মুম্বই, 19 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল ৷ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে বাঁ-হাতের কবজিতে চোট ও আঙুলের জয়েন্টের হাড় সরে গিয়েছে অক্ষর প্যাটেলের ৷ কতদিন সময় লাগবে সুস্থ হতে তাঁর ? সেই নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার পিঠে লাগা খিঁচ থেকে কতটা সুস্থ হয়েছেন ? সে নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ৷ এই পরিস্থিতিতে অক্ষরের জায়গায় স্পিন বোলিং অল-রাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ সব মিলিয়ে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে 19 দিন আগেও চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
গত 17 সেপ্টেম্বর রোহিত শর্মা জানিয়েছিলেন, অক্ষরের চোট সারতে 10 দিন বা তারও বেশি সময় লাগতে পারে ৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপের 15 জনের দলে অক্ষর প্যাটেলকে রেখেই আইসিসি’র কাছে চূড়ান্ত তালিকা জমা দিয়েছে বিসিসিআই ৷ সেখানে রিজার্ভ স্কোয়াডে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে ৷ এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজের শেষ ম্যাচে দলে রাখা হয়েছে অক্ষরকে ৷ সেখানেও তাঁর দলে ফেরা নিয়ে সংশয় রয়েছে ৷ কারণ, একমাত্র একশো শতাংশ ফিট হলেই স্কোয়াডে ফিরতে পারবেন অক্ষর ৷ তা না হলে, অক্ষরের বদলে অশ্বিনকে বিশ্বকাপের স্কোয়াডে সামিল করা হতে পারে ৷
সেই সঙ্গে এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন করার সময় পিঠে খিঁচ লাগে শ্রেয়স আইয়ারের ৷ যার জন্য বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে যান শ্রেয়স ৷ তাঁকে অস্ট্রেলিয়া সিরিজের 3 ম্যাচের দলেই রাখা হয়েছে ৷ কিন্তু, তিনি এখনও একশো শতাংশ ম্যাচ ফিট কিনা, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে ৷ তবে, শ্রেয়সের ক্ষেত্রে বোর্ড কোনও বিকল্প ভাবনা নেয়নি যখন, তখন ধরে নেওয়া হচ্ছে তিনি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন ৷ তবে, শুধু ভারত নয় ৷ একই অবস্থা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ৷
আরও পড়ুন: ফিরলেন অশ্বিন, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দু'ম্যাচে বদল অধিনায়কত্বে
অস্ট্রেলিয়া দলের ওপেনার ট্রাভিস হেডকে বিশ্বকাপ থেকে বাইরে ধরে নেওয়া হচ্ছে ৷ তাঁর বাঁ-হাতের হাড়ে চিড় ধরেছে ৷ ক্যামেরন গ্রিন কনকাশন রুলের কারণে দলের বাইরে হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে ৷ এর পর বাকি চার ম্যাচে দলে ফেরেননি ৷ তবে, তিনি ভারতের বিরুদ্ধে সিরিজে রয়েছেন ৷ এমনকি চোটের কারণে বাইরে থাকা প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্কদের তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে দলে ফেরানো হয়েছে ৷
তবে, বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে বিপদে দক্ষিণ আফ্রিকা ৷ তাদের পেস বোলিংয়ের অন্যতম ভরসা এনরিক নখিয়া লোয়ার ব্যাকের চোট পেয়েছেন ৷ অধিনায়ক তেম্বা বাভুমা হালকা চোটগ্রস্ত ৷ শেষ মুহূর্তে ডান হাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে নিউডিল্যান্ডের সিমার টিম সাউদির ৷ মিডল-অর্ডারে কিউয়িদের বড় ভরসা ড্যারেল মিচেলের আঙুলের হাড় সরে গিয়েছে ৷ তবে, অধিনায়ক কেন উইলিয়ামসন স্কোয়াডে থাকলেও, ঠিকঠাক ম্যাচ প্র্যাকটিস ছাড়াই টুর্নামেন্টে নামছেন ৷
আরও পড়ুন: স্পিনিং অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের দৌড়ে রয়েছেন অশ্বিন, জানালেন রোহিত
ইংল্যান্ডের ক্ষেত্রে বড় সমস্যা লেগ স্পিনার আদিল রাশিদের চোট ৷ ভারতের মাটিতে তাঁর স্পিন বোলিং ইংল্যান্ডের অন্যতম ভরসা ৷ শ্রীলঙ্কা দলেও একাধিক চোট রয়েছে ৷ সম্প্রতি মহিশ তিকশনা এবং ওয়ানাডু হাসারঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন ৷ তাঁদের বিশ্বকাপের দলে ফেরা নিয়ে সংশয় রয়েছে ৷ অন্যদিকে, পেস নির্ভর পাকিস্তান দলও চোটে জর্জরিত ৷ নাসিম শাহ কাঁধের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ৷ হারিস রউফের হাঁটুর চোটও ভাবাচ্ছে পাকিস্তানকে ৷ সলমন আঘার চোখের নিচে সেলাই পড়েছে ৷ তবে, তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে ৷