ETV Bharat / sports

WTC : টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্রেট লির বাজি নিউজ়িল্যান্ড - ব্রেট লির বাজি নিউজ়িল্যান্ড

প্রাক্তন অজ়ি পেসার মনে করেন ইংল্যান্ডের আবহওয়ায় কিউয়িদের মানিয়ে নিতে সমস্যা হবে না ৷ কারণ ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের আবহওয়া কিছুটা একইরকম ৷ তাছাড়া ইংল্যান্ডের 22 গজের সুইং বোল্ট, সাউদিদের বেশি সাহায্য করবে ৷

WTC
WTC
author img

By

Published : Jun 4, 2021, 5:58 PM IST

নয়াদিল্লি, 4 জুন : সামনেই টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হওয়ার হাতছানি ৷ সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বিশেষজ্ঞরা ব্যস্ত হিসেব নিকেশে ৷ বিরাট না উইলিয়ামসন, কার মাথায় উঠবে সেরার শিরোপা? জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের ৷ কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও পেস বোলার ব্রেট লি মনে করেন ভারতের থেকে কিছুটা হলেও পাল্লা ভারী নিউজ়িল্যান্ডের ৷

প্রাক্তন অজ়ি পেসার মনে করেন ইংল্যান্ডের আবহওয়ায় কিউয়িদের মানিয়ে নিতে সমস্যা হবে না ৷ কারণ ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের আবহওয়া কিছুটা একইরকম ৷ তাছাড়া ইংল্যান্ডের 22 গজের সুইং বোল্ট, সাউদিদের বেশি সাহায্য করবে ৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিশিয়াল ওয়েব সাইটে ব্রেট লি বলেন, ‘‘ আমি মনে করি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ৷ তবে নিউজ়িল্যান্ডের অভিজ্ঞতা বেশি ৷ কারণ এখানকার পরিস্থিতি কিছুটা নিউজ়িল্যান্ডের মতোই ৷ এটি পেস বোলিং ও সুইং বোলিংয়ের পক্ষে উপযুক্ত হতে পারে ৷ এবং এই পয়েন্টে আমার মতে কিউয়িরা খানিকটা হলেও এগিয়ে ৷’’

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

ব্রেট লি আরও বলেন, ‘‘ ব্যাটিংয়ের দিক থেকে দুটি দলেই এমন ব্যাটসম্যান আছে যাঁরা ভাল সুইং বোলিং খেলতে পারেন ৷ তবে আমার মতে খেলাটা হতে চলেছে দুই দেশের বোলারদের মধ্যে ৷ তাই যে দল ভাল বোলিং করবে, তারাই জিতবে ৷’’

নয়াদিল্লি, 4 জুন : সামনেই টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হওয়ার হাতছানি ৷ সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বিশেষজ্ঞরা ব্যস্ত হিসেব নিকেশে ৷ বিরাট না উইলিয়ামসন, কার মাথায় উঠবে সেরার শিরোপা? জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের ৷ কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও পেস বোলার ব্রেট লি মনে করেন ভারতের থেকে কিছুটা হলেও পাল্লা ভারী নিউজ়িল্যান্ডের ৷

প্রাক্তন অজ়ি পেসার মনে করেন ইংল্যান্ডের আবহওয়ায় কিউয়িদের মানিয়ে নিতে সমস্যা হবে না ৷ কারণ ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের আবহওয়া কিছুটা একইরকম ৷ তাছাড়া ইংল্যান্ডের 22 গজের সুইং বোল্ট, সাউদিদের বেশি সাহায্য করবে ৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিশিয়াল ওয়েব সাইটে ব্রেট লি বলেন, ‘‘ আমি মনে করি একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ৷ তবে নিউজ়িল্যান্ডের অভিজ্ঞতা বেশি ৷ কারণ এখানকার পরিস্থিতি কিছুটা নিউজ়িল্যান্ডের মতোই ৷ এটি পেস বোলিং ও সুইং বোলিংয়ের পক্ষে উপযুক্ত হতে পারে ৷ এবং এই পয়েন্টে আমার মতে কিউয়িরা খানিকটা হলেও এগিয়ে ৷’’

আরও পড়ুন : রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

ব্রেট লি আরও বলেন, ‘‘ ব্যাটিংয়ের দিক থেকে দুটি দলেই এমন ব্যাটসম্যান আছে যাঁরা ভাল সুইং বোলিং খেলতে পারেন ৷ তবে আমার মতে খেলাটা হতে চলেছে দুই দেশের বোলারদের মধ্যে ৷ তাই যে দল ভাল বোলিং করবে, তারাই জিতবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.