দুবাই, 22 অক্টোবর : দীর্ঘ পাঁচ বছর পর বাইশ গজে কুড়ি-বিশের শ্রেষ্ঠত্বের লড়াই ৷ যোগ্যতা-নির্ণায়ক পর্বের শেষে আগামী শনিবার শুরু সুপার 12 বা মূলপর্বের ম্যাচ ৷ শুরুতেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের গনগনে আগুনে গা সেঁকছেন ক্রিকেটপ্রেমীরা ৷ তালিকায় রয়েছেন প্রাক্তন অজি স্পিডস্টার ব্রেট লিও ৷
ভারত বনাম পাকিস্তান ম্য়াচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে না চাইলেও ব্রেট লি'র বিশ্বাস দুবাইয়ের আবহাওয়ায় উপমহাদেশের দলগুলো কিছুটা এগিয়ে থেকে শুরু করবে ৷ যদিও অন্যান্য দলের ক্রিকেটারদের আইপিএল খেলার অভিজ্ঞতা সংশ্লিষ্ট দলগুলোর কাজে আসবে বলে মত প্রাক্তন স্পিডস্টারের ৷ তবে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াই মরুশহরে কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করছেন প্রাক্তন তারকা পেসার ৷
আইসিসি'র কলামে বর্তমান ধারাভাষ্যকার লিখেছেন, "এই উইকেটে উপমহাদেশীয় দলগুলোরই সাফল্য বেশি ৷ স্বাভাবিকভাবেই উপমহাদেশীয় দেশগুলো এগিয়ে থেকে শুরু করবে ৷ তবে সদ্য এই পিচে যেহেতু আইপিএল শেষ হয়েছে ফলে অজি এবং প্রোটিয়ারাও বেশ সুবিধা পেতে পারে ৷"
তবে সবকিছুর পরেও আমার মনে হয় ভারতীয় দল সবচেয়ে ফেভারিট ওদের প্রথমসারির চার-পাঁচ ব্য়াটার এবং বোলিং আক্রমণের জন্য ৷ আইসিসি'র ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টে সর্বাধিক রানস্কোরার এবং সর্বাধিক উইকেট সংগ্রাহক কে হবেন, সে ব্য়াপারে ভবিষ্যদ্বাণী করেছেন লি ৷
আরও পড়ুন : বাইশ গজে ভারত-পাক লড়াই নিয়ে উচ্ছ্বসিত হেডেন
প্রাক্তন স্পিডস্টারের কথায়, "আমার মতে কেএল রাহুল টুর্নামেন্টে সর্বাধিক রান করবে এবং তাঁর ফ্র্যাঞ্চাইজি সতীর্থ মহম্মদ শামি সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করবে ৷ গত কয়েকমাসে ওঁরা যে ফর্মে আছে সেইমত নিজেদের প্রমাণ করতে পারলে দুই ভারতীয়ই হবেন বিশ্বকাপে সর্বাধিক রান এবং উইকেট সংগ্রাহক ৷"