত পাড়িক্কল ৷ কিন্তু অন-ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় ডিআরএস নেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল ৷ এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ৷ বিতর্কের সূত্রপাত এরপরেই ৷
রিপ্লাই বা আল্ট্রা এজে দেখা যায় বল পরিষ্কার পারিক্কলের ব্যাট ছুঁয়েছে ৷ কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আরসিবি ব্যাটারের পক্ষেই যায় ৷ তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পর স্পষ্টতই হতাশ দেখায় পঞ্জাব অধিনায়ককে ৷ অন-ফিল্ড আম্পায়ারের কাছে নট-আউটের কারণ জানতে চান কেএল রাহুল ৷ কিন্তু তাতে সিদ্ধান্তের কোনও বদল হয়নি ৷
আর এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন কিউয়ি তারকা স্কট স্টাইরিশ ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘অবিলম্বে ওই তৃতীয় আম্পায়ারকে বহিষ্কার করা হোক ৷ এটা একটা দারুণ জোক ছিল ৷’’
আরও পড়ুন: শেষ বলে ছক্কা হাঁকিয়ে দুরন্ত সেঞ্চুরি রুতুরাজের
ঘটনায় বিস্ময় প্রকাশ করে পঞ্জাব কিংসও ৷ যদিও জীবন ফিরে পাওয়ার পর ইনিংস দীর্ঘায়িত হয়নি পাড়িক্কলের ৷ 37 রানে জীবন ফিরে পেয়ে ব্যক্তিগত 40 রানে আউট হন আরসিবি ওপেনার ৷ এরপর ম্যাক্সওয়েল ঝড়ে 20 ওভারে 164 রান তোলে আরসিবি ৷ 33 বলে বিধ্বংসী 57 রানের ইনিংস খেলেন অজি ব্যাটার ৷