মুম্বই, 11 এপ্রিল: সোশাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার মেয়েকে হুমকি পোস্টের অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় অভিযুক্ত হায়দরাবাদের ইঞ্জিনিয়ার যুবকের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল দিল বম্বে হাইকোর্ট ৷ অভিযুক্ত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার রামনাগেশ আকুবাথানির মামলা খারিজের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ মঙ্গলবার মামলাকারি বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা আদালতে জানান, মামলায় দাখিল হওয়া চার্জশিট খারিজে তাঁদের (বিরাট-অনুষ্কা) কোনও আপত্তি নেই ৷ বিরাটের ম্যানেজারের অনুমতির পরেই বিচারপতি অজেয় এস গড়করি এবং বিচারপতি প্রকাশ ডি নায়েকের ডিভিশন বেঞ্চ পুলিশের দাখিল করা চার্জশিট খারিজ করে দেয় ৷
উল্লেখ্য, হায়দবারাবাদের বাসিন্দা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার রামনাগেশ আকুবাথানিকে মুম্বই পুলিশ 2021 সালের 8 নভেম্বর গ্রেফতার করেছিল ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354, 506, 500 এবং 201 ধারায় মামলা রুজু করা হয়েছিল ৷ বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্ট 16 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আকুবাথানিকে ৷ এরপর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷ 2021 এর 21 নভেম্বর আকুবাথানির জামিনের আবেদন মঞ্জুর করা হয় ৷ যে টুইটকে ঘিরে মূল অভিযোগ ছিল, সেটি বিরাট কোহলি বা তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যেই করা হয়েছিল ৷ তা স্পষ্ট ছিল না ৷ সেই যুক্তিতে আদালত আকুবাথানির জামিন মঞ্জুর করে ৷
পরবর্তী সময়ে মুম্বই পুলিশ আকুবাথানির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল ৷ 2022 সালের ফেব্রুয়ারি মাসে রামনাগেশ আকুবাথানি তাঁর বিরুদ্ধে দাখিল হওয়া অভিযোগ খারিজের আবেদন জানান বম্বে হাইকোর্টে ৷ সেখানে রামনাগেশ আকুবাথানি দাবি করেছিলেন, তেলাঙ্গানা রাজ্যের একজন মেধাবি পড়ুয়া তিনি ৷ জেইই (অ্যাডভান্স)-এর একজন টপার ৷ এই মামলা তাঁর ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ৷ এমনকি তাঁর ভবিষ্যত জীবন শেষ হয়ে যেতে পারে ৷
-
Bombay High Court quashes FIR against accused who tweeted rape threats to daughter of Virat Kohli and Anushka Sharma
— Bar & Bench (@barandbench) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
report by @Neha_Jozie #bombayhighcourt #ViratKohli𓃵 @imVkohli @AnushkaSharma https://t.co/UAkIyE7mHS
">Bombay High Court quashes FIR against accused who tweeted rape threats to daughter of Virat Kohli and Anushka Sharma
— Bar & Bench (@barandbench) April 11, 2023
report by @Neha_Jozie #bombayhighcourt #ViratKohli𓃵 @imVkohli @AnushkaSharma https://t.co/UAkIyE7mHSBombay High Court quashes FIR against accused who tweeted rape threats to daughter of Virat Kohli and Anushka Sharma
— Bar & Bench (@barandbench) April 11, 2023
report by @Neha_Jozie #bombayhighcourt #ViratKohli𓃵 @imVkohli @AnushkaSharma https://t.co/UAkIyE7mHS
এ দিন তাঁর সেই আবেদনের মামলার শুনানি ছিল ৷ সেখানে বিরাট ও অনুষ্কার হয়ে উপস্থিত ছিলেন তাঁদের ম্যানেজার আকিল্লা ডি’সুজা ৷ তিনিই রামনাগেশ আকুবাথানির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ আজ আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন, আকুবাথিনি নামী ইঞ্জিনিয়ারিং সংস্থায় ইন্টার্নশিপ করছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অপরাধ সংক্রান্ত মামলা এর আগে ছিল না ৷ আর এই এফআইআর তাঁর ভবিষ্যৎ পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে ৷ এমনকি আরও অনেক সমস্যা তৈরি হতে পারে ৷
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি বিরুষ্কা-কন্যাকে, দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের
অভিযোগকারীর তরফে আইনজীবী এও জনান, যে টুইটের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছিল, তার সত্যতা প্রমাণিত হয়নি ৷ কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, ওই টুইটটি রামনাগেশ আকুবাথানি পোস্ট করেছিলেন ৷ এমনকি ওই পোস্টের আইপি অ্যাড্রেস ট্রেস করেও কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ এই যুক্তিতে বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজার আইনজীবী রামনাগেশ আকুবাথানির বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিট খারিজে সম্মতি জানান ৷ এর পরেই বম্বে হাইকোর্ট হায়দরাবাদের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চার্জশিট খারিজ করে দেয় ৷