ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: : ব্যর্থ বোলাররা, অভিমন্যুর সেঞ্চুরিতেও জয় অধরাই বাংলার - Ranji Trophy 2022 23

বিপর্যয় সরিয়ে দেরাদুনে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ায় । 6 উইকেটে 104 নিয়ে খেলা শুরু করে বাংলার বোলারদের দাপট সামলানোর কাজে নেতৃত্ব দিলেন কুনাল চাণ্ডেলা । তাঁর দাপটেই দেরাদুনে অভিমন্যু ঈশ্বরনের নামাঙ্কিত স্টেডিয়ামে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ ড্রয়ের পথে (Bengal vs Uttarakhand) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 5, 2023, 11:07 PM IST

দেরাদুন, 5 জানুয়ারি: প্রথম ইনিংসের প্রয়োজনীয় লিড এল । এগিয়ে থাকার কারণে ঝুলিতে তিন পয়েন্টও আসবে । কিন্তু কাঙ্খিত জয় বাংলার অধরাই থেকে যাবে । প্রতিপক্ষকে বেকায়দায় পেয়েও বাংলা জয়ের কড়ি কার্যত তুলতে ব্যর্থই বলা যায় । তৃতীয় দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে 1ইকেটে 48 রান তুলেছে । অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (24 রান) এবং সুদীপ ঘরামি (24 রান) । 115 রানের লিড নিয়ে বাংলা এগিয়ে 163 রানে (Bengal vs Uttarakhand) ।

বিপর্যয় সরিয়ে দেরাদুনে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ায় । 6 উইকেটে 104 নিয়ে খেলা শুরু করে বাংলার বোলারদের দাপট সামলানোর কাজে নেতৃত্ব দিলেন কুনাল চাণ্ডেলা । তাঁর লড়াকু 136 রান দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । তাঁকে যোগ্য সহায়তা করেন অখিল সিং রাওয়াত (40 রান), অভয় নেগি (50 রান)। বাংলার বোলারদের সামলে চাণ্ডেলা এবং নেগির জুটিতে 128 রান উত্তরাখণ্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে । 272 রানে শেষ উত্তরাখণ্ডের ইনিংস ।

আরও পড়ুন: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যুর

বাংলার বোলারদের মধ্যে সেরা প্রদীপ্ত প্রামাণিক, 58 রানে 4 উইকেট । আকাশদীপ এবং শাহবাজ আহমেদ 3টি করে উইকেট পেয়েছেন । চালকের আসন থেকে জয় না-পাওয়ার জোরালো সম্ভাবনা । দেরাদুনে অভিমন্যু ঈশ্বরনের নামাঙ্কিত স্টেডিয়ামে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ ড্রয়ের পথে ।

প্রসঙ্গত, রঞ্জিতে (Ranji Trophy 2022-23) উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথমদিনে 3 উইকেট হারিয়ে 269 রান করেছিল বাংলা ৷ সেঞ্চুরি পেয়েছিলেন অভিমণ্যু ঈশ্বরণ ।

দেরাদুন, 5 জানুয়ারি: প্রথম ইনিংসের প্রয়োজনীয় লিড এল । এগিয়ে থাকার কারণে ঝুলিতে তিন পয়েন্টও আসবে । কিন্তু কাঙ্খিত জয় বাংলার অধরাই থেকে যাবে । প্রতিপক্ষকে বেকায়দায় পেয়েও বাংলা জয়ের কড়ি কার্যত তুলতে ব্যর্থই বলা যায় । তৃতীয় দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে 1ইকেটে 48 রান তুলেছে । অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (24 রান) এবং সুদীপ ঘরামি (24 রান) । 115 রানের লিড নিয়ে বাংলা এগিয়ে 163 রানে (Bengal vs Uttarakhand) ।

বিপর্যয় সরিয়ে দেরাদুনে উত্তরাখণ্ড প্রথম ইনিংসে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ায় । 6 উইকেটে 104 নিয়ে খেলা শুরু করে বাংলার বোলারদের দাপট সামলানোর কাজে নেতৃত্ব দিলেন কুনাল চাণ্ডেলা । তাঁর লড়াকু 136 রান দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় । তাঁকে যোগ্য সহায়তা করেন অখিল সিং রাওয়াত (40 রান), অভয় নেগি (50 রান)। বাংলার বোলারদের সামলে চাণ্ডেলা এবং নেগির জুটিতে 128 রান উত্তরাখণ্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে । 272 রানে শেষ উত্তরাখণ্ডের ইনিংস ।

আরও পড়ুন: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে সেঞ্চুরি অভিমন্যুর

বাংলার বোলারদের মধ্যে সেরা প্রদীপ্ত প্রামাণিক, 58 রানে 4 উইকেট । আকাশদীপ এবং শাহবাজ আহমেদ 3টি করে উইকেট পেয়েছেন । চালকের আসন থেকে জয় না-পাওয়ার জোরালো সম্ভাবনা । দেরাদুনে অভিমন্যু ঈশ্বরনের নামাঙ্কিত স্টেডিয়ামে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ ড্রয়ের পথে ।

প্রসঙ্গত, রঞ্জিতে (Ranji Trophy 2022-23) উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথমদিনে 3 উইকেট হারিয়ে 269 রান করেছিল বাংলা ৷ সেঞ্চুরি পেয়েছিলেন অভিমণ্যু ঈশ্বরণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.