আমেদাবাদ, 7 অক্টোবর: বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মহাযুদ্ধ ৷ রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে যত না উন্মাদনা রয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা তার আরও কয়েকগুণ ৷ 14 অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাক এই মহারণ দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই ৷ কিন্তু এরই মাঝে রয়েছে তৈরি হয়েছে একটি আশঙ্কার বাতাবরণও ৷ কারণ মহারণ ঘিরে মিলেছে নাশকতার হুমকি ৷ আর সেই হুমকি মেইল আসতেই স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করল আমেদাবাদ পুলিশ ৷
আমেদাবাদের সেক্টর 1-এর জেসিপি চিরাগ কোর্দিয়া ইটিভি ভারতকে বলেন, "দর্শকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ ম্যাচ চলাকালীন সর্বাধিক পুলিশ মোতায়ন করা হবে আমেদাবাদে ৷" এর আগেই স্টেডিয়ামটিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে 3 হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল ৷ ম্যাচের দিন এই সংখ্য়া বাড়িয়ে 5 হাজার করা হবে ৷
চিরাগ জানিয়েছেন, 11 অক্টোবর থেকে নাকা তল্লাশিরও ব্যবস্থা করা হবে ৷ এলাকার সব হোটেল এবং গেস্ট হাউসেও তল্লাশি চালাবে পুলিশ। বিদেশ থেকেও অনেকেই এসেছেন বিশ্বকাপের ম্য়াচ উপভোগ করতে ৷ তাঁদেরও ভয়ের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিরাগ ৷ প্রসঙ্গত, গত 6 অক্টোবর একটি হুমকি মেইল পায় এনআইএ ৷ সেখানে হুমকি দেওয়া হয় 14 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলা চালানো হবে ৷ তারপর থেকেই নিরাপত্তা জোরদার করে দিয়েছে পুলিশ প্রশাসন ৷
আরও পড়ুন: দ্রুততম শতরান থেকে সর্বাধিক স্কোর, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়াদের দখলে একাধিক রেকর্ড
প্রসঙ্গত, আমেদাবাদে খেলা হবে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ ৷ বিশ্বকাপের ফাইনাল ম্যাচও হওয়ার কথা রয়েছে এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ৷ আবার উদ্বোধনী ম্যাচেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড প্রতিদ্বন্দিতা করেছিল এই ময়দানেই ৷ বিশ্বকাপে হামলার হুমকি অবশ্য় এই প্রথম নয় ৷ এর আগেও একটি খালিস্তানি সংগঠন বিশ্বকাপের ম্যাচে নাশকতার হুমকি দেয় ৷