ETV Bharat / sports

Pujara Meets PM Modi: 100তম টেস্টের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চেতেশ্বর পূজারা - চেতেশ্বর পূজারা

100তম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চেতেশ্বর পূজারা (Pujara Meets PM Modi) ৷ স্ত্রী পূজা পূজারাকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যেয় দেখা করতে যান তিনি ৷

Pujara Meets PM Modi ETV BHARAT
Pujara Meets PM Modi
author img

By

Published : Feb 15, 2023, 8:47 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলা অধুনা অরুণ জেটলি স্টেডিয়ামে কেরিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন চেতেশ্বর পূজারা ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এলেন ভারতের টপ-অর্ডার এই ব্যাটার (Cheteshwar Pujara Meets PM Narendra Modi ) ৷ মঙ্গলবার সন্ধ্যেয় সস্ত্রীক দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি ৷ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছেন পূজারা ৷ জানিয়েছেন, 100তম ম্যাচে নামার আগে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ প্রদান করেছেন (Cheteshwar Pujara will Plays 100th Test) ৷

চেতেশ্বর পূজারা টুইটে লিখেছেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকার আমার কাছে খুবই সম্মানের ছিল ৷ আমার 100তম টেস্টের আগে এই সাক্ষাৎকার আমাকে উৎসাহিত করেছে ৷ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷’’এই সাক্ষাৎকার নিয়ে প্রধানমন্ত্রীও একটি টুইট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ পূজা এবং তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো ৷ 100তম টেস্ট খেলার জন্য এবং আগামী দিনে তাঁর কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই ৷’’

17 ফেব্রুয়ারি দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবেন চেতেশ্বর পূজারা ৷ এই ম্যাচ পূজারার 100 তম ম্যাচ ৷ আর ভারতের 13 নম্বর ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন ৷ তার আগে এই তালিকায় রয়েছেন সচিন, রাহুল, সৌরভ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা ৷

আরও পড়ুন: টেস্টে বোলিং ব়্যাঙ্কিংয়ে 2 নম্বরে অশ্বিন, দু’ধাপ উঠে ব্যাটারদের তালিকায় আটে রোহিত

99 টেস্টে পূজারা 7 হাজার 21 রান করেছেন ৷ তাঁর গড় 44.15 ৷ 13 বছরের টেস্ট কেরিয়ারে 19টা সেঞ্চুরি এবং 34টি হাফ সেঞ্চুরি করেছেন ৷ তাঁর টেস্টে কেরিয়ার বেস্ট 206 রান ৷ গত বছর 5টি টেস্ট খেলে পূজারা 409 রান করেছিলেন ৷

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলা অধুনা অরুণ জেটলি স্টেডিয়ামে কেরিয়ারের 100তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন চেতেশ্বর পূজারা ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এলেন ভারতের টপ-অর্ডার এই ব্যাটার (Cheteshwar Pujara Meets PM Narendra Modi ) ৷ মঙ্গলবার সন্ধ্যেয় সস্ত্রীক দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি ৷ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছেন পূজারা ৷ জানিয়েছেন, 100তম ম্যাচে নামার আগে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ প্রদান করেছেন (Cheteshwar Pujara will Plays 100th Test) ৷

চেতেশ্বর পূজারা টুইটে লিখেছেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকার আমার কাছে খুবই সম্মানের ছিল ৷ আমার 100তম টেস্টের আগে এই সাক্ষাৎকার আমাকে উৎসাহিত করেছে ৷ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ৷’’এই সাক্ষাৎকার নিয়ে প্রধানমন্ত্রীও একটি টুইট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘ পূজা এবং তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো ৷ 100তম টেস্ট খেলার জন্য এবং আগামী দিনে তাঁর কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই ৷’’

17 ফেব্রুয়ারি দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবেন চেতেশ্বর পূজারা ৷ এই ম্যাচ পূজারার 100 তম ম্যাচ ৷ আর ভারতের 13 নম্বর ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন ৷ তার আগে এই তালিকায় রয়েছেন সচিন, রাহুল, সৌরভ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা ৷

আরও পড়ুন: টেস্টে বোলিং ব়্যাঙ্কিংয়ে 2 নম্বরে অশ্বিন, দু’ধাপ উঠে ব্যাটারদের তালিকায় আটে রোহিত

99 টেস্টে পূজারা 7 হাজার 21 রান করেছেন ৷ তাঁর গড় 44.15 ৷ 13 বছরের টেস্ট কেরিয়ারে 19টা সেঞ্চুরি এবং 34টি হাফ সেঞ্চুরি করেছেন ৷ তাঁর টেস্টে কেরিয়ার বেস্ট 206 রান ৷ গত বছর 5টি টেস্ট খেলে পূজারা 409 রান করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.