ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: হরিয়ানার বিরুদ্ধে ইনিংস ও 50 রানে জয় বাংলার, ম্যাচের সেরা আকাশ দীপ - হরিয়ানা বনাম বাংলা

রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23)-তে দুর্দান্ত জয় পেল বাংলা ৷ হরিয়ানাকে ইনিংসে হারিয়ে বোনাস-সহ বহুমূল্য 7 পয়েন্ট ঘরে তুললেন মনোজ তিওয়ারিরা ৷ বাংলার পরের ম্যাচ ওড়িশার বিরুদ্ধে ৷

Bengal Win by Innings and 50 Runs Against Haryana ETV BHARAT
Bengal Win by Innings and 50 Runs Against Haryana
author img

By

Published : Jan 20, 2023, 11:36 AM IST

Updated : Jan 20, 2023, 11:46 AM IST

লাহোলি, 20 অক্টোবর: আকাশ দীপের দুরন্ত বোলিংয়ে হরিয়ানাকে ইনিংস ও 50 রানে হারাল বাংলা (Bengal Win by Innings and 50 Runs Against Haryana) ৷ সেই সঙ্গে 6 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেললেন মনোজ তিওয়ারিরা ৷ আজ দিনের শুরুতেই হরিয়ানার বাকি 3 উইকেট তুলে নেন আকাশ দীপ এবং মুকেশ কুমার ৷ 206 রানে দ্বিতীয় ইনিংসে হরিয়ানাকে অল আউট করে ম্যাচ নিজেদের নামে করে বাংলা ৷ দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আকাশ দীপ ৷

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 256 রানে এগিয়ে ছিল বাংলা ৷ বোনাস এক পয়েন্ট ঘরে তোলার আশায় তৃতীয় দিন সকালে হরিয়ানাকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় বাংলার টিম ম্যানেজমেন্ট ৷ সেই সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণিত করেন মুকেশ কুমার, আকাশ দীপ এবং ঈশান পোড়েলরা ৷ তিন মিডিয়াম পেসারের দাপটে তৃতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর দাঁড়ায় 7 উইকেটে 177 রান ৷ তবে, শুরুতে কাজটা যথেষ্ঠ কঠিন করে তুলেছিলেন হরিয়ানার দুই ওপেনার ৷

চৈতন্য বিষ্ণই (55) এবং যুবরাজ সিং (78)-এর 129 রানের প্রথম উইকেটের পার্টনারশিপে বাংলার 6 পয়েন্ট ঘরে তোলা নিয়ে সংশয় তৈরি হয় ৷ কিন্তু, ঈশান পোড়েলের বলে চৈতন্য বিষ্ণই ফিরতেই ধস নামে হরিয়ানার ইনিংসে ৷ মাত্র 48 রানের মধ্যে পরের 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরিয়ানা ৷ সেখানে 78 রান করা যুবরাজ সিংয়ের উইকেটও ছিল ৷ যার মধ্যে 3 উইকেট নেন আকাশ দীপ ৷ আজ সকালে জয়ের জন্য বাকি 3 উইকেট তুলতে খুব একটা সমস্যা হয়নি বাংলার ৷ 29 রান দিয়ে বাকি 3 উইকেট তুলে নেন ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আকাশ দীপ 5 উইকেট নিয়েছেন ৷

উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং সামলান অনুষ্টুপ মজুমদার ৷ তাঁর 145 রান এবং অভিমন্যু ঈশ্বরণের 57 রানের ইনিংসে বাংলা প্রথম ইনিংসে 419 রান তোলে ৷ তবে, লোয়ার অর্ডারে শভঙ্কর বল (30), প্রদীপ্ত প্রামাণিক (37) এবং আকাশ দীপের (22) ইনিংস না থাকলে কাজটা আরও কঠিন হতে পারত মনোজদের জন্য ৷ গ্রুপ-এ তে বাংলার পরের ম্যাচ 24 জানুয়ারি ওড়িশার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৷ সেখানেও দাপুটে পারফর্ম দেখিয়ে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে ওঠাই বাংলার লক্ষ্য ৷

আরও পড়ুন: ওয়েলসকে হারিয়ে শেষ আটের আশা জাগিয়ে রাখলেন হরমনপ্রীতরা

এই জয়ের পর বাংলার প্রশিক্ষক লক্ষ্মীরতন শুক্লা বলেন, "অসাধারণ জয় ৷ আমাদের পুরো ইউনিট এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে ৷ কারও জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয় ৷ ব্যাটাররাও নিজেদের সবটা দিয়েছে ৷ এমনকী লোয়ার অর্ডার ব্যাটাররাও সেরাটা দিয়েছে ৷ তারপর পেসাররা যা করল, হ্যাটস অফ ! কাল যখন প্রথমে হরিয়ানা ব্যাট করছিল, মনে হচ্ছিল এই পিচে আর কিছু নেই ৷ তারপর বোলাররা অবিশ্বাস্য লাইনে বল করল । বাউন্সও আদায় করল ৷ ফলে 7 উইকেট এল ৷ বাকিটা তো সময়ের অপেক্ষা ছিল ৷ ভালো লাগছে ছেলেরা যে কঠিন পরিশ্রম করেছিল, তার ফল মিলছে ৷ আবার ইডেনে খেলা ৷ জয়ের মোমেন্টাম ধরে রাখতে হবে, ব্যাস ৷"

লাহোলি, 20 অক্টোবর: আকাশ দীপের দুরন্ত বোলিংয়ে হরিয়ানাকে ইনিংস ও 50 রানে হারাল বাংলা (Bengal Win by Innings and 50 Runs Against Haryana) ৷ সেই সঙ্গে 6 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেললেন মনোজ তিওয়ারিরা ৷ আজ দিনের শুরুতেই হরিয়ানার বাকি 3 উইকেট তুলে নেন আকাশ দীপ এবং মুকেশ কুমার ৷ 206 রানে দ্বিতীয় ইনিংসে হরিয়ানাকে অল আউট করে ম্যাচ নিজেদের নামে করে বাংলা ৷ দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আকাশ দীপ ৷

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 256 রানে এগিয়ে ছিল বাংলা ৷ বোনাস এক পয়েন্ট ঘরে তোলার আশায় তৃতীয় দিন সকালে হরিয়ানাকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় বাংলার টিম ম্যানেজমেন্ট ৷ সেই সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণিত করেন মুকেশ কুমার, আকাশ দীপ এবং ঈশান পোড়েলরা ৷ তিন মিডিয়াম পেসারের দাপটে তৃতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর দাঁড়ায় 7 উইকেটে 177 রান ৷ তবে, শুরুতে কাজটা যথেষ্ঠ কঠিন করে তুলেছিলেন হরিয়ানার দুই ওপেনার ৷

চৈতন্য বিষ্ণই (55) এবং যুবরাজ সিং (78)-এর 129 রানের প্রথম উইকেটের পার্টনারশিপে বাংলার 6 পয়েন্ট ঘরে তোলা নিয়ে সংশয় তৈরি হয় ৷ কিন্তু, ঈশান পোড়েলের বলে চৈতন্য বিষ্ণই ফিরতেই ধস নামে হরিয়ানার ইনিংসে ৷ মাত্র 48 রানের মধ্যে পরের 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরিয়ানা ৷ সেখানে 78 রান করা যুবরাজ সিংয়ের উইকেটও ছিল ৷ যার মধ্যে 3 উইকেট নেন আকাশ দীপ ৷ আজ সকালে জয়ের জন্য বাকি 3 উইকেট তুলতে খুব একটা সমস্যা হয়নি বাংলার ৷ 29 রান দিয়ে বাকি 3 উইকেট তুলে নেন ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আকাশ দীপ 5 উইকেট নিয়েছেন ৷

উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং সামলান অনুষ্টুপ মজুমদার ৷ তাঁর 145 রান এবং অভিমন্যু ঈশ্বরণের 57 রানের ইনিংসে বাংলা প্রথম ইনিংসে 419 রান তোলে ৷ তবে, লোয়ার অর্ডারে শভঙ্কর বল (30), প্রদীপ্ত প্রামাণিক (37) এবং আকাশ দীপের (22) ইনিংস না থাকলে কাজটা আরও কঠিন হতে পারত মনোজদের জন্য ৷ গ্রুপ-এ তে বাংলার পরের ম্যাচ 24 জানুয়ারি ওড়িশার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৷ সেখানেও দাপুটে পারফর্ম দেখিয়ে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ডে ওঠাই বাংলার লক্ষ্য ৷

আরও পড়ুন: ওয়েলসকে হারিয়ে শেষ আটের আশা জাগিয়ে রাখলেন হরমনপ্রীতরা

এই জয়ের পর বাংলার প্রশিক্ষক লক্ষ্মীরতন শুক্লা বলেন, "অসাধারণ জয় ৷ আমাদের পুরো ইউনিট এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে ৷ কারও জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয় ৷ ব্যাটাররাও নিজেদের সবটা দিয়েছে ৷ এমনকী লোয়ার অর্ডার ব্যাটাররাও সেরাটা দিয়েছে ৷ তারপর পেসাররা যা করল, হ্যাটস অফ ! কাল যখন প্রথমে হরিয়ানা ব্যাট করছিল, মনে হচ্ছিল এই পিচে আর কিছু নেই ৷ তারপর বোলাররা অবিশ্বাস্য লাইনে বল করল । বাউন্সও আদায় করল ৷ ফলে 7 উইকেট এল ৷ বাকিটা তো সময়ের অপেক্ষা ছিল ৷ ভালো লাগছে ছেলেরা যে কঠিন পরিশ্রম করেছিল, তার ফল মিলছে ৷ আবার ইডেনে খেলা ৷ জয়ের মোমেন্টাম ধরে রাখতে হবে, ব্যাস ৷"

Last Updated : Jan 20, 2023, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.