ETV Bharat / sports

India vs Australia 2nd Test: ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার - Ravindra Jadeja

দিল্লি টেস্টে এবার চালকের আসনে ভারত (India vs Australia 2nd Test) ৷ প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও স্পিনারদের দাপটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরলেন রোহিতরা ৷

India vs Australia 2nd Test ETV BHARAT
India vs Australia 2nd Test
author img

By

Published : Feb 19, 2023, 11:11 AM IST

Updated : Feb 19, 2023, 11:45 AM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি টেস্টের তৃতীয় দিনে জাদেজা-অশ্বিনের স্পিনের জালে আটকে গেল অজিরা ৷ ক্যাঙ্গারুদের দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা ৷ 113 রানে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (India vs Australia) ৷ ভারতের সামনে 115 রানের টার্গেট দ্বিতীয় টেস্ট জেতার জন্য ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত 4 ওভারের খেলায় কেএল রাহুলের উইকেট হারিয়ে 14 রান তুলেছে ৷ রোহিত এবং পূজারা ক্রিজে রয়েছেন ৷ ভারতের জেতার জন্য এখনও 101 রান দরকার ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রবীন্দ্র জাদেজা 10 উইকেট নিয়েছেন ৷

গতকালের স্কোরের সঙ্গে মাত্র 4 রান যোগ করেই ফিরে যান ট্রাভিস হেড (43) ৷ এরপর অস্ট্রেলিয়ানদের ইনিংসে ধস নামে ৷ একে একে স্টিভ স্মিথ (9), ম্যাট রেনশ (2) অশ্বিনের শিকার হন ৷ অন্যদিকে, গতকাল উসমান খোয়াজার (6) উইকেট নেওয়ার পর এদিন সকালে মার্নস লাবুশেন (35), পিটার হ্যান্ডসকম্ব (0), অ্যালেক্স কেরি (7) এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স (0)-এর উইকেট নেন জাদেজা ৷ প্রথম ইনিংসে ভারতের 139 রানে 7 উইকেট ফেলে দিলেও অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের 114 রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে ৷ 262 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ অস্ট্রেলিয়া মাত্র 1 রানের লিড পায় দ্বিতীয় ইনিংসে ৷

উল্লেখ্য, অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু, উসমান খোয়াজা (81) এবং পিটার হ্যান্ডসকম্ব (72)-এর ইনিংসে ভর করে 263 রান তোলে ৷ মহম্মদ শামি 4 উইকেট এবং অশ্বিন-জাদেজা 3টি করে উইকেট নেন ৷ জবাবে ভারত 262 রান করে ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 74 রান করেন অক্ষর প্যাটেল ৷ বিতর্কিত লেগ বিফর হওয়ার আগে বিরাট কোহলি 44 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন: বিরাটের আউটে বিতর্ক, কী বলছে আইসিসি'র নিয়ম ?

ভারতের ইনিংস একটা সময়ে 150 রানে মধ্যে গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল নাথন লায়নের অসাধারণ স্পেলের দৌলতে ৷ কিন্তু, সেখান থেকে অক্ষরের সঙ্গে অশ্বিন 114 রানের পার্টনারশিপ করেন ৷ ফলে ভারত ম্যাচে টিকে থাকে ৷ আজ সকালে জাদেজা এবং অশ্বিনের জুটি অস্ট্রেলিয়ার ব্যাটরদের ধরাশায়ী করে দেন ৷ মাত্র 113 রানে অল আউট হয়ে যান প্যাট কামিন্সরা ৷ ভারতকে জয়ের জন্য 114 রান করতে হবে ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি টেস্টের তৃতীয় দিনে জাদেজা-অশ্বিনের স্পিনের জালে আটকে গেল অজিরা ৷ ক্যাঙ্গারুদের দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা ৷ 113 রানে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (India vs Australia) ৷ ভারতের সামনে 115 রানের টার্গেট দ্বিতীয় টেস্ট জেতার জন্য ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত 4 ওভারের খেলায় কেএল রাহুলের উইকেট হারিয়ে 14 রান তুলেছে ৷ রোহিত এবং পূজারা ক্রিজে রয়েছেন ৷ ভারতের জেতার জন্য এখনও 101 রান দরকার ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রবীন্দ্র জাদেজা 10 উইকেট নিয়েছেন ৷

গতকালের স্কোরের সঙ্গে মাত্র 4 রান যোগ করেই ফিরে যান ট্রাভিস হেড (43) ৷ এরপর অস্ট্রেলিয়ানদের ইনিংসে ধস নামে ৷ একে একে স্টিভ স্মিথ (9), ম্যাট রেনশ (2) অশ্বিনের শিকার হন ৷ অন্যদিকে, গতকাল উসমান খোয়াজার (6) উইকেট নেওয়ার পর এদিন সকালে মার্নস লাবুশেন (35), পিটার হ্যান্ডসকম্ব (0), অ্যালেক্স কেরি (7) এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স (0)-এর উইকেট নেন জাদেজা ৷ প্রথম ইনিংসে ভারতের 139 রানে 7 উইকেট ফেলে দিলেও অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের 114 রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে ৷ 262 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ অস্ট্রেলিয়া মাত্র 1 রানের লিড পায় দ্বিতীয় ইনিংসে ৷

উল্লেখ্য, অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ কিন্তু, উসমান খোয়াজা (81) এবং পিটার হ্যান্ডসকম্ব (72)-এর ইনিংসে ভর করে 263 রান তোলে ৷ মহম্মদ শামি 4 উইকেট এবং অশ্বিন-জাদেজা 3টি করে উইকেট নেন ৷ জবাবে ভারত 262 রান করে ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 74 রান করেন অক্ষর প্যাটেল ৷ বিতর্কিত লেগ বিফর হওয়ার আগে বিরাট কোহলি 44 রানের ইনিংস খেলেন ৷

আরও পড়ুন: বিরাটের আউটে বিতর্ক, কী বলছে আইসিসি'র নিয়ম ?

ভারতের ইনিংস একটা সময়ে 150 রানে মধ্যে গুটিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল নাথন লায়নের অসাধারণ স্পেলের দৌলতে ৷ কিন্তু, সেখান থেকে অক্ষরের সঙ্গে অশ্বিন 114 রানের পার্টনারশিপ করেন ৷ ফলে ভারত ম্যাচে টিকে থাকে ৷ আজ সকালে জাদেজা এবং অশ্বিনের জুটি অস্ট্রেলিয়ার ব্যাটরদের ধরাশায়ী করে দেন ৷ মাত্র 113 রানে অল আউট হয়ে যান প্যাট কামিন্সরা ৷ ভারতকে জয়ের জন্য 114 রান করতে হবে ৷

Last Updated : Feb 19, 2023, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.