ETV Bharat / sports

Cricket amid Heatwave : দাবদাহেই চলছে ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটারদের স্বাস্থ্যে সতর্ক সিএবি - তীব্র গরমেই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছে ময়দানে

তীব্র গরমেই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছে ময়দানে । আগামী মাসে ইডেনে রয়েছে আইপিএলের দু'টি প্লে-অফ ম্যাচও । ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিশেষভাবে সতর্ক রয়েছেন সিএবি কর্তারা (CAB officials are vigilant to keep Cricketers healthy) ।

Domestic cricket in Bengal
দাবদাহেই চলছে ঘরোয়া ক্রিকেট
author img

By

Published : Apr 26, 2022, 8:23 AM IST

কলকাতা, 26 এপ্রিল : দাবদাহ চলছে দক্ষিণবঙ্গে । কলকাতা এবং বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তারই মধ্যে কলকাতা ময়দানে চলছে ঘরোয়া ক্রিকেট । তাতে খেলতে গিয়ে যাতে ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিশেষভাবে সতর্ক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB officials are vigilant to keep Cricketers healthy) ।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের 28 তারিখ অবধি এই তাপপ্রবাহ চলবে । এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা লেবু জল, এনার্জি ড্রিঙ্ক এবং বরফের জোগান দ্বিগুন করেছি । যেসব মাঠে খেলা হচ্ছে সেখানে এইগুলো পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । ক্রিকেটাররা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেদিক লক্ষ্য রাখা হচ্ছে ।”

প্রেসিডেন্টের সুরই যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলাতেও । তাঁরা যে ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক তা মনে করিয়ে দিয়েছেন । আরেক যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, তিনি প্রতিটি মাঠে সমস্তকিছু পর্যাপ্তভাবে যাচ্ছে কি না তা খতিয়ে দেখছেন ।

  • #BCCI team visits #Eden

    A BCCI team visited Eden Gardens & conducted a recce of the facilities ahead of the IPL playoff scheduled for May.
    The IPL team thereafter met the top brass at CAB led by President Avishek Dalmiya along with Hony Secretary Snehashis Ganguly.#CAB pic.twitter.com/BJDuvA1KpT

    — CABCricket (@CabCricket) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিপর্যয়েও দলের পাশে রোহিত, কঠিন সময় সঙ্গে থাকায় ধন্যবাদ অনুরাগীদের

অন্যদিকে, তীব্র গরমের মধ্যেই আইপিএলের বাজনা বাজতে শুরু করেছে সিএবিতে । প্রায় দু'বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল । 24 এবং 25 মে নন্দনকাননে রয়েছে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ । তারই প্রস্তুতিতে সোমবার ইডেনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বিসিসিআইয়ের প্রতিনিধিরা । এদিন বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে । মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তাঁরা । পরিদর্শনের পর বৈঠক করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম-সচিব দেবব্রত দাসের সঙ্গে ।

কলকাতা, 26 এপ্রিল : দাবদাহ চলছে দক্ষিণবঙ্গে । কলকাতা এবং বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তারই মধ্যে কলকাতা ময়দানে চলছে ঘরোয়া ক্রিকেট । তাতে খেলতে গিয়ে যাতে ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিশেষভাবে সতর্ক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB officials are vigilant to keep Cricketers healthy) ।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের 28 তারিখ অবধি এই তাপপ্রবাহ চলবে । এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা লেবু জল, এনার্জি ড্রিঙ্ক এবং বরফের জোগান দ্বিগুন করেছি । যেসব মাঠে খেলা হচ্ছে সেখানে এইগুলো পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । ক্রিকেটাররা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেদিক লক্ষ্য রাখা হচ্ছে ।”

প্রেসিডেন্টের সুরই যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলাতেও । তাঁরা যে ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক তা মনে করিয়ে দিয়েছেন । আরেক যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, তিনি প্রতিটি মাঠে সমস্তকিছু পর্যাপ্তভাবে যাচ্ছে কি না তা খতিয়ে দেখছেন ।

  • #BCCI team visits #Eden

    A BCCI team visited Eden Gardens & conducted a recce of the facilities ahead of the IPL playoff scheduled for May.
    The IPL team thereafter met the top brass at CAB led by President Avishek Dalmiya along with Hony Secretary Snehashis Ganguly.#CAB pic.twitter.com/BJDuvA1KpT

    — CABCricket (@CabCricket) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিপর্যয়েও দলের পাশে রোহিত, কঠিন সময় সঙ্গে থাকায় ধন্যবাদ অনুরাগীদের

অন্যদিকে, তীব্র গরমের মধ্যেই আইপিএলের বাজনা বাজতে শুরু করেছে সিএবিতে । প্রায় দু'বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল । 24 এবং 25 মে নন্দনকাননে রয়েছে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ । তারই প্রস্তুতিতে সোমবার ইডেনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বিসিসিআইয়ের প্রতিনিধিরা । এদিন বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে । মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তাঁরা । পরিদর্শনের পর বৈঠক করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম-সচিব দেবব্রত দাসের সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.