ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: ফের বিধ্বংসী আকাশদীপ, ইনিংসে জয় পেতে বাংলার দরকার 3 উইকেট - ranji trophy sixth match result

রঞ্জিতে স্বপ্নের দৌড় অব্যাহত বাংলার ৷ অঘটন না-ঘটলে হরিয়ানার বিরুদ্ধে বাংলার ম্যাচ জয় একপ্রকার নিশ্চিত তা বলাই যায় (Bengal Haryana Ranji Match)৷

Etv Bharat
রঞ্জি ট্রফি
author img

By

Published : Jan 19, 2023, 7:20 PM IST

লাহলি (হরিয়ানা), 19 জানুয়ারি: ঈশান পোড়েল, আকাশদীপ ও মুকেশ সিং ৷ বাংলার বোলিং আক্রমণের ত্রিফলা ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের কাছে দুঃস্বপ্নের নাম । সাম্প্রতিক অতীতে প্রতিপক্ষ শিবিরের ব্যাটাররা বাংলার এই তিন পেসারকে সামলাতে সমস্যায় পড়েননি এমন হয়নি । ব্যাটারদের পারফরম্যান্স গ্রাফ ওঠা নামা করেছে ঠিকই, কিন্তু বাংলার বোলাররা ধারাবাহিকভাবে সফল। চলতি রঞ্জি ট্রফিতেও তার ব্যতিক্রম নেই (Bengal Haryana Match in Ranji Trophy)।

পাঁচ ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলা । লাহলিতে ষষ্ঠ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে বাংলার সরাসরি জয়ে বাধা তিন উইকেট । বাংলার 419 রানের সামনে হরিয়ানার প্রথম ইনিংস শেষ 163 রানে ৷ 259 রানে প্রতিপক্ষ পিছিয়ে, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার বদলে ফলো-অন করায় বাংলা । দ্বিতীয় ইনিংসে 259 রানের লক্ষণরেখা পার করতে নেমে হরিয়ানা ফের বিপর্যয়ের সামনে । তৃতীয় দিনের শেষে হরিয়ানা সাত উইকেটে 177 । ইনিংসের হার বাঁচাতে হরিয়ানার দরকার আরও 79 রান ।

আরও পড়ুন : অনুষ্টুপের শতরানে হরিয়ানার বিরুদ্ধে বড় ইনিংসের লক্ষ্যে বাংলা

বাংলার বোলারদের আগুনে বোলিংয়ের সামনে তা চতুর্থ দিন কতক্ষণ টিকবে এখন সেটাই দেখার । সেক্ষেত্রে ইনিংসে জয় তুলে নিলে লক্ষ্মীরতন শুক্লা মনোজ তিওয়ারিদের ঝুলিতে আসবে সাত পয়েন্ট । সেক্ষেত্রে 32 পয়েন্টে পৌঁছে গেলে মনোজ-অনুষ্টুপদের নক-আউটের দরজা অনেকটাই খুলে যাবে । প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও আকাশদীপ বিধ্বংসী । পাঁচ উইকেটের পরে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে 37 রানে তিন উইকেট । মোট আট উইকেট নিয়ে আকাশদীপ বাংলার বোলারদের মধ্যে সেরা । ঈশান পোড়েল এবং মুকেশ সিংয়ের ঝুলিতে দুটি করে উইকেট । চৈতন্য বিষ্ণোইয়ের 55 এবং যুবরাজ সিংয়ের 78 রানের পরে হরিয়ানার বাকি আউট হওয়া পাঁচ ব্যাটারের চারজনের রান এক অঙ্কেই সীমাবদ্ধ । হিমাংশু রানা তৃতীয় সর্বোচ্চ 16 করেছেন । 129 রানে প্রথম উইকেট পড়ার পরে হরিয়ানার ইনিংসে ধস নামে । যার প্রধান কারণ আকাশদীপের বিধ্বংসী বোলিং ।

আরও পড়ুন : আকাশদীপের 5 উইকেটে ধরাশায়ী হরিয়ানা, চালকের আসনে বাংলা

লাহলি (হরিয়ানা), 19 জানুয়ারি: ঈশান পোড়েল, আকাশদীপ ও মুকেশ সিং ৷ বাংলার বোলিং আক্রমণের ত্রিফলা ঘরোয়া ক্রিকেটে ব্যাটারদের কাছে দুঃস্বপ্নের নাম । সাম্প্রতিক অতীতে প্রতিপক্ষ শিবিরের ব্যাটাররা বাংলার এই তিন পেসারকে সামলাতে সমস্যায় পড়েননি এমন হয়নি । ব্যাটারদের পারফরম্যান্স গ্রাফ ওঠা নামা করেছে ঠিকই, কিন্তু বাংলার বোলাররা ধারাবাহিকভাবে সফল। চলতি রঞ্জি ট্রফিতেও তার ব্যতিক্রম নেই (Bengal Haryana Match in Ranji Trophy)।

পাঁচ ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলা । লাহলিতে ষষ্ঠ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে বাংলার সরাসরি জয়ে বাধা তিন উইকেট । বাংলার 419 রানের সামনে হরিয়ানার প্রথম ইনিংস শেষ 163 রানে ৷ 259 রানে প্রতিপক্ষ পিছিয়ে, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার বদলে ফলো-অন করায় বাংলা । দ্বিতীয় ইনিংসে 259 রানের লক্ষণরেখা পার করতে নেমে হরিয়ানা ফের বিপর্যয়ের সামনে । তৃতীয় দিনের শেষে হরিয়ানা সাত উইকেটে 177 । ইনিংসের হার বাঁচাতে হরিয়ানার দরকার আরও 79 রান ।

আরও পড়ুন : অনুষ্টুপের শতরানে হরিয়ানার বিরুদ্ধে বড় ইনিংসের লক্ষ্যে বাংলা

বাংলার বোলারদের আগুনে বোলিংয়ের সামনে তা চতুর্থ দিন কতক্ষণ টিকবে এখন সেটাই দেখার । সেক্ষেত্রে ইনিংসে জয় তুলে নিলে লক্ষ্মীরতন শুক্লা মনোজ তিওয়ারিদের ঝুলিতে আসবে সাত পয়েন্ট । সেক্ষেত্রে 32 পয়েন্টে পৌঁছে গেলে মনোজ-অনুষ্টুপদের নক-আউটের দরজা অনেকটাই খুলে যাবে । প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও আকাশদীপ বিধ্বংসী । পাঁচ উইকেটের পরে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে 37 রানে তিন উইকেট । মোট আট উইকেট নিয়ে আকাশদীপ বাংলার বোলারদের মধ্যে সেরা । ঈশান পোড়েল এবং মুকেশ সিংয়ের ঝুলিতে দুটি করে উইকেট । চৈতন্য বিষ্ণোইয়ের 55 এবং যুবরাজ সিংয়ের 78 রানের পরে হরিয়ানার বাকি আউট হওয়া পাঁচ ব্যাটারের চারজনের রান এক অঙ্কেই সীমাবদ্ধ । হিমাংশু রানা তৃতীয় সর্বোচ্চ 16 করেছেন । 129 রানে প্রথম উইকেট পড়ার পরে হরিয়ানার ইনিংসে ধস নামে । যার প্রধান কারণ আকাশদীপের বিধ্বংসী বোলিং ।

আরও পড়ুন : আকাশদীপের 5 উইকেটে ধরাশায়ী হরিয়ানা, চালকের আসনে বাংলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.