বেঙ্গালুরু, 10 জুন : রঞ্জিতে ফের ট্রফির স্বপ্ন বাংলার সংসারে ৷ ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ে রঞ্জি ট্রফির শেষ চারে জায়গা করে নিল অরুণ লালের ছেলেরা ৷ ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার ফলশ্রুতি হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল অভিমন্যু ঈশ্বরণ অ্যান্ড কোম্পানি ৷ তবে ম্যাচের অন্তিমদিন শিরোনামে প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির শতরান ৷ বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে প্রথম রঞ্জি শতরানে বেঙ্গালুরুতে উজ্জ্বল মনোজ (Bengal Sports Minister Manoj Tiwary scored a hundred in Ranji Trophy quarter-final) ৷
প্রথম ইনিংসে শতরানের মত পরিস্থিতি তৈরি হলেও 73 রানে ফিরতে হয়েছিল মনোজ তিওয়ারিকে ৷ কিন্ত দ্বিতীয় ইনিংসে শতরানের লক্ষ্যপূরণে সক্ষম হলেন 'মন্ত্রীমশাই'| প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর 28তম শতরানে ভর করে 7 উইকেটে 318 রান তুলে বাংলা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করতেই ম্যাচের যবনিকা পতন হয় ৷ 19টি চার, 2টি ছয়ে 185 বলে 136 রান করে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মনোজ ৷ দ্বিতীয় ইনিংসে দলের একমাত্র শতরানকারী তিনিই ৷
-
1⃣0⃣0⃣ up for Manoj Tiwary as Bengal move closer to 240 in the second innings. #RanjiTrophy | #QF1 | #BENvJHA | @Paytm
— BCCI Domestic (@BCCIdomestic) June 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the match ▶️ https://t.co/UDFkFRkMjB pic.twitter.com/L65QSkUgu8
">1⃣0⃣0⃣ up for Manoj Tiwary as Bengal move closer to 240 in the second innings. #RanjiTrophy | #QF1 | #BENvJHA | @Paytm
— BCCI Domestic (@BCCIdomestic) June 10, 2022
Follow the match ▶️ https://t.co/UDFkFRkMjB pic.twitter.com/L65QSkUgu81⃣0⃣0⃣ up for Manoj Tiwary as Bengal move closer to 240 in the second innings. #RanjiTrophy | #QF1 | #BENvJHA | @Paytm
— BCCI Domestic (@BCCIdomestic) June 10, 2022
Follow the match ▶️ https://t.co/UDFkFRkMjB pic.twitter.com/L65QSkUgu8
আরও পড়ুন : টানা 13টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড অধরা ভারতের
শতরান পূর্ণ করে এদিন শিখর ধাওয়ানের মত থাই-ফাইভ সেলিব্রেশন সারেন বাংলার মন্ত্রীমশাই ৷ রেকর্ড ন'জন ব্যাটারের অর্ধশতরানে প্রথম ইনিংস 773 তুলে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করা বাংলা 475 রানে লিড নেয় ৷ সবমিলিয়ে শুক্রবার শেষ পর্যন্ত সাড়ে সাতশোরও বেশি রানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে বাংলা ৷