ETV Bharat / sports

Bharat Arun joined KKR : মেগা অকশনের আগে বড় চমক, নাইটদের সংসারে এবার জাতীয় দলের প্রাক্তন কোচ

2022 আইপিএলের আগে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল কলকাতা নাইট রাইডার্স (Bharat Arun joined KKR ) ৷

Bharat Arun joined KKR
Bharat Arun joined KKR
author img

By

Published : Jan 14, 2022, 5:18 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : এই প্রথম 10 টিমের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব ৷ পুরানো আটটি দল ছাড়াও লখনউ এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করেছে বিসিসিআই ৷ এরপর ফেব্রুয়ারিতে রয়েছে মেগা অকশন ৷ তার আগে চমকে দিল 2021 মরসুমের রানার্স দল কলকাতা নাইট রাইডার্স ৷ কাইল মিলসকে সরিয়ে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল নাইটরা (Bharat Arun joined KKR ) ৷ আইপিএলের পঞ্চদশ মরশুমে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটিতে একই ভূমিকা পালন করবে ৷ কেকেআরের তরফে টুইটারে এই খবর জানিয়ে ভরত অরুণকে স্বাগত জানানো হয়েছে ৷

ছয় বছর ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ভরত অরুণের ৷ তাঁর অধীনে 2018 সাল থেকে বিপক্ষের ব্যাটিংয়ের ত্রাস হয়ে উঠেছে ভারতের পেস আক্রমণ ৷ তবে শুধু জাতীয় দলেরই নয়, অতীতে আইপিএল টিমের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2015 সাল থেকে 2017 পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কাজ করেছেন (Bharat Arun joined Kolkata Knight Riders as their bowling coach) তিনি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নতুন বোলিং কোচ নিয়োগের ঘোষণা করতে গিয়ে নাইটদের সিইও এবং এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, "ভরত অরুণের মতো একজনকে বোলিং কোচ হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত ৷ কেকেআরের সাপোর্ট স্টাফদের দলে তাঁর অভিজ্ঞতার ঝুলি এবং দক্ষতা ছড়িয়ে দিতে পারবেন ৷ নাইট রাইডার্স পরিবারে তাঁকে হার্দিক স্বাগত জানাই ৷" আন্তর্জাতিক স্তরে সাফল্যের পেডিগ্রি বহন করা ভরত অরুণকে স্বাগত জানিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ৷ দু'বারের আইপিএল জয়ী দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভরত নিজেও উচ্ছ্বসিত ৷ বলছেন, "আইপিএল এবং বিশ্বজুড়ে যে টি-20 লিগগুলি রয়েছে তাদের মধ্যে নাইট রাইডার্স সফল ফ্যাঞ্চাইজি ৷ এদের পেশাদারিত্বও প্রশংসনীয় ৷"

কলকাতা, 14 জানুয়ারি : এই প্রথম 10 টিমের আইপিএল দেখবে ক্রিকেট বিশ্ব ৷ পুরানো আটটি দল ছাড়াও লখনউ এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করেছে বিসিসিআই ৷ এরপর ফেব্রুয়ারিতে রয়েছে মেগা অকশন ৷ তার আগে চমকে দিল 2021 মরসুমের রানার্স দল কলকাতা নাইট রাইডার্স ৷ কাইল মিলসকে সরিয়ে জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে নিয়োগ করল নাইটরা (Bharat Arun joined KKR ) ৷ আইপিএলের পঞ্চদশ মরশুমে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটিতে একই ভূমিকা পালন করবে ৷ কেকেআরের তরফে টুইটারে এই খবর জানিয়ে ভরত অরুণকে স্বাগত জানানো হয়েছে ৷

ছয় বছর ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ভরত অরুণের ৷ তাঁর অধীনে 2018 সাল থেকে বিপক্ষের ব্যাটিংয়ের ত্রাস হয়ে উঠেছে ভারতের পেস আক্রমণ ৷ তবে শুধু জাতীয় দলেরই নয়, অতীতে আইপিএল টিমের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2015 সাল থেকে 2017 পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কাজ করেছেন (Bharat Arun joined Kolkata Knight Riders as their bowling coach) তিনি ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নতুন বোলিং কোচ নিয়োগের ঘোষণা করতে গিয়ে নাইটদের সিইও এবং এমডি ভেঙ্কি মাইসোর বলেছেন, "ভরত অরুণের মতো একজনকে বোলিং কোচ হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত ৷ কেকেআরের সাপোর্ট স্টাফদের দলে তাঁর অভিজ্ঞতার ঝুলি এবং দক্ষতা ছড়িয়ে দিতে পারবেন ৷ নাইট রাইডার্স পরিবারে তাঁকে হার্দিক স্বাগত জানাই ৷" আন্তর্জাতিক স্তরে সাফল্যের পেডিগ্রি বহন করা ভরত অরুণকে স্বাগত জানিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ৷ দু'বারের আইপিএল জয়ী দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভরত নিজেও উচ্ছ্বসিত ৷ বলছেন, "আইপিএল এবং বিশ্বজুড়ে যে টি-20 লিগগুলি রয়েছে তাদের মধ্যে নাইট রাইডার্স সফল ফ্যাঞ্চাইজি ৷ এদের পেশাদারিত্বও প্রশংসনীয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.