ETV Bharat / sports

Bharat Arun joined KKR : মেগা অকশনের আগে বড় চমক, নাইটদের সংসারে এবার জাতীয় দলের প্রাক্তন কোচ - IPL 2022

2022 আইপিএলের আগে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল কলকাতা নাইট রাইডার্স (Bharat Arun joined KKR ) ৷

Bharat Arun joined KKR
Bharat Arun joined KKR
author img

By

Published : Jan 14, 2022, 5:18 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : এই প্রথম 10 টিমের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব ৷ পুরানো আটটি দল ছাড়াও লখনউ এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করেছে বিসিসিআই ৷ এরপর ফেব্রুয়ারিতে রয়েছে মেগা অকশন ৷ তার আগে চমকে দিল 2021 মরসুমের রানার্স দল কলকাতা নাইট রাইডার্স ৷ কাইল মিলসকে সরিয়ে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল নাইটরা (Bharat Arun joined KKR ) ৷ আইপিএলের পঞ্চদশ মরশুমে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটিতে একই ভূমিকা পালন করবে ৷ কেকেআরের তরফে টুইটারে এই খবর জানিয়ে ভরত অরুণকে স্বাগত জানানো হয়েছে ৷

ছয় বছর ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ভরত অরুণের ৷ তাঁর অধীনে 2018 সাল থেকে বিপক্ষের ব্যাটিংয়ের ত্রাস হয়ে উঠেছে ভারতের পেস আক্রমণ ৷ তবে শুধু জাতীয় দলেরই নয়, অতীতে আইপিএল টিমের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2015 সাল থেকে 2017 পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কাজ করেছেন (Bharat Arun joined Kolkata Knight Riders as their bowling coach) তিনি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নতুন বোলিং কোচ নিয়োগের ঘোষণা করতে গিয়ে নাইটদের সিইও এবং এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, "ভরত অরুণের মতো একজনকে বোলিং কোচ হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত ৷ কেকেআরের সাপোর্ট স্টাফদের দলে তাঁর অভিজ্ঞতার ঝুলি এবং দক্ষতা ছড়িয়ে দিতে পারবেন ৷ নাইট রাইডার্স পরিবারে তাঁকে হার্দিক স্বাগত জানাই ৷" আন্তর্জাতিক স্তরে সাফল্যের পেডিগ্রি বহন করা ভরত অরুণকে স্বাগত জানিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ৷ দু'বারের আইপিএল জয়ী দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভরত নিজেও উচ্ছ্বসিত ৷ বলছেন, "আইপিএল এবং বিশ্বজুড়ে যে টি-20 লিগগুলি রয়েছে তাদের মধ্যে নাইট রাইডার্স সফল ফ্যাঞ্চাইজি ৷ এদের পেশাদারিত্বও প্রশংসনীয় ৷"

কলকাতা, 14 জানুয়ারি : এই প্রথম 10 টিমের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব ৷ পুরানো আটটি দল ছাড়াও লখনউ এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করেছে বিসিসিআই ৷ এরপর ফেব্রুয়ারিতে রয়েছে মেগা অকশন ৷ তার আগে চমকে দিল 2021 মরসুমের রানার্স দল কলকাতা নাইট রাইডার্স ৷ কাইল মিলসকে সরিয়ে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল নাইটরা (Bharat Arun joined KKR ) ৷ আইপিএলের পঞ্চদশ মরশুমে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটিতে একই ভূমিকা পালন করবে ৷ কেকেআরের তরফে টুইটারে এই খবর জানিয়ে ভরত অরুণকে স্বাগত জানানো হয়েছে ৷

ছয় বছর ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ভরত অরুণের ৷ তাঁর অধীনে 2018 সাল থেকে বিপক্ষের ব্যাটিংয়ের ত্রাস হয়ে উঠেছে ভারতের পেস আক্রমণ ৷ তবে শুধু জাতীয় দলেরই নয়, অতীতে আইপিএল টিমের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2015 সাল থেকে 2017 পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কাজ করেছেন (Bharat Arun joined Kolkata Knight Riders as their bowling coach) তিনি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নতুন বোলিং কোচ নিয়োগের ঘোষণা করতে গিয়ে নাইটদের সিইও এবং এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, "ভরত অরুণের মতো একজনকে বোলিং কোচ হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত ৷ কেকেআরের সাপোর্ট স্টাফদের দলে তাঁর অভিজ্ঞতার ঝুলি এবং দক্ষতা ছড়িয়ে দিতে পারবেন ৷ নাইট রাইডার্স পরিবারে তাঁকে হার্দিক স্বাগত জানাই ৷" আন্তর্জাতিক স্তরে সাফল্যের পেডিগ্রি বহন করা ভরত অরুণকে স্বাগত জানিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ৷ দু'বারের আইপিএল জয়ী দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভরত নিজেও উচ্ছ্বসিত ৷ বলছেন, "আইপিএল এবং বিশ্বজুড়ে যে টি-20 লিগগুলি রয়েছে তাদের মধ্যে নাইট রাইডার্স সফল ফ্যাঞ্চাইজি ৷ এদের পেশাদারিত্বও প্রশংসনীয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.