মুম্বই, 14 নভেম্বর: ভারত তথা বিশ্ব ক্রিকেটে তাঁকে ঈশ্বরের মর্যাদা দিয়েছেন অনুরাগীরা ৷ তিনি সচিন রমেশ তেন্ডুলকর ৷ ব্যাট হাতে তিনি অনেকের অনুপ্রেরণা ছিলেন এবং আজ আছেন ৷ তেমনি ছোটবেলায় বাকিদের মতো তিনিও সমান চঞ্চল এবং দুষ্টুমিষ্টি স্বভাবের ছিলেন ৷ হয়তো বা কোনও কোনও ক্ষেত্রে অনেকের থেকে একটু বেশি ৷ শিশু দিবসে সোশাল মিডিয়ায় নিজের সেই দুষ্টুমির কথাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মাস্টার ব্লাস্টার ৷ শুধু নিজের দুষ্টুমি স্মৃতি ভাগ করে নিলেন না, অনুরাগীদের দুষ্টুমির কথাও জানতে চাইলেন তিনি ৷
-
Childhood is incomplete without a bit of mischief.
— Sachin Tendulkar (@sachin_rt) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
When I was a kid, my friends and I would flatten the tyres of the cars parked in Sahitya Sahwas. The thorough professionals that we were, our job wasn’t done until ALL 4 tyres were flattened.
Rewind the time and tell me the…
">Childhood is incomplete without a bit of mischief.
— Sachin Tendulkar (@sachin_rt) November 14, 2023
When I was a kid, my friends and I would flatten the tyres of the cars parked in Sahitya Sahwas. The thorough professionals that we were, our job wasn’t done until ALL 4 tyres were flattened.
Rewind the time and tell me the…Childhood is incomplete without a bit of mischief.
— Sachin Tendulkar (@sachin_rt) November 14, 2023
When I was a kid, my friends and I would flatten the tyres of the cars parked in Sahitya Sahwas. The thorough professionals that we were, our job wasn’t done until ALL 4 tyres were flattened.
Rewind the time and tell me the…
শৈশব বা বাল্যকাল আমরা সকলেই পেরিয়ে এসেছি ৷ আবার অনেকে সেই সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ বলা হয় তাঁরাই সময়গুলির গুরুত্ব বোঝেন, যাঁরা তা অতিক্রম করে এসেছেন ৷ সামাজিকতা বা ভবিষ্যতের চিন্তা, কোনও কিছুরই বালাই থাকে না ৷ তাই শিশুদিবসে চিন্তামুক্ত সেইসব দিনের স্মৃতি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন সচিন ৷ তিনি লেখেন, ‘‘একটু-আধটু দুষ্টুমি ছাড়া ছোটবেলা অপূর্ণ থেকে যায় ৷ যখন ছোট ছিলাম, তখন আমি এবং আমার বন্ধুরা ‘সাহিত্য সহবাসে’ দাঁড়িয়ে থাকা গাড়ির টায়ার হাওয়া পাংচার করে দিতাম ৷’’
এমনই ডানপিটে ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ছোটবেলা ৷ তবে, ক্রিকেটের মতো দুষ্টুমিতেও পেশাদার ছিলেন সচিন ৷ তিনি লেখেন, ‘‘আমরা এতটাই পেশাদার ছিলাম যে, যতক্ষণ না গাড়ির চারটে টায়ারের হাওয়া গায়েব করে সমান করে দিতাম, ততক্ষণ আমাদের কাজ শেষ হত না ৷’’ সচিন নিজের ছেলাবেলার স্মৃতি যেমন শেয়ার করেছেন ৷ তেমনি অনুরাগীদের দুষ্টুমির স্মৃতিও জানতে চাইলেন মাস্টার ব্লাস্টার ৷
আরও পড়ুন: