কলকাতা, 13 জুন : অধরা স্বপ্ন শেষবেলায় যাতে ভেঙে না যায় সেই লক্ষ্যে প্রতিটি পা মেপে ফেলতে চায় অভিমন্যু ঈশ্বরনরা । শুধু ক্রিকেটাররা নন, কোচ অরুণ লাল থেকে সিএবির পদাধিকারী, সকলেই দলগতভাবে স্বপ্নপূরণে নামতে চাইছেন (Bengal will face Madhya Pradesh in Ranji Trophy Semifinal)। তাই মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া করে চলেছে বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক ।
দারুণভাবে ঝাড়খণ্ডকে উড়িয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা দল । ব্যাটে বলে পারফরম্যান্সের তুঙ্গে উঠেছিল মনোজ, সুদীপরা । তবে সবকিছু ভুলে শূন্য থেকে শুরু করতে চান প্রত্যেকে । মঙ্গলবার থেকে শুরু হতে চলা সেমিফাইনালে দলে থাকছেন না মহম্মদ শামি । রবিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলে যাচ্ছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলিং স্তম্ভ । তবে সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'টি টি-20 ম্যাচ খেলবে ভারত ।
গত 27 মে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছিল বাংলা দল । তারপর থেকেই টানা ক্রিকেট খেলছেন দলের ক্রিকেটাররা । ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচও খেলেছিল দল । তাই টানা খেলে কিছুটা ক্লান্ত ক্রিকেটাররা । ফলে শনিবার দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ । কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বায়ো বাবলকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মেলেনি । ফলে হোটেলের ঘরেই নিজেদের মধ্যে আড্ডা মেরে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা ।
আরও পড়ুন : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অতিথি হয়ে এলেন ছেত্রী, ঝালিয়ে নিলেন ফিল্ডিং দক্ষতাও
অন্যদিকে, মধ্যপ্রদেশ ম্যাচের আগে কোনও ক্রিকেটার নয়, বাংলা শিবিরের চিন্তা মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে । তাঁর প্রশিক্ষণেই পরপর দু'বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ । দলে সেই রকম বড় কোনও তারকা নেই । তবে কোচ হিসেবে পরপর দু'বার রঞ্জি জেতা কোচকেই সমীহ করছে বাংলা । বাংলা দলের কোচ, ক্রিকেটাররা জানেন, এক ইঞ্চিও জমি ছাড়বে না মধ্যপ্রদেশ । দলের বিস্ময় স্পিনার কুমার কার্তিকেয় এবং ব্যাটার অক্ষত রঘুবংশী-সহ বিপক্ষের ক্রিকেটারদের শক্তি-দুর্বলতা যাচাই করে দেখছেন অরুণ লাল-সৌরাশিস লাহিড়ীরা ।
উইকেট কেমন হতে পারে সেই সম্পর্কে এখনও ধারনা নেই বাংলা শিবিরের । তবে আগের ম্যাচেই বিশ্বরেকর্ড গড়া বাংলা দল সেই সমস্ত নিয়ে ভাবতে নারাজ । নিজেদের খেলায় ফোকাস রাখতে চায় তাঁরা । কোয়ার্টার ফাইনালে জয়ের পর কলকাতা থেকে দলের ক্রিকেটারদের অভিনন্দন জানাতে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । শুধু অভিনন্দন জানিয়ে কাজ শেষ করছেন না । দলের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি ।