ETV Bharat / sports

Pranob Nandy joins MB: ইস্টবেঙ্গলে ক্রিকেট পরিকাঠামো ভেঙে পড়েছে, তাই সবুজ-মেরুনে প্রণব - Coach Pranob Nandy joins Mohun Bagan from East Bengal

আঠারো বছর লাল-হলুদের কোচের দায়িত্ব সামলানো বর্ষীয়ান কোচ প্রণন নন্দী এবছর মোহনবাগানের প্রশিক্ষণের দায়িত্বে (Coach Pranob Nandy joins Mohun Bagan from East Bengal)। মেন্টর তারই দাদা পলাশ নন্দী।

Pranob Nandy joins MB
সবুজ-মেরুনে প্রণব
author img

By

Published : Jul 2, 2022, 11:05 PM IST

কলকাতা, 2 জুলাই: ইস্টবেঙ্গলের ক্রিকেট পরিকাঠামো ভেঙে পড়েছে। অন্যদিকে নতুন উদ্যমে ক্রিকেট পরিকাঠামো গড়ে তুলছে মোহনবাগান। সমস্তদিক বিবেচনা করে তাই সবুজ-মেরুনে যোগ দিলেন প্রণব নন্দী। আঠারো বছর লাল-হলুদের কোচের দায়িত্ব সামলানো বর্ষীয়ান কোচ এবছর মোহনবাগানের প্রশিক্ষণের দায়িত্বে (Coach Pranob Nandy joins Mohun Bagan from East Bengal)। মেন্টর তারই দাদা পলাশ নন্দী। দাদা-ভাইয়ের যুগলবন্দিতে কলকাতা ময়দানে কোনও ক্লাবের কোচিং ব্রিগেড চালানোর নজির এযাবৎ নেই। সঙ্গে নিয়ে আসা হয়েছে ইস্টবেঙ্গলে প্রণবের সহকারী কোচকেও।

একুশ বছর মোহনবাগান জার্সিতে ট্রফি জেতার জন্য ঝাঁপিয়েছেন। এবার কোচের চেয়ারে বসে ট্রফি জয়ের অঙ্ক কষতে হবে। আবেগ সরিয়ে পেশাদারিত্বের মোড়কে দলকে মাঠের বাইরে থেকে পরিচালনা করতে হবে তাঁকে। বিষয়টি মাথায় রেখেই প্রণব নন্দী বলছেন অর্থ নয়, ক্রিকেট পরিকাঠামো, স্বাচ্ছন্দ্য তাঁর কাছে সবসময় বিবেচ্য বিষয় হয়ে এসেছে। ইস্টবেঙ্গলে বর্তমানে সেটাই অস্তমিত। তাই ইস্টবেঙ্গল ছাড়তে পারার খবর জানতে পেরে মোহনবাগানের সচিব তার সঙ্গে যোগাযোগ করলে তিনি যোগ দিতে দ্বিধা করেননি।

আরও পড়ুন : ঋদ্ধি আর বাংলার নন, ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি

ক্রিকেট নিয়ে নতুন কোচের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বলছেন মাত্র সাতদিন হল ক্রিকেট দেখভাল করছেন। প্রথমেই তাঁর চোখে ক্রিকেটারদের সঙ্গে খাতায়-কলমে চুক্তি না-হওয়ার খামতি ধরা পড়েছে। পুরোটাই এতদিন মৌখিকভাবে হত বলে জানিয়েছেন তিনি। এবার সেই অভ্যেসের বদল চাইছেন দেবাশিস দত্ত। ফুটবলারদের মতো ক্রিকেটারদের সঙ্গেও খাতায়-কলমে চুক্তি করার কথা জানিয়েছেন সচিব। পাশাপাশি দেবাশিস দত্তের দাবি, ক্রিকেটারদের সঙ্গে লিখিত চুক্তির বিষয়টি ময়দানের অন্য কোনও ক্লাবে হয় কি না, তা জানেন না। তবে মোহনবাগানে চালু হচ্ছে তা নিশ্চিত করছেন।

কলকাতা, 2 জুলাই: ইস্টবেঙ্গলের ক্রিকেট পরিকাঠামো ভেঙে পড়েছে। অন্যদিকে নতুন উদ্যমে ক্রিকেট পরিকাঠামো গড়ে তুলছে মোহনবাগান। সমস্তদিক বিবেচনা করে তাই সবুজ-মেরুনে যোগ দিলেন প্রণব নন্দী। আঠারো বছর লাল-হলুদের কোচের দায়িত্ব সামলানো বর্ষীয়ান কোচ এবছর মোহনবাগানের প্রশিক্ষণের দায়িত্বে (Coach Pranob Nandy joins Mohun Bagan from East Bengal)। মেন্টর তারই দাদা পলাশ নন্দী। দাদা-ভাইয়ের যুগলবন্দিতে কলকাতা ময়দানে কোনও ক্লাবের কোচিং ব্রিগেড চালানোর নজির এযাবৎ নেই। সঙ্গে নিয়ে আসা হয়েছে ইস্টবেঙ্গলে প্রণবের সহকারী কোচকেও।

একুশ বছর মোহনবাগান জার্সিতে ট্রফি জেতার জন্য ঝাঁপিয়েছেন। এবার কোচের চেয়ারে বসে ট্রফি জয়ের অঙ্ক কষতে হবে। আবেগ সরিয়ে পেশাদারিত্বের মোড়কে দলকে মাঠের বাইরে থেকে পরিচালনা করতে হবে তাঁকে। বিষয়টি মাথায় রেখেই প্রণব নন্দী বলছেন অর্থ নয়, ক্রিকেট পরিকাঠামো, স্বাচ্ছন্দ্য তাঁর কাছে সবসময় বিবেচ্য বিষয় হয়ে এসেছে। ইস্টবেঙ্গলে বর্তমানে সেটাই অস্তমিত। তাই ইস্টবেঙ্গল ছাড়তে পারার খবর জানতে পেরে মোহনবাগানের সচিব তার সঙ্গে যোগাযোগ করলে তিনি যোগ দিতে দ্বিধা করেননি।

আরও পড়ুন : ঋদ্ধি আর বাংলার নন, ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি

ক্রিকেট নিয়ে নতুন কোচের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বলছেন মাত্র সাতদিন হল ক্রিকেট দেখভাল করছেন। প্রথমেই তাঁর চোখে ক্রিকেটারদের সঙ্গে খাতায়-কলমে চুক্তি না-হওয়ার খামতি ধরা পড়েছে। পুরোটাই এতদিন মৌখিকভাবে হত বলে জানিয়েছেন তিনি। এবার সেই অভ্যেসের বদল চাইছেন দেবাশিস দত্ত। ফুটবলারদের মতো ক্রিকেটারদের সঙ্গেও খাতায়-কলমে চুক্তি করার কথা জানিয়েছেন সচিব। পাশাপাশি দেবাশিস দত্তের দাবি, ক্রিকেটারদের সঙ্গে লিখিত চুক্তির বিষয়টি ময়দানের অন্য কোনও ক্লাবে হয় কি না, তা জানেন না। তবে মোহনবাগানে চালু হচ্ছে তা নিশ্চিত করছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.