ETV Bharat / sports

ICC Cricket World Cup 2023: বোলাররা সকলেই 'উইকেট-টেকার', বিশ্বকাপের আগে ভারতীয় দলের শক্তি-সন্ধানে মোরে

দলে যা বৈচিত্র্য তাতে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি সেমিফাইনালে যাবে নিঃসন্দেহে ৷ বোলাররা সকলেই উইকেট নিতে সক্ষম, যা দলের বাড়তি অ্যাডভান্টেজ ৷ বিশ্বকাপ শুরুর 48 ঘণ্টা আগে ভারতীয় দল নিয়ে ইটিভি ভারতের সঞ্জীব গুহ'র সঙ্গে আলোচনায় কিরণ মোরে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 11:16 AM IST

কলকাতা, 2 অক্টোবর: হাতে সময় 72 ঘণ্টারও কম ৷ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা দলগুলো নিয়ে এই মুহূর্তে বিভিন্ন মহলে চলছে আলোচনা-কাঁটাছেড়া ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনাালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ৷ 8 অক্টোবর পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করছে রোহিত শর্মার ভারত ৷ তার আগে 'মেন ইন ব্লু'র শক্তি-দুর্বলতা নিয়ে কথা বললেন প্রাক্তন স্টাম্পার-ব্যাটার, একইসঙ্গে নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কিরণ মোরে ৷ জানালেন, প্রতিযোগিতায় সেরা দল ভারতেরই ৷ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, দলের সকল বোলাররা যে কোনও সময় উইকেট নেওয়ার ক্ষমতা রাখে ৷

তিনি আরও জানান, চোটগ্রস্ত অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে রবিচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্তি ভারতীয় দলে ভারসাম্য আরও বাড়িয়েছে ৷ ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে মোরে বলেন, "আমাদের দল সেরা ৷ ভারতীয় দলের ভারসাম্য দুর্দান্ত ৷ সঙ্গে প্লাস পয়েন্ট দলের সকল বোলারই প্রয়োজনে উইকেট নিতে পারে ৷ সকল চোট-আঘাত সরিয়ে রেখে আমার মনে হয় বিশ্বকাপ শাসন করতে চলেছে ভারতীয় বোলাররা ৷ শুধু ছন্দটা ধরে রাখতে হবে ৷"

ভারতের ব্যাটিং বরাবরই শক্তিশালী ৷ তবে এবার দলের বোলিং বিভাগ বিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কাড়ার পক্ষে যথেষ্ট ৷ এ ব্যাপারে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, "একদমই ৷ ভারতের হাতে এবার দুর্দান্ত বোলিং ইউনিট রয়েছে ৷ শুরুর 10 ওভার হোক কিংবা মিডল ওভার অথবা ডেথ ওভার ৷ যে কোনও সময়ই ভারতীয় বোলাররা উইকেট নিতে প্রস্তুত ৷ কেবল জাদেজাই নয়, অলরাউন্ডার হওয়া সত্ত্বেও হার্দিক পান্ডিয়াও একজন উইকেট শিকারি ৷ এই বোলিং বিভাগে কুলদীপ শুধু ফ্লেভারই নয়, বৈচিত্র্যও আনবে ৷"

আরও পড়ুন: 'দলে অশ্বিনের অর্ন্তভুক্তিতে একটুও অবাক নই', বলছেন পাতিল

আসন্ন বিশ্বকাপে ভারত সম্ভাবনা কতদূর? উত্তরে কিরণ মোরে বলেন, "ভারতীয় দলের সবচেয়ে ভালো বিষয় হল দলের অধিকাংশ ক্রিকেটারের প্রচুর ওয়ান-ডে এবং টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ পাশাপাশি সকলেই কমবেশি টেস্ট ক্রিকেটেরও অভিজ্ঞতাসম্পন্ন ৷ সবমিলিয়ে আমার মনে হয় দলে দারুণ ভারসাম্য রয়েছে ৷ নিঃসন্দেহে ভারত সেমিফাইনালে জায়গা করে নেবে ৷"

অন্যান্য দলগুলোর তুলনায় দলের বৈচিত্র্যও অনেক বেশি বলে জানান মোরে ৷ শক্তিশালী ব্যাটিং এবং পেস বিভাগ তো রয়েইছে ৷ চায়নাম্যান কুলদীপের উপস্থিতি দলের স্পিন বিভাগকেও শক্তিশালী করেছে বলে শেষ করেন মোরে ৷

কলকাতা, 2 অক্টোবর: হাতে সময় 72 ঘণ্টারও কম ৷ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা দলগুলো নিয়ে এই মুহূর্তে বিভিন্ন মহলে চলছে আলোচনা-কাঁটাছেড়া ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনাালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ৷ 8 অক্টোবর পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করছে রোহিত শর্মার ভারত ৷ তার আগে 'মেন ইন ব্লু'র শক্তি-দুর্বলতা নিয়ে কথা বললেন প্রাক্তন স্টাম্পার-ব্যাটার, একইসঙ্গে নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কিরণ মোরে ৷ জানালেন, প্রতিযোগিতায় সেরা দল ভারতেরই ৷ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, দলের সকল বোলাররা যে কোনও সময় উইকেট নেওয়ার ক্ষমতা রাখে ৷

তিনি আরও জানান, চোটগ্রস্ত অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে রবিচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্তি ভারতীয় দলে ভারসাম্য আরও বাড়িয়েছে ৷ ইটিভি ভারতকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে মোরে বলেন, "আমাদের দল সেরা ৷ ভারতীয় দলের ভারসাম্য দুর্দান্ত ৷ সঙ্গে প্লাস পয়েন্ট দলের সকল বোলারই প্রয়োজনে উইকেট নিতে পারে ৷ সকল চোট-আঘাত সরিয়ে রেখে আমার মনে হয় বিশ্বকাপ শাসন করতে চলেছে ভারতীয় বোলাররা ৷ শুধু ছন্দটা ধরে রাখতে হবে ৷"

ভারতের ব্যাটিং বরাবরই শক্তিশালী ৷ তবে এবার দলের বোলিং বিভাগ বিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কাড়ার পক্ষে যথেষ্ট ৷ এ ব্যাপারে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, "একদমই ৷ ভারতের হাতে এবার দুর্দান্ত বোলিং ইউনিট রয়েছে ৷ শুরুর 10 ওভার হোক কিংবা মিডল ওভার অথবা ডেথ ওভার ৷ যে কোনও সময়ই ভারতীয় বোলাররা উইকেট নিতে প্রস্তুত ৷ কেবল জাদেজাই নয়, অলরাউন্ডার হওয়া সত্ত্বেও হার্দিক পান্ডিয়াও একজন উইকেট শিকারি ৷ এই বোলিং বিভাগে কুলদীপ শুধু ফ্লেভারই নয়, বৈচিত্র্যও আনবে ৷"

আরও পড়ুন: 'দলে অশ্বিনের অর্ন্তভুক্তিতে একটুও অবাক নই', বলছেন পাতিল

আসন্ন বিশ্বকাপে ভারত সম্ভাবনা কতদূর? উত্তরে কিরণ মোরে বলেন, "ভারতীয় দলের সবচেয়ে ভালো বিষয় হল দলের অধিকাংশ ক্রিকেটারের প্রচুর ওয়ান-ডে এবং টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে ৷ পাশাপাশি সকলেই কমবেশি টেস্ট ক্রিকেটেরও অভিজ্ঞতাসম্পন্ন ৷ সবমিলিয়ে আমার মনে হয় দলে দারুণ ভারসাম্য রয়েছে ৷ নিঃসন্দেহে ভারত সেমিফাইনালে জায়গা করে নেবে ৷"

অন্যান্য দলগুলোর তুলনায় দলের বৈচিত্র্যও অনেক বেশি বলে জানান মোরে ৷ শক্তিশালী ব্যাটিং এবং পেস বিভাগ তো রয়েইছে ৷ চায়নাম্যান কুলদীপের উপস্থিতি দলের স্পিন বিভাগকেও শক্তিশালী করেছে বলে শেষ করেন মোরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.