ETV Bharat / sports

Ranji Trophy 2022 : বাংলার রানের পাহাড়ের সামনে ধুঁকছে চণ্ডীগড় - বাংলার রানের পাহাড়ের সামনে ধুঁকছে চণ্ডীগড়

বাংলার 437 রানের জবাবে চণ্ডীগড় শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ছ' উইকেটে 133 রান করে ধুঁকছে (Bengal vs Chandigarh Ranji Match) ।

Ranji Trophy 2022
বাংলার রানের পাহাড়ের সামনে ধুঁকছে চণ্ডীগড়
author img

By

Published : Mar 4, 2022, 11:07 PM IST

চণ্ডীগড়, 4 মার্চ: চিন্তার ব্যাটিং যখন ভরসার মহীরূহ । চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় দিনে রানের পাহাড়ে বাংলা (Bengal vs Chandigarh Ranji Match) । ব্যাটারদের সঙ্গে বোলারদের ধারাবাহিকতায় চালকের আসনে অভিমন্যু ঈশ্বরণরা । বাংলার 437 রানের জবাবে চণ্ডীগড় দিনের শেষে ছ' উইকেটে 133 রান করে ধুঁকছে । এর আঘে স্কোরবোর্ডে ছয় উইকেটে 329 রান নিয়ে খেলতে নেমে বাংলা প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় । মনোজ তিওয়ারি 53 রান করেন । তাঁর 99 বলে চারটি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় সাজানো হাফ-সেঞ্চুরি বাংলার ব্যাটারদের মেজাজটা বদলে দেয় ।

মনোজ চলে যাওয়ার পরে বাংলার ইনিংসকে টানেন সায়ন মণ্ডল । প্রথমে মনোজ পরে মুকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে সায়ন শুধু বাংলাকে চারশোর গণ্ডিই পার করলেন না, সাড়ে চারশোর বিশাল রানের পাহাড়ে পৌঁছে দেন । শেষদিকে ঈশান পোড়েল এবং নীলকন্ঠ দাস টিকতে না-পারার সায়ন এদিন প্রথম রঞ্জি সেঞ্চুরির স্বাদ পাননি । যদিও সেঞ্চুরি হাতছাড়ায় হতাশ নন তিনি । সায়ন বলেন, "বাংলা দলে ফিরতে পেরে ভাল লাগছে । দলের জন্য অবদান রাখতে পেরে খুশি । আমরা এখন জেতার দিকে মনসংযোগ করতে চাইছি । দিনের শুরুতে বল সুইং করছিল । ওই সময় মনোজ দা আমাকে ভরসা দিয়েছিল । ধৈর্য্য ধরে পড়ে থাকলে রান আসবে । দলের প্রয়োজনে রান করেছি সেটাই বড় কথা । সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বলে হতাশা নই ।"

আরও পড়ুন : দুই ওপেনারকে হারিয়েও মধ্যাহ্নভোজের আগেই একশো পেরোল ভারত

দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেট হিসেবে বাংলার এই পারফরম্যান্সকে বাহবা দিচ্ছেন মনোজ তিওয়ারি স্বয়ং । অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপের পাশাপাশি সায়নের ব্যাটিংয়ের প্রশংসাও তাঁর গলায় । একই সঙ্গে বাংলার বোলারদের যে কুড়িটি উইকেট তোলার ক্ষমতা রয়েছে সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি । মনোজের কথার বাস্তবায়নও ধরা পড়েছে বঙ্গ বোলারদের পারফরম্যান্সে । ইতিমধ্যে নীলকন্ঠ দাস এবং সায়ন মণ্ডলের দাপটে চন্ডীগড়ের ছয় ব্যাটার সাজঘরে ফিরেছেন । নীলকন্ঠের ঝুলিতে ইতিমধ্যেই তিনটি শিকার । সায়নের শিকার দুই । মুকেশ কুমার একটি উইকেট পেয়েছেন । ঈশান পোড়েল উইকেট না-পেলেও অভ্রান্ত লাইনে বল করে চাপ বাড়িয়ে রাখতে সাহায্য করছেন । অপরাজিত দুই ব্যাটসম্যান অঙ্কিত কৌশিক (30) এবং গৌরভ গম্ভীর (11) কে তুলে নিয়ে দ্রুত বাংলা চণ্ডীগড়ের বিরুদ্ধে জয় পাবে বাংলা ৷

চণ্ডীগড়, 4 মার্চ: চিন্তার ব্যাটিং যখন ভরসার মহীরূহ । চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় দিনে রানের পাহাড়ে বাংলা (Bengal vs Chandigarh Ranji Match) । ব্যাটারদের সঙ্গে বোলারদের ধারাবাহিকতায় চালকের আসনে অভিমন্যু ঈশ্বরণরা । বাংলার 437 রানের জবাবে চণ্ডীগড় দিনের শেষে ছ' উইকেটে 133 রান করে ধুঁকছে । এর আঘে স্কোরবোর্ডে ছয় উইকেটে 329 রান নিয়ে খেলতে নেমে বাংলা প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় । মনোজ তিওয়ারি 53 রান করেন । তাঁর 99 বলে চারটি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় সাজানো হাফ-সেঞ্চুরি বাংলার ব্যাটারদের মেজাজটা বদলে দেয় ।

মনোজ চলে যাওয়ার পরে বাংলার ইনিংসকে টানেন সায়ন মণ্ডল । প্রথমে মনোজ পরে মুকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে সায়ন শুধু বাংলাকে চারশোর গণ্ডিই পার করলেন না, সাড়ে চারশোর বিশাল রানের পাহাড়ে পৌঁছে দেন । শেষদিকে ঈশান পোড়েল এবং নীলকন্ঠ দাস টিকতে না-পারার সায়ন এদিন প্রথম রঞ্জি সেঞ্চুরির স্বাদ পাননি । যদিও সেঞ্চুরি হাতছাড়ায় হতাশ নন তিনি । সায়ন বলেন, "বাংলা দলে ফিরতে পেরে ভাল লাগছে । দলের জন্য অবদান রাখতে পেরে খুশি । আমরা এখন জেতার দিকে মনসংযোগ করতে চাইছি । দিনের শুরুতে বল সুইং করছিল । ওই সময় মনোজ দা আমাকে ভরসা দিয়েছিল । ধৈর্য্য ধরে পড়ে থাকলে রান আসবে । দলের প্রয়োজনে রান করেছি সেটাই বড় কথা । সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বলে হতাশা নই ।"

আরও পড়ুন : দুই ওপেনারকে হারিয়েও মধ্যাহ্নভোজের আগেই একশো পেরোল ভারত

দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেট হিসেবে বাংলার এই পারফরম্যান্সকে বাহবা দিচ্ছেন মনোজ তিওয়ারি স্বয়ং । অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপের পাশাপাশি সায়নের ব্যাটিংয়ের প্রশংসাও তাঁর গলায় । একই সঙ্গে বাংলার বোলারদের যে কুড়িটি উইকেট তোলার ক্ষমতা রয়েছে সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি । মনোজের কথার বাস্তবায়নও ধরা পড়েছে বঙ্গ বোলারদের পারফরম্যান্সে । ইতিমধ্যে নীলকন্ঠ দাস এবং সায়ন মণ্ডলের দাপটে চন্ডীগড়ের ছয় ব্যাটার সাজঘরে ফিরেছেন । নীলকন্ঠের ঝুলিতে ইতিমধ্যেই তিনটি শিকার । সায়নের শিকার দুই । মুকেশ কুমার একটি উইকেট পেয়েছেন । ঈশান পোড়েল উইকেট না-পেলেও অভ্রান্ত লাইনে বল করে চাপ বাড়িয়ে রাখতে সাহায্য করছেন । অপরাজিত দুই ব্যাটসম্যান অঙ্কিত কৌশিক (30) এবং গৌরভ গম্ভীর (11) কে তুলে নিয়ে দ্রুত বাংলা চণ্ডীগড়ের বিরুদ্ধে জয় পাবে বাংলা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.