ETV Bharat / sports

ICC World Cup 2023: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কারও তুলনা করতে নারাজ ছোটবেলা কোচ কেশব বন্দ্যোপাধ্যায় - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

MSD Childhood Coach Keshav Banerjee: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কারও তুলনায় যেতে নারাজ তাঁর ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় ৷ রোহিত শর্মা অভিজ্ঞ হলেও, সেই পর্যায়ে যেতে পারেননি বলে জানালেন তিনি ৷ ইটিভি ভারতের রাজেশ কুমার সিংয়ের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানালেন কেশব বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 6:29 PM IST

রাঁচি, 4 অক্টোবর: ভারত অধিনায়ক রোহিত শর্মা খুবই অভিজ্ঞ ৷ তবে, তাঁর সঙ্গে কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির তুলনায় যেতে নারাজ মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ ভারত ধোনির নেতৃত্বে আইসিসি’র সবরকম খেতাব জিতেছে ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ এবং 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত ৷ এমনকি ধোনির নেতৃত্বে টেস্টে এক নম্বর দল হিসেবে আইসিসি ম্যাক পায় ভারতীয় দল ৷

আর কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিষ্যের এই সাফল্যের ধারে কাছে কেউ নেই ৷ তিনি বলেন, ‘‘ধোনি উইকেটের পিছন থেকে প্রত্যেক ব্যাটারের পরবর্তী পরিকল্পনা বুঝতে পারতেন ৷ সেই মতে উইকেটের পিছন থেকে বোলারকে সেই অনুযায়ী বল করার পরামর্শ দিতেন এমএসডি ৷ আর রোহিত শর্মাও অনেক চতুর ও অভিজ্ঞ অধিনায়ক ৷ কিন্তু, তিনি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সঙ্গে তাঁকে তুলনা করা যায় না ৷’’ তাঁর মতে, ভারত এবারের বিশ্বকাপে অনেক বেশি প্রস্তুত হয়ে নামছে ৷ কিন্তু, বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের অনুপস্থিতি ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে দাবি তাঁর ৷

তাঁর মতে, ‘‘অক্ষর প্যাটেলের ব্যাটিং করার ক্ষমতা রয়েছে ৷ বিসিসিআই-এর এই দিকটা মাথায় রাখা উচিত ছিল যে, দলে নির্বাচিত প্লেয়ার যাতে চোট না পান ৷’’ আর উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষাণকে নিয়েও খুশি কেশব বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়খণ্ডের এই প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে যেমন সফল ৷ তেমনি ব্যাটিং-অর্ডারে ভারতীয় মিডল-অর্ডারকে আরও মজবুত করবে বলে জানান তিনি ৷ ভারতের প্রথম একাদশে রাখার দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: যে কোনও জায়গায় নিজেকে প্রমাণ করতে পারে ঈশান, আত্মবিশ্বাসী বাবা

কেশব বন্দ্যোপাধ্যায় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল-সহ অন্যান্য ব্যাটারদের সম্পর্কেও তাঁর মতামত প্রকাশ করেছেন ৷ তিনি জানান, 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারত ও ইংল্যান্ডকে দেখছেন ৷ তবে, ঘরের মাঠে খেলার সুবিধা যেমন রয়েছে ৷ তেমনি তার অনেক চাপও ক্রিকেটারদের মধ্যে থাকবে বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ছোটবেলার কোচ ৷

আরও পড়ুন: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি

তিনি বলেন, ‘‘রোহিত শর্মাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা ও সকলের প্রত্যাশার চাপ সামলাতে হবে ৷ 1983 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কপিল দেব ৷ 2011 সালে মহেন্দ্র সিং ধোনি জিতিয়েছেন ৷ এবার রোহিত শর্মার কাছে সেই সুযোগ রয়েছে দেশের হয়ে বিশ্বকাপ হাতে তোলার ৷’’

রাঁচি, 4 অক্টোবর: ভারত অধিনায়ক রোহিত শর্মা খুবই অভিজ্ঞ ৷ তবে, তাঁর সঙ্গে কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির তুলনায় যেতে নারাজ মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ ভারত ধোনির নেতৃত্বে আইসিসি’র সবরকম খেতাব জিতেছে ৷ 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ এবং 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত ৷ এমনকি ধোনির নেতৃত্বে টেস্টে এক নম্বর দল হিসেবে আইসিসি ম্যাক পায় ভারতীয় দল ৷

আর কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিষ্যের এই সাফল্যের ধারে কাছে কেউ নেই ৷ তিনি বলেন, ‘‘ধোনি উইকেটের পিছন থেকে প্রত্যেক ব্যাটারের পরবর্তী পরিকল্পনা বুঝতে পারতেন ৷ সেই মতে উইকেটের পিছন থেকে বোলারকে সেই অনুযায়ী বল করার পরামর্শ দিতেন এমএসডি ৷ আর রোহিত শর্মাও অনেক চতুর ও অভিজ্ঞ অধিনায়ক ৷ কিন্তু, তিনি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সঙ্গে তাঁকে তুলনা করা যায় না ৷’’ তাঁর মতে, ভারত এবারের বিশ্বকাপে অনেক বেশি প্রস্তুত হয়ে নামছে ৷ কিন্তু, বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের অনুপস্থিতি ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে দাবি তাঁর ৷

তাঁর মতে, ‘‘অক্ষর প্যাটেলের ব্যাটিং করার ক্ষমতা রয়েছে ৷ বিসিসিআই-এর এই দিকটা মাথায় রাখা উচিত ছিল যে, দলে নির্বাচিত প্লেয়ার যাতে চোট না পান ৷’’ আর উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষাণকে নিয়েও খুশি কেশব বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়খণ্ডের এই প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে যেমন সফল ৷ তেমনি ব্যাটিং-অর্ডারে ভারতীয় মিডল-অর্ডারকে আরও মজবুত করবে বলে জানান তিনি ৷ ভারতের প্রথম একাদশে রাখার দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: যে কোনও জায়গায় নিজেকে প্রমাণ করতে পারে ঈশান, আত্মবিশ্বাসী বাবা

কেশব বন্দ্যোপাধ্যায় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল-সহ অন্যান্য ব্যাটারদের সম্পর্কেও তাঁর মতামত প্রকাশ করেছেন ৷ তিনি জানান, 19 নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারত ও ইংল্যান্ডকে দেখছেন ৷ তবে, ঘরের মাঠে খেলার সুবিধা যেমন রয়েছে ৷ তেমনি তার অনেক চাপও ক্রিকেটারদের মধ্যে থাকবে বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ছোটবেলার কোচ ৷

আরও পড়ুন: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি

তিনি বলেন, ‘‘রোহিত শর্মাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা ও সকলের প্রত্যাশার চাপ সামলাতে হবে ৷ 1983 সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কপিল দেব ৷ 2011 সালে মহেন্দ্র সিং ধোনি জিতিয়েছেন ৷ এবার রোহিত শর্মার কাছে সেই সুযোগ রয়েছে দেশের হয়ে বিশ্বকাপ হাতে তোলার ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.